Virat Kohli-Rohit Sharma: শেষ কবে ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা!
Duleep Trophy 2024, Domestic Cricket: ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য পরিষ্কার করে দিয়েছে, হাতে গোনা দু-একজন ছাড়া সকলকেই ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। শোনা যাচ্ছে, বিরাট কোহলি-রোহিত শর্মাও রয়েছেন এই তালিকায়। দেখে নেওয়া যাক ভারতীয় ক্রিকেটের এই দুই স্তম্ভ শেষ কবে ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন।
শেষ কবে ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা? মনে পড়ছে? না পড়ারই কথা। ভারতীয় ক্রিকেটে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, তারকা ক্রিকেটাররা আর ঘরোয়া ক্রিকেটে খেলেন না। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত ক্রীড়াসূচি তার অন্যতম কারণ। অনেক সময় দলে জায়গা নিশ্চিত হয়ে যাওয়ার পর ক্রিকেটাররাও ঘরোয়া ক্রিকেট এড়িয়ে যান। ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য পরিষ্কার করে দিয়েছে, হাতে গোনা দু-একজন ছাড়া সকলকেই ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। শোনা যাচ্ছে, বিরাট কোহলি-রোহিত শর্মাও রয়েছেন এই তালিকায়। দেখে নেওয়া যাক ভারতীয় ক্রিকেটের এই দুই স্তম্ভ শেষ কবে ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন।
সামনে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটে বিরতি। ম্যাচ প্র্যাক্টিস প্রয়োজন। সে কারণেই বিরাট-রোহিতদেরও দলীপ ট্রফিতে খেলার ভাবনা। স্কোয়াড যদিও ঘোষণা হয়নি। রোহিত শর্মা দলীপ ট্রফিতে শেষ বার খেলেছিলেন ২০১৬ সালে। আর অন্যদিকে, বিরাট কোহলি ২০১২ সালের পর প্রথম শ্রেনির ঘরোয়া ক্রিকেটে খেলেননি।
আসা যাক বিরাট কোহলি প্রসঙ্গে। সালটা ২০১২। জাতীয় দলে তখনও নিয়মিত খেলছেন। তবে কেরিয়ারের শুরুর দিক বলা যায়। রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলেছিলেন দিল্লির ক্রিকেটার বিরাট কোহলি। সেই ম্যাচে অবশ্য হতাশ হয়েছিলেন বিরাট। দু-ইনিংসে তাঁর অবদান ১৪ ও ৪৩। দুই ইনিংসেই তাঁকে আউট করেছিলেন ভুবনেশ্বর কুমার।
রোহিত শর্মা শেষ বার ঘরোয়া ক্রিকেট খেলেছেন ২০১৬ সালে দলীপ ট্রফিতেই। ইন্ডিয়া ব্লু টিমের হয়ে খেলেছিলেন রোহিত শর্মা। সে সময় মিডল অর্ডার ব্যাটার ছিলেন রোহিত। সেই ম্যাচে প্রথম ইনিংসে ৩০ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ৩২ রানে অপরাজিত ছিলেন। রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে শেষ খেলেছেন ২০১৫-২০১৬ মরসুমে। ম্যাচটি ছিল উত্তরপ্রদেশের বিরুদ্ধে। মিডল অর্ডার ব্যাটার রোহিত সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। এ বার যদি দুই কিংবদন্তিকে দলীপ ট্রফিতে দেখা যায়, নিঃসন্দেহে ক্রিকেট প্রেমীদের জন্যও দারুণ বিষয়।