Karthik Meiyappan: চেন্নাইয়ে জন্ম, দুবাইয়ে বেড়ে ওঠা; বিশ্বকাপের হ্যাটট্রিক বয় কার্তিক মেয়াপন্ন

| Edited By: | Updated on: Oct 19, 2022 | 9:30 AM
  এই প্রথম কোনও আইসিসি সহযোগী দেশের ক্রিকেটার, পূর্ণ সদস্য দলের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন। কথা হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেটার কার্তিক মেয়াপ্পানের। সেদিক থেকে ইতিহাস গড়ে ফেলেছেন ২২ বছরের মেয়াপ্পান।(ছবি:টুইটার)

  এই প্রথম কোনও আইসিসি সহযোগী দেশের ক্রিকেটার, পূর্ণ সদস্য দলের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন। কথা হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেটার কার্তিক মেয়াপ্পানের। সেদিক থেকে ইতিহাস গড়ে ফেলেছেন ২২ বছরের মেয়াপ্পান।(ছবি:টুইটার)

1 / 5
সংযুক্ত আরব আমিরশাহির হ্যাটট্রিক বয়ের নাম দেখে আন্দাজ  করাই যায় যে, মেয়াপ্পানের সঙ্গে ভারতের সঙ্গে কোনওভাবে সম্পর্ক রয়েছে।  ২২ বছরের লেগ স্পিনারের জন্ম এ দেশে।(ছবি:টুইটার)

সংযুক্ত আরব আমিরশাহির হ্যাটট্রিক বয়ের নাম দেখে আন্দাজ করাই যায় যে, মেয়াপ্পানের সঙ্গে ভারতের সঙ্গে কোনওভাবে সম্পর্ক রয়েছে। ২২ বছরের লেগ স্পিনারের জন্ম এ দেশে।(ছবি:টুইটার)

2 / 5
২০০০ সালের ৮ অক্টোবর চেন্নাইয়ের অদূরে ত্রিচি নামে এক শহরে জন্ম মেয়াপ্পানের। ২০১২ সালে তাঁর পরিবার চলে যায় দুবাইয়ে। সেখানেই বসবাস করতে শুরু করে। মেয়াপ্পন চেন্নাই, আবু ধাবি ও দুবাইয়ের বেড়ে উঠেছেন। (ছবি:টুইটার)

২০০০ সালের ৮ অক্টোবর চেন্নাইয়ের অদূরে ত্রিচি নামে এক শহরে জন্ম মেয়াপ্পানের। ২০১২ সালে তাঁর পরিবার চলে যায় দুবাইয়ে। সেখানেই বসবাস করতে শুরু করে। মেয়াপ্পন চেন্নাই, আবু ধাবি ও দুবাইয়ের বেড়ে উঠেছেন। (ছবি:টুইটার)

3 / 5
আমিরশাহি দলের সতীর্থ আয়ান আফজল খানের সঙ্গেই দ্যা উইনচেষ্টার স্কুলে পড়াশোনা করেছেন। ২০১৯ সালে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে আমিরশাহির হয়ে নেতৃত্ব দেন মেয়াপ্পান। ২০১৯ সালে প্রথমবার সিনিয়র দলে ডাক পান।(ছবি:টুইটার)

আমিরশাহি দলের সতীর্থ আয়ান আফজল খানের সঙ্গেই দ্যা উইনচেষ্টার স্কুলে পড়াশোনা করেছেন। ২০১৯ সালে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে আমিরশাহির হয়ে নেতৃত্ব দেন মেয়াপ্পান। ২০১৯ সালে প্রথমবার সিনিয়র দলে ডাক পান।(ছবি:টুইটার)

4 / 5
ছোট থেকেই মেয়াপ্পানের আদর্শ প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্ন। টি-২০ বিশ্বকাপে পঞ্চম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করলেন মেয়াপ্পান। (ছবি:টুইটার)

ছোট থেকেই মেয়াপ্পানের আদর্শ প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্ন। টি-২০ বিশ্বকাপে পঞ্চম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করলেন মেয়াপ্পান। (ছবি:টুইটার)

5 / 5
Follow Us: