IND vs AUS: ভারতকে ৩-১ ব্যবধানে হারাবে অস্ট্রেলিয়া! ভবিষ্যদ্বাণী অজি কিংবদন্তির

India Tour of Australia: গত দুটি সফরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। শুধু তাই নয়, ঘরের মাঠেও অজিদের বিরুদ্ধে শেষ সিরিজে জিতেছে ভারত। আসন্ন সিরিজে ৩-১ ব্যবধানে জিতবে অস্ট্রেলিয়া! এমনই ভবিষ্যদ্বাণী কিংবদন্তি অজি ক্রিকেটারের। কী বলছেন তিনি?

IND vs AUS: ভারতকে ৩-১ ব্যবধানে হারাবে অস্ট্রেলিয়া! ভবিষ্যদ্বাণী অজি কিংবদন্তির
Image Credit source: ICC
Follow Us:
| Updated on: Aug 13, 2024 | 5:10 PM

গত দুটি অস্ট্রেলিয়া সফরই ভারতের জন্য স্মরণীয় হয়ে রয়েছে। ২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরে ইতিহাস গড়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। গত সফরও স্মরণীয় হয়েছিল নানা কারণে। সামনেই ভারতীয় দলের আরও একটা অস্ট্রেলিয়া সফর। এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় যাবেন রোহিতরা। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। এর মধ্যে একটি দিন-রাতের টেস্টও। গত দুটি সফরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। শুধু তাই নয়, ঘরের মাঠেও অজিদের বিরুদ্ধে শেষ সিরিজে জিতেছে ভারত। আসন্ন সিরিজে ৩-১ ব্যবধানে জিতবে অস্ট্রেলিয়া! এমনই ভবিষ্যদ্বাণী কিংবদন্তি অজি ক্রিকেটারের। কী বলছেন তিনি?

২০১৮ সালে প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের নজির গড়েছিল ভারত। সে বার অবশ্য ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের মতো দুই তারকা নির্বাসনের জন্য় খেলতে পারেননি। সেটাও হারের অজুহাত হিসেবে ব্যবহার করেছিল অজি শিবির। কিন্তু গত সফরে ফুল টিম পেয়েছিল অস্ট্রেলিয়া। শুধু তাই নয়, প্রথম ম্যাচেই গোলাপি বলে দিন রাতের টেস্টে ভারতকে লজ্জার হার উপহার দিয়েছিল। সেখান থেকে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত। বিরাট কোহলি প্রথম টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছিলেন। চোটের জন্য একে একে অনেক ক্রিকেটারই ছিটকে গিয়েছিলেন। কার্যত বি টিম নিয়েই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত।

আসন্ন ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অজি কিংবদন্তি রিকি পন্টিং বলছেন, ‘খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক একটা সিরিজ হতে চলেছে। অস্ট্রেলিয়ার কাছে অনেক কিছুই প্রমাণ করার রয়েছে। বিশেষ করে দেশের মাটিতে গত দুটি সিরিজে যা হয়েছে, তারপর তো অবশ্যই। এ বার পাঁচ ম্যাচের সিরিজ। আমার মত, অস্ট্রেলিয়ার পক্ষে সিরিজের ফল হবে ৩-১।’ এ বার গৌতম গম্ভীরের কোচিংয়ে খেলবে ভারত। টিমে থাকছেন বিরাট-রোহিতরাও। ভারতীয় ক্রিকেট প্রেমীরা আশাবাদী, অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের হ্যাটট্রিক হবে।