Jofra Archer: একুশের ভরা টুর্নামেন্টে নেই জোফ্রা আর্চার

চলতি বছরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে জোফ্রাকে ছাড়াই মাঠে নামবে ইংলিশব্রিগেড।

Jofra Archer: একুশের ভরা টুর্নামেন্টে নেই জোফ্রা আর্চার
Jofra Archer: একুশের ভরা টুর্নামেন্টে নেই জোফ্রা আর্চার (সৌজন্যে-আইসিসি টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2021 | 6:33 PM

লন্ডন: ইংল্যান্ড (England) শিবিরে বড়সড় ধাক্কা। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে আজ, বৃহস্পতিবার ঘোষণা করা হল ২০২১ সালের আগামী টুর্নামেন্টগুলিতে খেলবেন না জোফ্রা আর্চার (Jofra Archer)।

ফলে পরিস্কার হয়ে গেল ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে রুটরা যেমন তাঁকে পাবেন না, ঠিক তেমনই চলতি বছরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে জোফ্রাকে ছাড়াই মাঠে নামবে ইংলিশব্রিগেড।

টি-২০ বিশ্বকাপ, অ্যাশেজ সিরিজ এবং আইপিএলের বাকি অংশে খেলতে পারবেন না আর্চার। ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, “ডান হাতের কুনুইয়েক চোটের জন্য গত সপ্তাহে পুনরায় স্ক্যান করাতে হয়েছিল জোফ্রা আর্চারকে। সেখানে দেখা গিয়েছে ডান হাতের কুনুইয়ে স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে আর্চারের। যার ফলে তাঁর বিশ্রামের প্রয়োজন। চলতি বছরের আর কোনও টুর্নামেন্টে খেলবেন না আর্চার।”

আইসিসি টুইটারে জানিয়েছে, “এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অ্যাসেজের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। জোফ্রা আর্চার পুরো এই বছরের জন্যই খেলতে পারবেন না। তাঁর ডান হাতের কনুইয়ের চোটের জন্য।”

ইংল্যান্ড দলের জন্য বড় ধাক্কা হওয়ার পাশাপাশি আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস শিবিরও আর্চারের অনুপস্থিতি অনুভব করবে। চোট পিছুই ছাড়ছে না আর্চারের। আপাতত তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন শুভাকাঙ্খীরা।