IND vs ENG T20 WC: সব বিভাগেই আমাদের উড়িয়ে দিয়েছে, অকপট রাহুল দ্রাবিড়
T20 World Cup 2022: 'আমাদের ভরা মরসুমে অনেক ফ্র্যাঞ্চাইজি লিগই হয়। আমাদের ক্রিকেটারদের পক্ষে অন্য লিগে খেলা কঠিন। আমাদের রঞ্জি ট্রফি, ঘরোরা টুর্নামেন্ট, টেস্টে এর প্রভাব পড়বে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের হাল সকলেই দেখছে। আমাদের জন্য টেস্ট ক্রিকেট খেলাটা জরুরি। আমাদের হাল ওয়েস্ট ইন্ডিজের মতো হোক, আমরা এমন হতে চাই না।'
অ্যাডিলেড : এ ভাবেও হেরে আসা যায়। বোর্ডে বড় রান তুলতে না পারা। যদিও কতটা রান নিয়ে জেতা সম্ভব হত বলা কঠিন। জস বাটলার, অ্যালেক্স হেলসের ওপেনিং জুটি যে মেজাজে ব্য়াট করছিলেন, তাতে কতটা রান তাড়া করতে পারতেন বলা কঠিন। অভিজ্ঞতায় ভরপুর ভারতীয় দল। দক্ষ ক্রিকেটারেরও অভাব নেই। তারপরও ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হার। কয়েক মাস আগে ইংল্যান্ডের মাটিতে টি২০ সিরিজে এই ইংল্যান্ডকেই ২-১ ব্যবধানে হারিয়েছিল ভারত। সব অতীত। আরও এক বার আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনালেই লজ্জার হারে বিদায় ভারতের। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। ভার্চুয়াল সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন Tv9Bangla-র প্রতিনিধিও।
আরও একটা সেমিফাইনালেই অভিযান শেষ…।
রাহুল দ্রাবিড় বলছেন, ‘অবশ্যই হতাশার। সেমিফাইনালেই বিদায়। ইংল্যান্ড আমাদের সবদিক থেকেই উড়িয়ে দিয়েছে।’
এ বারের বিশ্বকাপ থেকে ভারতের প্রাপ্তি কী?
এখনই বলা কঠিন। এ ভাবে হারার পর কিছু ইতিবাচক খুঁজে পাওয়া মুশকিল। পরে অবশ্যই পর্যালোচনা করব। গত এক বছর অনবদ্য খেলেছি। ব্য়ক্তিগত ভাবে অনেকেই ভালো খেলেছে। বিশ্বকাপেও বেশ কিছু ম্যাচে ভাল কয়েকটা ম্যাচ খেলেছি। তবে আরও কয়েক ধাপ এগোতে চেয়েছিলাম।
ইংল্য়ান্ডের ব্য়াটিংয়ের সময় পরিস্থিতি কি বদলেছে?
টুর্নামেন্টে আমরা ভালো ব্যাট করছিলাম। এমন অনেক পরিস্থিতিতেও ১৮০-র উপর রান করেছি। বোলাররাও অনবদ্য পারফর্ম করেছে। এই ম্যাচে ১৫ ওভারের মধ্যে আমাদের স্কোর ১৫-২০ রান কম ছিল (১০০-৩)। আমাদের অন্তত ১৮০ রান করতে হত। সে ক্ষেত্রে হয়তো কিছুটা লড়াই করা যেত।
পরবর্তী বিশ্বকাপ দু-বছর পর। রোহিত, বিরাট, ভুবনেশ্বরদের টি-টোয়েন্টি ভবিষ্যৎ কী?
সেটা আমিও বলতে চাইছি, পরবর্তী বিশ্বকাপের এখনও দু-বছর বাকি। সুতরাং, এখনই বলা কঠিন। ওরা বছরের পর বছর অনবদ্য পারফরম্যান্স করেছে। এটা নিয়ে পরে ভাবব।
ইংল্যান্ডের প্লেয়াররা বিগ ব্যাশ খেলে। এখানকার পরিস্থিতি খেলার অভিজ্ঞতা বেশি। সেটাই কি পার্থক্য গড়ে দিল?
হতে পারে। ওদের ক্রিকেটাররা এখানে বিগ ব্য়াশ খেলে। আমাদের ভরা মরসুমে অনেক ফ্র্যাঞ্চাইজি লিগই হয়। আমাদের ক্রিকেটারদের পক্ষে অন্য লিগে খেলা কঠিন। আমাদের রঞ্জি ট্রফি, ঘরোরা টুর্নামেন্ট, টেস্টে এর প্রভাব পড়বে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের হাল সকলেই দেখছে। আমাদের জন্য টেস্ট ক্রিকেট খেলাটা জরুরি। আমাদের হাল ওয়েস্ট ইন্ডিজের মতো হোক, আমরা এমন হতে চাই না।
জস বাটলারকে নিয়ে কী বলবেন। জস আইপিএল খেলে, ভারতীয় প্লেয়ারদের সম্পর্কে সবই জানা…
ও খুবই বিপজ্জনক প্লেয়ার। আমাদের লক্ষ্যই ছিল ওপেনিং জুটিকে দ্রুত ফেরানো। বাটলার-হেলস ক্লাস প্লেয়ার। অন্য়ান্য জায়গার মতো এখানে তেমন সুইংও হচ্ছিল না। ওরা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। এমনকি স্পিনাররা এলে, তাদের বোলিংয়েও আক্রমণাত্মক মেজাজেই দেখা যায়। বাটলার প্রসঙ্গে আমার বেশি কিছু বলা ঠিক হবে কিনা জানি না, তবে আমার মতে অন্যতম বিপজ্জনক টি-টোয়েন্টি প্লেয়ার বাটলার।
ইংল্যান্ডের একটা উইকেটও নিতে না পারা…। বিপর্যয়ের কারণ কী?
ওরা ভাল খেলেছে। এমন ভাল শুরুর পর রান রেটেও প্রভাব পড়ে। সেটাও আটকাতে হত। ওদের খুব বেশি ঝুঁকি নিতে হয়নি। বিপর্যয় বলব না, তবে হতাশার তো অবশ্যই।
ভাল শুরু হওয়াটা খুবই প্রয়োজন। সেটাই কি কারণ হয়ে দাঁড়াল?
প্রথম ৬ ওভারে হারলে, বাকি ম্যাচেও হার নিশ্চিত হয়ে যায়। আমরা ব্যাটিং-বোলিং দু-ক্ষেত্রেই প্রথম ৬ ওভারে হেরেছি। আমাদের ব্য়াটিংয়ের শেষ পাঁচ ওভারই শুধু ওদের উপর চাপ রাখতে পেরেছিলাম।