CSK, IPL 2024: ম্যাচ পরে, আগে বিরিয়ানি খাও… ইয়েলো ব্রিগেডকে পার্টি দিলেন প্রাক্তন সিএসকে তারকা
দিল্লির কাছে বিশাখাপত্তনমে হেরে হায়দরাবাদে এসেছেন মহেন্দ্র সিং ধোনিরা। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্র-রাতের ম্যাচে নামার আগে আপাতত বিরিয়ানিতে মজেছেন সিএসকের ক্রিকেটাররা। অরেঞ্জ আর্মি তাদের শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে হেরেছিল। ফলে দুই দলই হারের ধাক্কা কাটিয়ে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চায়।
কলকাতা: হায়দরাবাদ যাবেন আর বিরিয়ানি চেখে দেখবেন না, তাও আবার হয় নাকি! নিজামের শহরের অলি-গলিতে বিরিয়ানির (Biryani) দোকান। চারিদিকে বিরিয়ানির গন্ধে ম-ম করে। সেখানে গিয়ে বিরিয়ানির স্বাদ নেওয়া থেকে নিজেকে আটকানো মুশকিল। যেমন পারলেন না শার্দূল ঠাকুর, দীপক চাহাররা। শুক্রবার হায়দরাবাদে হবে আইপিএলে (IPL) সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) লড়াই। তার আগে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারদের জমিয়ে বিরিয়ানি পার্টি দিলেন সিএসকের প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ডু।
চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়া সাইট X এ একটি ভিডিয়ো এবং একটি ছবি শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে অম্বাতি রায়ডুকে বিরিয়ানি খাওয়ানোর জন্য ধন্যবাদ জানাচ্ছেন সিএসকের ক্রিকেটাররা। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, চেন্নাইয়ের একাধিক ক্রিকেটার হাসিমুখে একেবারে কব্জি ডুবিয়ে সুস্বাদু বিরিয়ানি খাচ্ছেন।
Biryani 🤝 Super Kudumbam! 😋 When Emotions Meet! 💛#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/4Naqszcmt7
— Chennai Super Kings (@ChennaiIPL) April 4, 2024
আর ইয়েলোব্রিগেডের শেয়ার করা ছবিতে ক্যাপশনে লেখা হয়েছে, ‘এটিআর এর শহরে এলে অবশ্যই বিরিয়ানি পার্টি হবেই হবে।’ আসলে অম্বাতি রায়ডুর বাড়ি হায়দরাবাদে। তিনি তাই সেখানে আসা তাঁর প্রাক্তন আইপিএল টিমের ক্রিকেটারদের বিরিয়ানি পার্টি দিয়েছেন।
The Mandatory Biryani Party when in ATR’s town! 😋📹🔜#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/RH9cf0AAAx
— Chennai Super Kings (@ChennaiIPL) April 3, 2024
দিল্লির কাছে বিশাখাপত্তনমে হেরে হায়দরাবাদে এসেছেন মহেন্দ্র সিং ধোনিরা। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্র-রাতের ম্যাচে নামার আগে আপাতত বিরিয়ানিতে মজেছেন সিএসকের ক্রিকেটাররা। অরেঞ্জ আর্মি তাদের শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে হেরেছিল। ফলে দুই দলই হারের ধাক্কা কাটিয়ে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চায়।
চলতি আইপিএলের পয়েন্ট টেবলের ৩ নম্বরে রয়েছে ঋতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংস। আর প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ রয়েছে পয়েন্ট টেবলের ছয় নম্বরে। সিএসকের পয়েন্ট ৪। আর অরেঞ্জ আর্মির পয়েন্ট ২।