MS Dhoni’s Class Watch Video : সেরার ক্লাসে… ম্যাচ শেষেই সিএসকে ড্রেসিংরুমে অভিষেক পোড়েল
MS Dhoni-Abishek Porel : টেলিভিশন ক্যামেরা শুধু যে মাঠেই সীমাবদ্ধ থাকল, তা নয়। ধোনি ড্রেসিংরুমে ফিরলেও ক্যামেরা তাঁর দিকেই। সামনে বসে রয়েছেন বাংলার তরুণ কিপার-ব্যাটার অভিষেক পোড়েল।

চেন্নাই : যেমনটা কার্যত প্রতি ম্যাচেই হয়। চেন্নাই সুপার কিংসের ম্যাচ থাকলে এই চিত্রটা পুরোপুরি চেনা। তরুণ ক্রিকেটাররা সুযোগের অপেক্ষায় থাকেন, একটু যদি মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কথা বলা যায়। এ বারের আইপিএলে বেশির ভাগ ম্যাচেই দেখা গিয়েছে এমন চিত্র। মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে একঝাঁক ক্রিকেটার। তার মধ্যে তরুণ ক্রিকেটাররাই শুধু নন, সিনিয়ররা থাকেন। চিপকে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালসের। লো-স্কোরিং ম্যাচে ২৭ রানে জিতল চেন্নাই সুপার কিংস। হাঁটুর চোটে কাঁবু চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর মধ্যে কোনও ক্লান্তি নেই তবুও। ম্যাচ শেষে তরুণ ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ সময় কথা বললেন মাঠের মধ্যেই। কিন্তু আরও একটা দৃশ্য ধরা পড়ল টেলিভিশন ক্যামেরায়। ধোনির সঙ্গে একান্তে দিল্লি ক্যাপিটালসের তরুণ কিপার-ব্যাটার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মহেন্দ্র সিং ধোনি একজনই। না তো তাঁর মতো কেউ হতে পারবেন, না তো আর একটা মহেন্দ্র সিং ধোনি তৈরি হবে। তবে ধোনির কাছ থেকে এক বিন্দু শিখতে পারলেও একজন তরুণ কিপার অনেক উন্নতি করতে পারেন। ধোনি কাউকে নিরাশ করেন না। চিপকের গ্যালারিকে হতাশ করেননি। চোট নিয়েই ৯ বলে ২০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। হাঁটুতে চোট নিয়েও তাঁর রানিং বিটউইন দ্য উইকেট ছিল দেখার মতো। খুড়িয়ে খুড়িয়ে কিপিং করলেন। চাইলে ম্যাচ শেষ হতেই বিশ্রাম করতে পারতেন। তেমনটাই করেননি। যাঁরা তাঁর কাছে পরামর্শ চাইতে এসেছেন, কথা বলেছেন, ধৈর্য সহকারে তাঁর কথা শুনেছেন, নিজের মত দিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের তরুণ ওপেনার পৃথ্বী শ দীর্ঘ সময় কথা বলেন মাহির সঙ্গে। একেবারেই ফর্মে নেই পৃথ্বী। সুযোগও পাচ্ছেন না। তাঁর কেরিয়ারে নতুন মোড় নেবে কী না সময়ই বলবে।
Learning from G.O.A.T#StarSports #CSKvDC #MSDhoni #MSDhoni? #Abishekporel @DelhiCapitals @ChennaiIPL pic.twitter.com/s921wqFOLh
— Dipankar Ghoshal (@Deepp007Ghoshal) May 10, 2023
টেলিভিশন ক্যামেরা শুধু যে মাঠেই সীমাবদ্ধ থাকল, তা নয়। ধোনি ড্রেসিংরুমে ফিরলেও ক্যামেরা তাঁর দিকেই। সামনে বসে রয়েছেন বাংলার তরুণ কিপার-ব্যাটার অভিষেক পোড়েল। ঋষভ পন্থের অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালসে সুযোগ পান অভিষেক। হাতে গোনা কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছেন। পারফরম্যান্সও ভালো। একটি ক্যাচ এ বারের আইপিএলের অন্যতম সেরা। ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন অভিষেক। দীর্ঘ সময় সেরার ক্লাসে দেখা গেল অভিষেক পোড়েলকে। মাহির পরামর্শ তাঁকে কতটা পরিণত করবে, এ তো সময়ের অপেক্ষা।





