IPL 2021: রোমাঞ্চকর সুপার ওভারে জয় ছিনিয়ে নিল পন্থের দিল্লি
যত সময় যাচ্ছে, ততই যেন মুগ্ধ করছেন পন্থ। শিখর আউট হওয়ার পর নিজেকে ব্যাটিং অর্ডারর উপরে তুলে এনেছিলেন দিল্লির ক্যাপ্টেন। ২৭ বলে ৩৭ রানের চমৎকার ইনিংস খেলে যান। সুপার ওভারেও ক্যাপ্টেনের দায়িত্ব নিতে নিজেই এগিয়ে এলেন। টিমকে জেতালেনও
প্রান্তিক দেব
দিল্লি ক্যাপিটালস ১৫৯/৪ (২০ ওভারে) সানরাইজার্স হায়দরাবাদ ১৫৯/৭ (২০ ওভারে)
সুপার ওভার সানরাইজার্স হায়দরাবাদ ৭/০ (১ ওভারে) দিল্লি ক্যাপিটালস ৮/০ (১ ওভারে) (সুপার ওভারে জয়ী দিল্লি)
সুপার সানডের জন্য কি আইপিএল অনেক বেশি রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করে? উত্তর যে হ্যাঁ, এ নিয়ে কোনও সন্দেহ নেই। দুপুরটা শুরু হয়েছিল রবীন্দ্র জাডেজাকে দিয়ে। রাতটা শেষ হল সুপার ওভারে। আর সেই থ্রিলারে জিতল কে? ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদকে হারাল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস।
Grin it like @akshar2026 & Avesh Khan for an #IPLSelfie. ??#VIVOIPL #SRHvDC pic.twitter.com/fYSxbmZAxj
— IndianPremierLeague (@IPL) April 25, 2021
আগে ব্যাট করে নির্ধারিত ওভারে দিল্লি তুলেছিল ১৫৯/৬। রান তাড়া করতে নেমে হায়দরাবাদও ২০ ওভারে ১৫৯/৭ তোলায় ম্যাচ টাই হয়ে যায়। সুপার ওভারে আগে ব্যাট করে ৭/০ করেছিল ওয়ার্নারের টিম। জবাবে ৮/০ তুলে জিতে যায় পন্থের দিল্লি। এমনিতে ক্রিকেট নিয়ে কোনও ভবিষ্যদ্বাণী চলে না। সুপার ওভার নিয়ে তো আরওই নয়। তবু প্রশ্ন থাকছে, ১৮ বলে ৩৮ করা জনি বেয়ারস্টোকে না নামিয়ে কেন নিজে এলেন ওয়ার্নার? এমনিতে সুপার ওভারে কখনওই ভালো পারফর্ম করতে পারেনি হায়দরাবাদ। সর্বোচ্চ ১০। আজও সেই রীতিই মেনে চলল হারল হায়দরাবাদ। আর তাতে কিছুটা হলেও চাপে পড়ে গেল ওয়ার্নারের টিম। ৫ ম্যাচে ১টা জিতে লিগ টেবলের তলানিতে তারা।
যত সময় যাচ্ছে, ততই যেন মুগ্ধ করছেন পন্থ। শিখর আউট হওয়ার পর নিজেকে ব্যাটিং অর্ডারর উপরে তুলে এনেছিলেন দিল্লির ক্যাপ্টেন। ২৭ বলে ৩৭ রানের চমৎকার ইনিংস খেলে যান। সুপার ওভারেও ক্যাপ্টেনের দায়িত্ব নিতে নিজেই এগিয়ে এলেন। টিমকে জেতালেনও। ৫ ম্যাচে ৪টে জিতে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দুইয়ে দিল্লি।
.@PrithviShaw scored a vital half-century and won the Man of the Match award as @DelhiCapitals beat Sunrisers Hyderabad in Match 20 of the #VIVOIPL. ?? #SRHvDC
Scorecard ? https://t.co/9lEz0r9hZo pic.twitter.com/zTS2DZnzRf
— IndianPremierLeague (@IPL) April 25, 2021
এক-একটা ম্যাচ দেখে নিরামিষ মনে হয়। কিন্তু যত গড়ায়, ততই যেন রোমাঞ্চ ঢেলে দেয়। দিল্লি-হায়দরাবাদ তেমনই একটা ম্যাচ। রবিরার চিপকে ঝলমলে হাফসেঞ্চুরি দিয়ে শুরু করেছিলেন পৃথ্ব শ (৩৯ বলে ৫৩)। পন্থের সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য রান আউট হয়ে ফেরেন। শিখরও দারুণ শুরু করলেও ২৮ করে আউট হন। স্টিভ স্মিথ ছন্দে না থাকলেও ২৫ বলে নট আউট ৩৪ করেন। রশিদ খান, সিদ্ধার্থ কৌল ছাড়া হায়দরাবাদের কোনও বোলারই তেমন ছাপ রাখতে পারেননি।
আরও পড়ুন:IPL 2021: স্যার জাডেজায় বিপর্যস্ত বিরাটের আরসিবি
রান তাড়া করতে নেমে বেয়ারস্টো ঝোড়ো শুরু দিলেও হায়দরাবাদ চাপেই ছিল। সেখান থেকে টিমকে প্রায় জয় এনে দিচ্ছিলেন কেন উইলিয়ামসন। চোটের জন্য শুরু থেকে খেলতে পারেননি। কিন্তু টিমে ফেরার পর থেকেই ভালো খেলছেন। ৫১ বলে নট আউট ৬৬ করেন তিনি। শেষ দিকে জগদীশ সুচিথ ৬ বলে ১৪ করায় ম্যাচ ড্র হয়েছিল।
এক আশ্চর্য লিগ আইপিএল। নির্ধারিত সময়ের সমস্ত লড়াই ভুলিয়ে দিতে পারে কোনও একটা সুপার ওভার!
সংক্ষিপ্ত স্কোর: চেন্নাই সুপার কিংস ১৫৯/৪ (পৃথ্বী ৫৩, পন্থ ৩৭, স্মিথ নট আউট ৩৪, সিদ্ধার্থ ২/৩১, রশিদ ১/৩১)। সানরাইজার্স হায়দরাবাদ ১৫৯/৭ (উইলিয়ামসন নট আউট ৬৬, বেয়ারস্টো ৩৮, সুচিথ নট আউট ১৫, আবেশ ৩/৩৪, অক্ষর ২/২৬, অমিত ১/৩১)।