Indian Cricket: আইপিএলের মতো লেজেন্ডস লিগ, বোর্ডের নতুন ভাবনায় লাভবান হতে পারেন ধোনিরা!

BCCI to plan IPL-like Legends league: ভারতীয় বোর্ডের ভাবনায় এ বার আইপিএলের ধাঁচে লেজেন্ডস লিগ। আন্তর্জাতিক ক্রিকেট এমনকি অনেক ক্রিকেটার যাঁরা আইপিএলেও অবসর নিয়েছেন, তাঁরা লাভবান হতে পারেন এই লিগ থেকে। হঠাৎ কেন শিরোনামে মহেন্দ্র সিং ধোনির নাম? তিনি তো আইপিএল থেকে অবসর নেননি!

Indian Cricket: আইপিএলের মতো লেজেন্ডস লিগ, বোর্ডের নতুন ভাবনায় লাভবান হতে পারেন ধোনিরা!
Image Credit source: CSK
Follow Us:
| Updated on: Aug 13, 2024 | 4:39 PM

ক্রিকেটে বেশ কিছু লেজেন্ডস লিগ হয়। যাঁরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, অনেকেই খেলেন এই লিগে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যুবরাজ সিং, ইরফান পাঠান, হরভজন সিং, রবিন উথাপ্পা এমন অনেক ক্রিকেটারই খেলেন। তবে সেটা অন্য দেশের লিগে। ভারতীয় বোর্ডেরও যদি এমন একটা লিগ থাকে? ঠিক আইপিএলের মতোই! সেই সম্ভাবনাই উজ্জ্বল। ভারতীয় বোর্ডের ভাবনায় এ বার আইপিএলের ধাঁচে লেজেন্ডস লিগ। আন্তর্জাতিক ক্রিকেট এমনকি অনেক ক্রিকেটার যাঁরা আইপিএলেও অবসর নিয়েছেন, তাঁরা লাভবান হতে পারেন এই লিগ থেকে। হঠাৎ কেন শিরোনামে মহেন্দ্র সিং ধোনির নাম? তিনি তো আইপিএল থেকে অবসর নেননি!

আগামী আইপিএলের রিটেনশন নিয়ম কী হবে, কতজন প্লেয়ার রিটেন করা যাবে, এখনও নিশ্চিত নয়। আইপিএলে মেগা অকশন হতে চলেছে। মহেন্দ্র সিং ধোনি আগামী আইপিএলে খেলবেন কিনা নিশ্চিত নয়। তিনি নিজেও জানিয়েছেন, টিমের ভালো হবে এমন সিদ্ধান্তই নেবেন। গত কয়েক মরসুম ধরেই ধোনির আইপিএল অবসর গুঞ্জন চলছে। গত মরসুমে ক্যাপ্টেন্সি ছেড়েছেন। হতেই পারে, আগামী মরসুমে নতুন ভূমিকায় দেখা গেল ধোনিকে! তবে প্রাক্তন ভারত অধিনায়কের যা ফিটনেস, তিনি যে খেলা চালিয়ে যেতে পারেন, এ বিষয়ে সন্দেহ নেই। আইপিএল থেকে অবসর নিলেও লেজেন্ডস লিগে খেলতে পারেন ধোনি। বোর্ডের এই ভাবনা বাস্তবায়িত হলে ধোনির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আইপিএলের পাশাপাশি, দু বছর আগে মেয়েদের ক্রিকেটের উন্নতিতে উইমেন্স প্রিমিয়ার লিগও শুরু করেছে বোর্ড। এ বার লক্ষ্য লেজেন্ডস লিগ। বোর্ডের এক কর্তা দৈনিক জাগরণে বলেছেন, ‘অনেক প্রাক্তন ক্রিকেটারই আমাদের এই প্রস্তাব দিয়েছে। স্বাভাবিক ভাবেই এই প্রস্তাব ভেবে দেখা হচ্ছে। আপাতত এই পর্যায়েই রয়েছে।’ নতুন টুর্নামেন্ট শুরু করতে সময়ও প্রয়োজন। হয়তো এই বছরই সম্ভব নয়। তবে আগামী মরসুম থেকে বোর্ডের আরও একটা লিগ দেখা যেতেই পারে। দীনেশ কার্তিক, রবিন উথাপ্পার মতো অনেককেই হয়তো দেখা যেতে পারে এই লিগে।