IPL: ‘অনুশীলনের থেকে পার্টিতে বেশি বুঁদ থাকত ও’- কোন ক্রিকেটারের কীর্তি ফাঁস করলেন বীরেন্দ্র সেওয়াগ?
টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার সেওয়াগ ১৩ বছর পর অজি তারকা ক্রিকেটারের ব্যাপারে চমকপ্রদ ঘটনা জানালেন সকলকে।
নয়াদিল্লি: গত আইপিএলের (IPL) মাঝপথে সানরাইজার্স হায়দরাবাদের ক্যাপ্টেনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অজি তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে (David Warner)। তাঁর বদলে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছিল কেন উইলিয়ামসনের হাতে। চলতি আইপিএলের মেগা নিলামে ওয়ার্নারের পুরনো দল দিল্লি তাঁকে ৬.২৫ কোটি টাকা দিয়ে আবার কিনে নেয়। ২০০৯ সালে আইপিএলে প্রথম বার খেলেন ওয়ার্নার। তখনকার দল দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলতেন তিনি। ২০১৩ সাল পর্যন্ত দিল্লিতে ছিলেন ওয়ার্নার। ওই সময় দিল্লির অধিনায়ক ছিলেন ভারতীয় তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার সেওয়াগ ১৩ বছর পর ডেভিড ওয়ার্নারের ব্যাপারে চমকপ্রদ ঘটনা জানালেন সকলকে।
সদ্য এক সাক্ষাৎকারে সেওয়াগ বলেন, “আমি কয়েকজন খেলোয়াড়ের উপর আমার রাগ প্রকাশ করেছিলাম এবং ডেভিড ওয়ার্নার ওদের মধ্যে একজন ছিল। কারণ ও তখন সবেমাত্র দলে যোগ দিয়েছিল। কিন্তু তখন ও অনুশীলনে অংশগ্রহণ করা এবং খেলার চেয়ে বেশি পার্টি করত। প্রথম বছরে, কিছু খেলোয়াড়ের সঙ্গে ওর ঝগড়াও হয়েছিল। তাই আমরা ওকে শেষ দুটো ম্যাচের আগে বাড়ি ফেরত পাঠিয়েছিলাম।”
সেওয়াগ আরও বলেন, “কখনও কখনও এমন হয় যে, আপনি কিছু লোককে শিক্ষা দিতে চান এবং তার জন্য তাকে দল থেকে বের করে দিতে বাধ্য হন। ও দলে তখন একজন নতুন খেলোয়াড় ছিল। তাই ওকে বোঝানো দরকার ছিল, যে শুধু ও-ই দলের জন্য গুরুত্বপূর্ণ নয়, বাকিরাও সমান গুরুত্বপূর্ণ। তার জায়গায় অন্য খেলোয়াড়রাও আছে, যারা খেলতে পারে এবং দলকে জেতাতে পারে। আমরা ওকে দলের বাইরে রেখেছিলাম এবং ম্যাচও জিতেছিলাম।”
বীরুর কথায়, তখন শৃঙ্খলাপরায়ণ ছিলেন না ওয়ার্নার। তবে যত দিন গিয়েছে, ক্রিকেটর প্রতি ওয়ার্নারের নিষ্ঠা প্রমাণিত হয়েছে। চলতি মরসুমে দিল্লির জার্সি গায়ে চাপিয়ে ওয়ার্নার কাঁপুনি ধরাচ্ছেন প্রতিপক্ষ শিবিরে। পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দিল্লির শেষ ম্যাচে ৫৮ বলে ৯২ রানের ঝকঝকে অপরাজিত ইনিংস খেলে যান ওয়ার্নার। ঝুলিতে ভরেছিলেন ম্যাচের সেরার পুরষ্কারও। এভাবেই মধুর প্রতিশোধ নেওয়া যায়। এবং চলতি আইপিএলে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে চার নম্বরে রয়েছেন ওয়ার্নার। এখনও অবধি এ বারের আইপিএলের ৮টি ম্যাচে খেলে ওয়ার্নার করেছেন ৩৫৬ রান।