IND vs NZ 1st Test Day 3 Highlights: গিলের উইকেট হারিয়ে ১৪ রান তুলেছে টিম ইন্ডিয়া, দিনের শেষে ৬৩ রানে এগিয়ে রাহানের ভারত

| Edited By: | Updated on: Nov 27, 2021 | 4:56 PM

India vs New Zealand 1st Test Day 3 Live Score: কানপুরে প্রথম টেস্টে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড।

IND vs NZ 1st Test Day 3 Highlights: গিলের উইকেট হারিয়ে ১৪ রান তুলেছে টিম ইন্ডিয়া, দিনের শেষে ৬৩ রানে এগিয়ে রাহানের ভারত
কানপুর টেস্টে মুখোমুখি রাহানে-উইলিয়ামসন

কানপুর: আজ গ্রিন পার্কে প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা ছিল। কানপুর টেস্টে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক আজিঙ্কা রাহানে। অভিষেক টেস্টে সেঞ্চুরি করে রেকর্ডবুকে ঢুকে পড়েছেন শ্রেয়স আইয়ার। ৩৪৫ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। অন্যদিকে তৃতীয় দিন ২৯৬ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। কিউয়িদের হয়ে সেঞ্চুরি হাতছাড়া হয়েছে টম ল্যাথামের। ৯৫ রান করে বাপুর শিকার হন তিনি। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে অক্ষর প্যাটেল নিয়েছেন ৫টি উইকেট। রবিচন্দ্রন অশ্বিন পেয়েছেন ৩টি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন রবীন্দ্র জাডেজা ও উমেশ যাদব। একটিও উইকেট পাননি ইশান্ত শর্মা।

খারাপ আলোর কারণে নির্ধারিত সময়ের আগে তৃতীয় দিনের খেলা শেষ। দ্বিতীয় ইনিংসে ৫ ওভার খেলেছে ভারত। যার মধ্যে দ্বিতীয় ওভারের প্রথম বলেই কাইল জেমিসনের শিকার হয়ে প্যাভিলিয়নের রাস্তা দেখেছেন শুভমন গিল। তৃতীয় দিনের শেষে ৬৩ রানে এগিয়ে রয়েছে রাহানের ভারত। ১৪ বল খেলে ৯ রানে অপরাজিত রয়েছেন চেতেশ্বর পূজারা এবং মায়াঙ্ক আগরওয়াল ১৩ বল খেলে ৪ রানে নট আউট থেকে মাঠ ছাড়লেন।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 27 Nov 2021 04:39 PM (IST)

    তৃতীয় দিনের খেলা শেষ

    খারাপ আলোর কারণে নির্ধারিত সময়ের আগে তৃতীয় দিনের খেলা শেষ। দ্বিতীয় ইনিংসে ৫ ওভার খেলেছে ভারত। যার মধ্যে দ্বিতীয় ওভারের প্রথম বলেই কাইল জেমিসনের শিকার হয়ে প্যাভিলিয়নের রাস্তা দেখেছেন শুভমন গিল। তৃতীয় দিনের শেষে ৬৩ রানে এগিয়ে রয়েছে রাহানের ভারত।

  • 27 Nov 2021 04:30 PM (IST)

    ৫ ওভারে ভারত ১৪/১

    প্রথম ৫ ওভারের খেলা শেষ। দ্বিতীয় ওভারের প্রথম বলে ভারতের ওপেনার শুভমন গিলকে ফিরিয়েছেন কাইল জেমিসন। ৫ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ১৪

  • 27 Nov 2021 04:11 PM (IST)

    গিল আউট

    ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুতেই বড় ধাক্কা। কাইল জেমিসন ফেরালেন টিম ইন্ডিয়ার ওপেনার শুভমন গিলকে। ৩ বল খেলে মাত্র এক রান করে সাজঘরে ফিরলেন গিল

  • 27 Nov 2021 04:06 PM (IST)

    ভারতের দ্বিতীয় ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন মায়াঙ্ক আগরওয়াল ও শুভমন গিল।

  • 27 Nov 2021 03:59 PM (IST)

    নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ

    ২৯৬ রানে অলআউট হয়ে গেল নিউজিল্যান্ড। ৪৯ রানে এগিয়ে রয়েছে রাহানের ভারত। অক্ষর প্যাটেল নিয়েছেন ৫টি উইকেট। রবিচন্দ্রন অশ্বিন পেয়েছেন ৩টি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন রবীন্দ্র জাডেজা ও উমেশ যাদব। একটিও উইকেট পাননি ইশান্ত শর্মা।

  • 27 Nov 2021 03:41 PM (IST)

    কাইল জেমিসন আউট

    কাইল জেমিসনের উইকেট তুলে নিলেন অশ্বিন। ৭৫ বল খেলে ২৩ রান করে সাজঘরে ফিরলেন জেমিসন।

  • 27 Nov 2021 03:30 PM (IST)

    ১৩৫ ওভারে নিউজিল্যান্ড ২৮১/৮

    কিউয়িদের প্রথম ইনিংস থামাতে ভারতের চাই আর ২টি উইকেট। ১৩৫ ওভারে ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তুলেছে ২৮১ রান
  • 27 Nov 2021 03:08 PM (IST)

    টিম সাউদি আউট

    অক্ষর প্যাটেল ফেরালেন টিম সাউদিকে। বাপুর পঞ্চম শিকার হলেন সাউদি। ১৩ বল খেলে ৫ রান করে সাজঘরে ফিরলেন সাউদি।

  • 27 Nov 2021 02:57 PM (IST)

    বান্ডেল আউট

    টম বান্ডেলকে ফেরালেন অক্ষর প্যাটেল। ১৩ রান করে সাজঘরে ফিরলেন তিনি

  • 27 Nov 2021 02:46 PM (IST)

    ১২০ ওভারে নিউজিল্যান্ড ২৫০/৬

    ১২০ ওভারের খেলা শেষ। টম বান্ডেল ব্যাট করছেন ১০ রানে এবং কাইল জেমিসন রয়েছেন ৩ রানে।

  • 27 Nov 2021 02:39 PM (IST)

    তৃতীয় ইনিংস শুরু

    চা বিরতির পর ফের খেলা শুরু। তৃতীয় সেশনের শুরুতে কিউয়িদের হয়ে ব্যাটিংয়ে নামলেন কাইল জেমিসন ও টম বান্ডেল।

  • 27 Nov 2021 02:18 PM (IST)

    চা বিরতি

    দ্বিতীয় সেশনের খেলা শেষ। চা বিরতিতে নিউজিল্যান্ডের স্কোর ৬ উইকেটে ২৪৯। ক্রিজে কাইল জেমিসন (২*) ও টম বান্ডেল (১০*)।

  • 27 Nov 2021 02:05 PM (IST)

    ১১৫ ওভারে নিউজিল্যান্ড ২৪৪/৬

    ক্রিজে কাইল জেমিসন ও টম বান্ডেল। ১১৫ ওভারে কিউয়িদের স্কোর ৬ উইকেটে ২৪৪

  • 27 Nov 2021 01:46 PM (IST)

    জাডেজা ফেরালেন রচিনকে

    ১৩ রান করে সাজঘরে ফিরলেন রচিন রবীন্দ্র। ছ'নম্বর উইকেট হারাল কিউয়িরা।

  • 27 Nov 2021 01:22 PM (IST)

    টম ল্যাথামকে ফেরালেন অক্ষর

    গ্রিন পার্কে তৃতীয় দিন সেঞ্চুরিটা করে যেতে পারলেন না ল্যাথাম। অক্ষর প্যাটেল ফেরালেন ৯৫ রানে থাকা টম ল্যাথামকে।

  • 27 Nov 2021 01:10 PM (IST)

    ১০০ ওভারে নিউজিল্যান্ড ২২৬/৪

    ক্রিজে টম ল্যাথাম ও টম বান্ডেল। ১০০ ওভারের খেলা হয়ে গিয়েছে। ৪ উইকেট হারিয়ে কিউয়িরা তুলেছে ২২৬ রান।

  • 27 Nov 2021 01:00 PM (IST)

    নিকোলাস আউট

    অক্ষর প্যাটেলের দ্বিতীয় শিকার হলেন হেনরি নিকোলাস। বাপুর বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন নিকোলাস। তিনি করেছেন মাত্র ২ রান।

  • 27 Nov 2021 12:49 PM (IST)

    টেলর আউট

    অক্ষর প্যাটেল ফেরালেন রস টেলরকে। ২৮ বল খেলে ১১ রান করে সাজঘরে ফিরলেন টেলর। তৃতীয় সাফল্য পেল টিম ইন্ডিয়া।

  • 27 Nov 2021 12:32 PM (IST)

    ৯০ ওভারে নিউজিল্যান্ড /২

    লাঞ্চ বিরতির পর খেলা চলছে। ৯০ ওভারে ২ উইকেট হারিয়ে কিউয়িরা তুলেছে ২০৯ রান।
    ল্যাথাম ৮৫*, টেলর ৯*
  • 27 Nov 2021 12:12 PM (IST)

    দ্বিতীয় সেশনের খেলা শুরু

    লাঞ্চ বিরতির পর আবার খেলা শুরু। ক্রিজে টম ল্যাথাম ও নতুন ব্যাটার রস টেলর।

  • 27 Nov 2021 11:33 AM (IST)

    লাঞ্চ বিরতি

    লাঞ্চ বিরতিতে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ১৯৭ রান। তৃতীয় দিনের প্রথম সেশন থেকে ৬৮ রান তুলতে পেরেছে নিউজিল্যান্ড। টিম ইন্ডিয়ার প্রাপ্তি উইল ইয়ং ও কেন উইলিয়ামসনের উইকেট। প্রথম সেশন শেষে ১৪৮ রানে পিছিয়ে রয়েছে কিউয়িরা।

  • 27 Nov 2021 11:32 AM (IST)

    উইলিয়ামসন আউট

    লাঞ্চ বিরতির আগে কেন উইলিয়ামসনকে ফেরালেন উমেশ যাদব। ৭৮ বল খেলেও ১৮ রান করে সাজঘরে ফিরলেন কিউয়ি ক্যাপ্টেন।

  • 27 Nov 2021 11:28 AM (IST)

    ৮৫ ওভারে নিউজিল্যান্ড ১৯৭/১

    ৮৫ ওভারের খেলা শেষ। ২০০ রানের কাছাকাছি পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড।

  • 27 Nov 2021 11:08 AM (IST)

    ৮০ ওভারে নিউজিল্যান্ড ১৮৭/১

    আবারও উইকেটের খোঁজে টিম ইন্ডিয়া। এ বার ল্যাথামকে ফেরাতেই হবে অশ্বিন-উমেশদের। উইলিয়ামসন ব্যাট করছেন ১৭ রানে এবং ল্যাথাম রয়েছেন ৭৩ রানে।
  • 27 Nov 2021 10:49 AM (IST)

    ৭৫ ওভারে নিউজিল্যান্ড ১৮৩/১

    গ্রিনপার্কে তৃতীয় দিনের খেলা চলছে। এখনও পর্যন্ত হওয়া প্রথম সেশন থেকে একটি মাত্র উইকেট পেয়েছে টিম ইন্ডিয়া। ৭৫ ওভারে কিউয়িদের স্কোর ১ উইকেটে ১৮৩।

  • 27 Nov 2021 10:34 AM (IST)

    ৭০ ওভারে নিউজিল্যান্ড ১৬১/১

    ক্রিজে কেন উইলিয়ামসন ও টম ল্যাথাম।
    উইলিয়ামসন ৪*, ল্যাথাম ৬০*
  • 27 Nov 2021 10:14 AM (IST)

    উইল ইয়ং আউট

    ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ২১৪ বল থেকে ৮৯ রান করে উইল ইয়ং ফিরলেন সাজঘরে

  • 27 Nov 2021 09:44 AM (IST)

    ৬০ ওভারে নিউজিল্যান্ড ১৩৫/০

    তৃতীয় দিনের খেলা শুরু হয়ে গিয়েছে। ৬০ ওভারে খেলা হয়ে গেলেও কোনও উইকেট না হারিয়ে কিউয়িরা তুলেছে ১৩৫ রান।

  • 27 Nov 2021 09:32 AM (IST)

    তৃতীয় দিনের খেলা শুরু

    কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু।

  • 27 Nov 2021 09:31 AM (IST)

    ঋদ্ধির বদলে উইকেটকিপিংয়ের দায়িত্বে কেএস ভরত

    ঋদ্ধিমান সাহার অসুস্থতার কারণে ভারতের উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাবেন কোনা শ্রীকর ভরত

  • 27 Nov 2021 09:25 AM (IST)

    আলোচনায় ভারতীয় দলের থিঙ্ক ট্যাঙ্ক

  • 27 Nov 2021 09:15 AM (IST)

    তৃতীয় দিন উইকেট হাতে রেখে প্রথম ইনিংসে এগোতে তৈরি কিউয়িরা

  • 27 Nov 2021 09:05 AM (IST)

    পিচ পরিদর্শনে টিম ইন্ডিয়া

Published On - Nov 27,2021 9:00 AM

Follow Us: