MS Dhoni-Dhruv Jurel: বছর কুড়ি পর! ধোনির রেকর্ড ছুঁয়েই গোল্ডেন ডাক ধ্রুব জুরেল
Duleep Trophy 2024: এ বার ধোনির রেকর্ড ছুঁলেন ধ্রুব জুরেল। দলীপ ট্রফিতে ভারত এ দলের হয়ে খেলছেন ধ্রুব জুরেল। এ বছরই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছে উইকেট কিপার ব্যাটারের। এ বার দলীপ ট্রফিতে অনন্য রেকর্ড।
বছর কুড়ি পর। গুরুর রেকর্ড ছুঁলেন শিষ্য। মহেন্দ্র সিং ধোনিকে কতটা শ্রদ্ধা করেন ধ্রুব জুরেল, তা কারও অজানা নয়। অনেকবারই সাক্ষাৎকারে ধ্রুব জুরেল সে কথা তুলে ধরেছেন। ধোনির সঙ্গে প্রথম দেখার অনুভূতি, তাঁর থেকে পাওয়া পরামর্শ, অক্ষরে অক্ষরে মনে রেখেছেন। এ বার ধোনির রেকর্ড ছুঁলেন ধ্রুব জুরেল। দলীপ ট্রফিতে ভারত এ দলের হয়ে খেলছেন ধ্রুব জুরেল। এ বছরই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছে উইকেট কিপার ব্যাটারের। এ বার দলীপ ট্রফিতে অনন্য রেকর্ড।
দলীপ ট্রফিতে ২০০৪-০৫ মরসুমে রেকর্ড গড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ইস্ট জোনের হয়ে এক ইনিংসে সাতটি ক্যাচ নিয়েছিলেন। সেই রেকর্ডে ভাগ বসালেন ধ্রুব জুরেল। বেঙ্গালুরুতে দলীপ ট্রফির ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৭টি ক্যাচ ধ্রুব জুরেলের। প্রথম ইনিংসে একটি মাত্র ক্যাচ নিয়েছিলেন। তবে সেটি দুর্দান্ত ক্যাচ ছিল। ফ্লাইং ক্যাচে ভারত বি দলের ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরণকে ফিরিয়েছিলেন। ব্যাট হাতে অবশ্য ভরসা দিতে পারেননি।
দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়া বি টিমকে মাত্র ১৮৪ রানেই অলআউট করে ভারত এ দল। ওয়াশিংটন সুন্দর ছাড়া প্রত্যেকেই ফিরেছেন ক্যাচে। এর মধ্যে সাতটি ক্যাচ নিয়েছেন ধ্রুব জুরেল একাই। আকাশ দীপের পাঁচ উইকেটের মধ্যে ৪টিই ধ্রুব জুরেলের ক্যাচ। উইকেটের পিছনে মহেন্দ্র সিং ধোনির অনন্য রেকর্ড ছুঁলেও ব্যাট হাতে ভরসা দিতে পারলেন না ধ্রুব জুরেল। গোল্ডেন ডাক হয়ে ফেরেন দ্বিতীয় ইনিংসে।
I.C.Y.M.I
Dhruv Jurel pulled off another stunner to dismiss the last innings centurion Musheer Khan 👌👌#DuleepTrophy | @IDFCFIRSTBank
Follow the match ▶️ https://t.co/eQyu38Erb1 pic.twitter.com/6w5THkZElW
— BCCI Domestic (@BCCIdomestic) September 7, 2024