IND vs ENG 1st Test Day 2 Highlights: বৃষ্টির কোপ, তাড়াতাড়ি শেষ দ্বিতীয় দিনের খেলা

| Edited By: | Updated on: Aug 05, 2021 | 10:39 PM

India vs England 1st Test Day 2 Live Score: নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টে মুখোমুখি ভারত-ইংল্যান্ড।

IND vs ENG 1st Test Day 2 Highlights: বৃষ্টির কোপ, তাড়াতাড়ি শেষ দ্বিতীয় দিনের খেলা
বৃষ্টির কারণে খেলা বন্ধ (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

আজ, ভারত-ইংল্যান্ডের (India vs England ) প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা ছিল। টসে জিতে বিরাটদের বিরুদ্ধে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। প্রথম ইনিংসে শামি-বুমরাদের দাপটে অল আউট হয়ে ১৮৩ রানে আটকে যান জো রুটরা।

ক্রমাগত বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১২৫। ৫৮ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। বড় রানের লিডের লক্ষ্যে নেমেছিল টিম ইন্ডিয়া। ৯৭ রানে প্রথম উইকেট হারায় ভারত। ৩৬ রান করে ফিরে যান রোহিত শর্মা। তার পর ক্রিজে আসেন চেতেশ্বর পূজারা। মাত্র ৪ রান করেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। তারপর ক্রিজে আসেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। জেমস আন্ডারসনের দেওয়া প্রথম বলেই আউট হন তিনি। শূন্যে ফেরেন তিনি। ৫ রান করে ফেরেন বিরাটের ডেপুটি। রান আউট হয়ে সাজঘরে ফিরে যান আজিঙ্কা রাহানে। তারপর নামেন ঋষভ পন্থ। দ্বিতীয় দিনের খেলা শেষে রয়েছেন কেএল রাহুল (৫৭*) ও ঋষভ পন্থ (৭*)।

প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দুটি উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন। একটি উইকেট পেয়েছেন ওলি রবিনসন।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 05 Aug 2021 10:16 PM (IST)

    দ্বিতীয় দিনের খেলা শেষ

    বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা সময়ে আগেই শেষ হয়ে গেল। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১২৫।

  • 05 Aug 2021 09:32 PM (IST)

    আবার বাদ সাধল বৃষ্টি

    বৃষ্টি থামার পর দুটো বল মাঠে গড়ানোর সঙ্গে সঙ্গেই ফের বৃষ্টি শুরু।

  • 05 Aug 2021 09:12 PM (IST)

    ফের খেলা শুরু হতে চলেছে

    বৃষ্টি বন্ধ হওয়ায় স্থানীয় সময় রাত ৯.৩০ মিনিটে পুনরায় শুরু হবে খেলা।

  • 05 Aug 2021 08:48 PM (IST)

    ফের বৃষ্টি

    দ্বিতীয় বার বাদ সাধল বৃষ্টি। পিচ ঢাকতে হল কভারে

  • 05 Aug 2021 08:45 PM (IST)

    পুনরায় খেলা শুরু

    আলোবিভ্রাটের পর, বৃষ্টির কারণেও বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। তারপর মাঠ পরিদর্শনে নামেন আম্পায়াররা। এ বার পুনরায় খেলা শুরু হল। ক্রিজে কেএল রাহুল ও ঋষভ পন্থ।

  • 05 Aug 2021 08:37 PM (IST)

    মাঠ পরিদর্শনের পর গ্রিন সিগন্যাল দিলেন আম্পায়াররা

    ম্যাচ শুরু করার জন্য আম্পায়াররা সবুজ সংকেত দিলেন

  • 05 Aug 2021 08:24 PM (IST)

    বৃষ্টি বন্ধ ট্রেন্ট ব্রিজে

    বৃষ্টি বন্ধ হয়েছে ট্রেন্ট ব্রিজে। ভারতীয় সময় অনুসারে রাত ৮.৩০টায় মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা

  • 05 Aug 2021 07:45 PM (IST)

    ম্যাচ বন্ধ থাকাকালীন চা বিরতি সম্পন্ন

    বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ থাকাকালীন চা বিরতি ঘোষণা হল।

  • 05 Aug 2021 07:22 PM (IST)

    বৃষ্টি শুরু নটিংহ্যামে

    খারাপ আলোর পর বৃষ্টির কোপ খেলায়।

  • 05 Aug 2021 07:02 PM (IST)

    খারাপ আলোর বাধা খেলায়

    খারাপ আলোর কারণে ম্যাচ বন্ধ রাখতে হয়েছে। পাশাপাশি কভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে পিচ

  • 05 Aug 2021 06:55 PM (IST)

    ব্রডের বলে রাহুলের চার

    ৪৫.৩ ওভারে স্ট্রুয়ার্ট ব্রডের বল বাউন্ডারিতে পাঠালেন কেএল রাহুল

  • 05 Aug 2021 06:54 PM (IST)

    পন্থের প্রথম চার

    ৪৫.১ ওভারে স্ট্রুয়ার্ট ব্রডের বলে চার মারলেন ঋষভ পন্থ

  • 05 Aug 2021 06:52 PM (IST)

    ৪৫ ওভারে ভারত ১১৫/৪

    চার উইকেট হারিয়ে ৪৫ ওভারে ভারত স্কোরবোর্ডে তুলেছে ১১৫ রান

  • 05 Aug 2021 06:42 PM (IST)

    রান আউট হলেন রাহানে

    ৫ রান করে মাঠ ছাড়লেন আজিঙ্কা রাহানে

  • 05 Aug 2021 06:31 PM (IST)

    লোকেশ রাহুলের হাফসেঞ্চুরি

    ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন হাফসেঞ্চুরি পূর্ণ করলেন কেএ রাহুল।

  • 05 Aug 2021 06:27 PM (IST)

    শূন্যে ফিরলেন বিরাট

    জেমস অ্যান্ডারসনের বলে কোনও রান না করেই ফিরতে হল ভারত অধিনায়ক বিরাট কোহলিকে

  • 05 Aug 2021 06:24 PM (IST)

    পূজারা আউট

    মাত্র ৪ রান করে মাঠ ছাড়লেন চেতেশ্বর পূজারা

  • 05 Aug 2021 06:21 PM (IST)

    ৪০ ওভারে ভারত ১০৩/১

    এক উইকেট হারিয়ে এগিয়ে চলেছে ভারত

  • 05 Aug 2021 06:15 PM (IST)

    ভারতের শতরান

    ৩৮.৫ ওভারে ভারত দলগত শতরান পূর্ণ করল।

  • 05 Aug 2021 06:07 PM (IST)

    দ্বিতীয় সেশন শুরু

    শতরানের কাছাকাছি এসে ভারতের প্রথম উইকেট পড়ে। তারপর লাঞ্চ বিরতি হয়। এ বার শুরু হল দ্বিতীয় সেশন। মাঠে নামলেন কেএল রাহুল ও চেতেশ্বর পূজারা

  • 05 Aug 2021 05:29 PM (IST)

    লাঞ্চ বিরতি

    লাঞ্চ বিরতির আগে শেষ বলে রোহিত শর্মার উইকেট তুলে নিলেন ওলি রবিনসন। ভারতের স্কোর ৯৭/১।

  • 05 Aug 2021 05:28 PM (IST)

    রোহিত আউট

    ৩৬ রান করে সাজঘরে ফিরে গেলেন রোহিত শর্মা।

  • 05 Aug 2021 05:23 PM (IST)

    রাহুলের চার

    স্যাম কারানের বলে ৩৬.৪ ওভারে বল বাউন্ডারিতে পাঠালেন কেএল রাহুল

  • 05 Aug 2021 05:15 PM (IST)

    ৩৫ ওভারে ভারত ৮৮/০

    উইকেটের খোঁজে জো রুটরা। এগিয়ে চলেছে ভারত।

  • 05 Aug 2021 05:12 PM (IST)

    এক ওভারে দ্বিতীয় চার রোহিতের

    ৩৪.২ ওভারে স্যাম কারানের বলে ফের চার রোহিত শর্মার

  • 05 Aug 2021 05:11 PM (IST)

    হিটম্যানের চার

    ৩৪.১ ওভারে স্যাম কারানের বল বাউন্ডারিতে পাঠালেন রোহিত শর্মা।

  • 05 Aug 2021 05:09 PM (IST)

    কেএল রাহুলের চার

    স্ট্রুয়ার্ট ব্রডের বলে ৩৩.৪ ওভারে চার মারলেন কেএল রাহুল। ররি বার্নস আটকানোর চেষ্টা করেও ব্যর্থ

  • 05 Aug 2021 04:51 PM (IST)

    ৩০ ওভারে ভারত ৬২/০

    কোনও উইকেট না খুইয়ে সতর্ক হয়ে এগিয়ে চলেছে ভারতের ওপেনিং জুটি।

  • 05 Aug 2021 04:50 PM (IST)

    ব্রডের বলে রাহুলের চার

    ২৯.৪ ওভারে স্ট্রুয়ার্ট ব্রডের বল বাউন্ডারিতে পাঠালেন কেএল রাহুল

  • 05 Aug 2021 04:45 PM (IST)

    স্যামের বলে রাহুলের চার

    ২৮.৩ ওভারে স্যাম কারানের বলে কেএল রাহুল চার মারলেন

  • 05 Aug 2021 04:38 PM (IST)

    ভারতের ৫০ রান

    ২৭.২ ওভারে ভারত দলগত ৫০ রান পূর্ণ করল। ক্রিজে রোহিত-রাহুল।

  • 05 Aug 2021 04:35 PM (IST)

    এগিয়ে চলেছে ভারত

    দ্বিতীয় দিনের পানীয় বিরতির আগে পর্যন্ত কোনও উইকেট না হারিয়ে এগিয়ে চলেছে ভারত।

  • 05 Aug 2021 04:28 PM (IST)

    ব্রডের বলে রোহিতের চার

    ২৫.৫ ওভারে হিটম্যানের ব্যাট থেকে এল আর একটি চার।

  • 05 Aug 2021 04:24 PM (IST)

    ২৫ ওভারে ভারত ৩৯/০

    কোনও উইকেট না হারিয়ে ২৫ ওভারে ভারত তুলেছে ৩৯ রান।

  • 05 Aug 2021 04:22 PM (IST)

    ওলির বলে রাহুলের চার

    ২৪.৪ ওভারে ওলি রবিনসনের বলে চার মারলেন কেএল রাহুল

  • 05 Aug 2021 04:02 PM (IST)

    ওলির বলে রোহিতের চার

    ২০.৩ ওভারে হিটম্যানের ব্যাট থেকেই এল দ্বিতীয় দিনের দ্বিতীয় চার।

  • 05 Aug 2021 03:59 PM (IST)

    ২০ ওভারে ভারত ২৭/০

    ক্রিজে রোহিত-রাহুল। কোনও উইকেট না হারিয়ে ২০ ওভারে স্কোরবোর্ডে ভারত তুলেছে ২৭ রান।

  • 05 Aug 2021 03:46 PM (IST)

    ওলির বলে রোহিতের চার

    ১৬.৬ ওভারে  ওলি রবিনসনের বল বাউন্ডারিতে পাঠালেন রোহিত শর্মা

  • 05 Aug 2021 03:38 PM (IST)

    ১৫ ওভারে ভারত ২১/০

    কোনও উইকেট না হারিয়ে ১৫ ওভারে ভারত তুলেছে ২১ রান

  • 05 Aug 2021 03:30 PM (IST)

    দ্বিতীয় দিনের খেলা শুরু

    দ্বিতীয় দিনের খেলা শুরু হল। মাঠে নামলেন রোহিত শর্মা ও কেএল রাহুল।

  • 05 Aug 2021 02:46 PM (IST)

    পিচের দর্শন

    এই পিচেই আজ খেলতে নামবেন বিরাট কোহলিরা।

  • 05 Aug 2021 02:41 PM (IST)

    রোদ ঝলমলে আকাশ নটিংহ্যামে

    ভারতীয় সময় অনুসারে বিকেল ৩.৩০মিনিটে শুরু হবে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা।

  • 05 Aug 2021 02:36 PM (IST)

    দেখুন ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনের হাইলাইটস

Published On - Aug 05,2021 2:30 PM

Follow Us: