Pakistan vs England, WTC: জিতল ইংল্যান্ড, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা শেষ পাকিস্তানের
World Test Championship: বড় রানের লক্ষ্য। পাকিস্তানের ওপেনিং জুটি শুরুটা ভালো করে। পার্থক্য গড়ে দেন মার্ক উড। এই জুটি ভাঙেন তিনি। পাকিস্তান অধিনায়ক বাবর আজম মাত্র ১ রানেই ফেরেন। ২৬ রানের জয়ে পাকিস্তানকে বিশ্ব চ্য়াম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে ছিটকে দেয় ইংল্য়ান্ড।
মুলতান : জমে উঠল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। মুলতান টেস্টে হার পাকিস্তানের। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড় থেকেও ছিটকে গেল পাকিস্তান। ঘরের মাঠে ইংল্য়ান্ডের কাছে সিরিজও হারল তারা। এখনও এক টেস্ট বাকি রয়েছে এই সিরিজে। মুলতান টেস্টে অভিষেকেই চমকে দিয়েছেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। প্রথম ইনিংসে তাঁর অনবদ্য পারফরম্যান্স কাজে এল না। ২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ড শুরু হয়ে গিয়েছে। পয়েন্ট টেবলে পঞ্চম স্থানে ছিল পাকিস্তান। কিন্তু মুলতান টেস্টের পর ষষ্ঠ স্থানে ছিটকে গেল তারা। শীর্ষ চারে রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ভারত। শীর্ষে থাকা দু-দল ফাইনাল খেলবে। পরবর্তী চারটি টেস্ট সিরিজের উপর নির্ভর করবে শীর্ষ দুটি স্থানে কারা থাকবে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে দৌড়ে ছিল পাকিস্তানও। ঘরের মাঠে সিরিজ হারে ধাক্কা খেল পাকিস্তান।
আবরারের অনবদ্য বোলিংয়ে প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৮১ রানে আটকে দেয় পাকিস্তান। ওলি পোপ এবং বেন ডাকেট অর্ধশতরান করেন। আবরার ৭ উইকেট নেন। জাহিদ মহম্মদ নেন ৩ উইকেট। যদিও পাকিস্তান ব্যাটাররা সেই সুবিধা নিতে পারেননি। বাবর আজম ৭৫, সাদ শাকিল ৬৩ রান করেন। বাকিরা নজর কাড়তে ব্য়র্থ। ইংল্যান্ডের বাঁ হাতি স্পিনার জ্যাক লিচ ৪ উইকেট নেন। মার্ক উড ও জো রুট ২টি করে উইকেট নেন। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২৭৫ রান করে। অনবদ্য শতরানে ইংল্য়ান্ডকে ভরসা দেন হ্য়ারি ব্রুক (১০৮)। দ্বিতীয় ইনিংসে আবরার ৪ উইকেট নেন। পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৩৫৫ রান।
বড় রানের লক্ষ্য। পাকিস্তানের ওপেনিং জুটি শুরুটা ভালো করে। পার্থক্য গড়ে দেন মার্ক উড। এই জুটি ভাঙেন তিনি। পাকিস্তান অধিনায়ক বাবর আজম মাত্র ১ রানেই ফেরেন। পাকিস্তানকে লড়াইয়ে রেখেছিলেন সাদ শাকিল। দলীয় ২৯১ রানে সপ্তম উইকেট হিসেবে সাদকে ফিরিয়ে ম্যাচের মোর ঘুরিয়ে দেন মার্ক উড। ২১ ওভারে ৬৫ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ৩২৮ রানেই শেষ পাকিস্তান ইনিংস। ২৬ রানের জয়ে পাকিস্তানকে বিশ্ব চ্য়াম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে ছিটকে দেয় ইংল্য়ান্ড।