T20 World Cup 2022: চোটের কারণে চামিরার টি২০ বিশ্বকাপ অভিযান শেষ
শ্রীলঙ্কার কাছে এই মুহূর্তে বড় সমস্যা হল পেসার দুষ্মন্ত চামিরার (Dushmantha Chameera) চোট।
মেলবোর্ন: টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) মূলপর্ব শুরু হওয়ার আগে রীতিমতো অস্বস্তিতে শ্রীলঙ্কা (Sri Lanka) শিবির। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হেরে গিয়ে হেরেছিল শ্রীলঙ্কা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে আমিরশাহিকে হারিয়ে জয়ে ফিরেছেন দাসুন শানাকারা। তবে শ্রীলঙ্কার কাছে এই মুহূর্তে বড় সমস্যা হল পেসার দুষ্মন্ত চামিরার (Dushmantha Chameera) চোট। লঙ্কান শিবিরে একের পর এক তারকা চোটে কাবু হয়ে পড়ছেন। চামিরা এমনিতেই চোট প্রবণ। যে কারণে এশিয়া কাপে তাঁর খেলা হয়নি। এরপর টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের আগে ফিটনেস টেস্টে পাস করেন চামিরা। তার পরই তাঁকে শ্রীলঙ্কার স্কোয়াডে রাখা হয়। এ বারের বিশ্বকাপে আর খেলা হচ্ছে না চামিরার। নামিবিয়া ও আমিরশাহির বিরুদ্ধে খেলেই এ বারের মতো বিশ্বকাপ যাত্রা শেষ হতে চলেছে চামিরার। আমিরশাহির বিরুদ্ধে ১৭ তম ওভারে চোটের জন্য মাঠ ছাড়েন পেসার দুষ্মন্ত চামিরা। জানা গিয়েছে তিনি, কাফ মাসলে ভালো রকম চোট পেয়েছেন। মাঠে ফিরতে অন্তত মাস খানেক সময় লাগবে তাঁর। চামিরার চোট নিয়ে কী বললেন শ্রীলঙ্কার মেডিকেল উপদেষ্টা কমিটির প্রধান, তুলে ধরল TV9Bangla।
আমিরশাহির বিরুদ্ধে জিলংয়ে শ্রীলঙ্কাকে শুরুর সাফল্য দিয়েছিলেন পেসার দুষ্মন্ত চামিরা। ইনিংসের তৃতীয় ওভারে ২ রানে ২ উইকেট নিয়ে স্পেল শুরু করেন তিনি। পঞ্চম ওভারে নেন আরেকটি উইকেট। গ্রুপ পর্বে লঙ্কানরা শেষ ম্যাচে নামবে আগামীকাল। তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এই ম্যাচে তো দূর, বিশ্বকাপের মূল পর্বে শ্রীলঙ্কা পৌঁছে গেলেও দ্বীপরাষ্ট্রের এই পেসারের আর এ বারের টি২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না। শ্রীলঙ্কার মেডিকেল টিমের উপদেষ্টা কমিটির প্রধান অর্জুন ডি সিলভা ESPNcricinfo ওয়েবসাইটে বলেন, “তিনি অবশ্যই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন, তবে তিনি গোড়ালির অস্ত্রোপচারের জন্য এই সময়টা কাজে লাগাতে পারেন। এই সময়টা তাঁর প্রয়োজন ছিল। তাঁর আগের চোট গোড়ালির সামনের দিকে ছিল। এ বার কাফ মাসলে চোট রয়েছে। এবং এটা গ্রেড-টু টিয়ার।”
চামিরার পাশাপাশি শ্রীলঙ্কার এক সিমার প্রমোদ মধুশানকেও বৃহস্পতিবারের ম্যাচে পাওয়া যাবে না। তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। অর্জুন ডি সিলভা বলেছেন, “তাঁর অবস্থা এতটাও খারাপ নয়। সপ্তাহ খানেকের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন।” অন্যদিকে দ্বীপরাষ্ট্রের চিন্তা রয়েছে দানুস্কা গুণতিলককে নিয়েও। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তিনি মঙ্গলবারের ম্যাচে খেলেননি।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, দুষ্মন্ত চামিরার বদলে শ্রীলঙ্কা স্কোয়াডে যুক্ত হলেন কাসুন রাজিথা। কাসুন বর্তমানে শ্রীলঙ্কায় রয়েছেন। শ্রীঘ্রই তিনি অস্ট্রেলিয়ায় পৌঁছে যাবেন। দানুস্কা গুণতিলককের বদলে লঙ্কানদের সঙ্গে যোগ দিচ্ছেন আশেন বান্দারা।