Ashes Series : WTC পয়েন্ট খোয়াল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, পাকিস্তানের পোয়াবারো

অ্যাসেজে স্লো ওভার রেটের কারণে WTC পয়েন্ট খোয়াল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। একইসঙ্গে ম্যাচ ফি জরিমানা করা হয়েছে।

Ashes Series : WTC পয়েন্ট খোয়াল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, পাকিস্তানের পোয়াবারো
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2023 | 12:30 AM

কলকাতা : অ্যাসেজে স্লো ওভার রেটের জন্য গুরুত্বপূর্ণ WTC পয়েন্ট খোয়াল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া টিম। স্লো ওভার রেটের ক্ষেত্রে আইসিসি প্রতি ওভারের জন্য পাঁচ শতাংশ এবং একটি WTC পয়েন্ট কেটে থাকে। এর পাশাপাশি দুটি টিমকেই জরিমানা করা হয়েছে। ম্যাচ ফি থেকে জরিমানা ধার্য করা হবে। অস্ট্রেলিয়া জরিমানার মুখে পড়েছে চতুর্থ টেস্টে স্লো ওভার রেটের জন্য। ১০ পয়েন্ট খোয়া গিয়েছে প্যাট কামিন্সের টিমের। আর ইংল্যান্ড পয়েন্ট খুইয়েছে পাঁচটির মধ্যে চারটি টেস্টে স্লো ওভার রেটের জন্য। মোট ১৯ পয়েন্ট খুইয়েছেন বেন স্টোকসরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

অ্যাসেজের প্রথম টেস্টে ইংল্যান্ড দু ওভার বল কম করেছিল। এরপর দ্বিতীয় টেস্টে ৯ ওভার, চতুর্থ টেস্টে ৩ এবং ওভালে পঞ্চম টেস্টে পাঁচ ওভার কম বল করে বেন স্টোকস বাহিনী। এদিকে ওল্ড ট্র্যাফোর্ডে ১০ ওভার কম বল করেছিল অস্ট্রেলিয়া। তাদের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা হিসেবে দিতে হচ্ছে। এর পাশাপাশি খোয়া গিয়েছে ১০ পয়েন্ট। ইংল্যান্ডের জরিমানার পরিমাণ হল- প্রথম টেস্টে ১০ শতাংশ, দ্বিতীটিতে ৪৫ শতাংশ, চতুর্থ টেস্ট ম্যাচে ১৫ শতাংশ এবং শেষ টেস্টে ম্যাচ ফির-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

এদিকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া পয়েন্ট খোয়ানোয় পাকিস্তানের পৌষমাস। ডব্লিউটিসি পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছেন বাবর আজমরা। দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। পয়েন্ট খোয়ানোর পর অস্ট্রেলিয়ার ঠাঁই হয়েছে তিন নম্বরে। পাঁচ নম্বরে নেমে গিয়েছে বেন স্টোকসের ইংল্যান্ড।