India vs England: ১০ উইকেটে ভারতকে হারিয়ে আত্মবিশ্বাসী বাটলার, হেলস

T20 World Cup: বিশ্বকাপের মতো মঞ্চে, এ রকম ল্যাজেগোবরে হার হজম করতে হল রোহিতের নেতৃত্বাধীন ভারতকে।

India vs England: ১০ উইকেটে ভারতকে হারিয়ে আত্মবিশ্বাসী বাটলার, হেলস
জস বাটলার ও অ্যাসেক্স হেলস
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2022 | 5:31 PM

অ্যাডিলেড: টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ধরাশায়ী হল ভারত। কোনও উইকেট না হারিয়েই ভারতের দেওয়া লক্ষ্যে পৌঁছে গেলেন জস বাটলার, অ্য়ালেক্স হেলসরা। তাও আবার ২৪ বল বাকি থাকতেই। ইংল্য়ান্ডের দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলসের দাপুটে ব্যাটিংয়ের সামনে কোনও দাগ কাটতে পারেননি ভুবনেশ্বর, অর্শদীপরা। হেলস ৮৬ এবং বাটলার ৮০ রানে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা নির্বাচিত হন হেলস। ম্য়াচের সেরার পুরস্কার নিয়ে হেলস বলেছেন, “বড় মঞ্চ ছিল। সেখানে আমি যে ভাবে খেলেছি তাতে খুব খুশি। আমার মনে হয় এই মাঠ ব্যাট করার জন্য পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। ছোট স্ক্য়োয়ার বাউন্ডারিতে সুন্দর শট খেলা যায়। এখানে আমার স্মৃতি খুবই মধুর। বিশ্বকাপে যে খেলতে পারব তা কোনও দিন ভাবিনি। সেই সুযোগ পেয়ে নিজেকে বিশেষ মনে হচ্ছে। এই দেশে খেলতে আমার খুব ভাল লাগে। জসও আজ অসাধারাণ ব্যাট করেছে আজ।”

হেলসকে সঙ্গে নিয়ে ম্যাচ জিতিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ম্য়াচ জয়ের পর বাটলার বলেছেন, “আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ অতীতে চলে গিয়েছে। ওই ম্যাচে হারের পর যে চারিত্রিক দৃঢ়তা আমরা দেখিয়েছি প্রতিযোগিতার বাকি ম্যাচে, তার ফলই আজ দেখা গেল। আমাদের সেরা পারফরম্যান্স বেরিয়ে এল এই ম্যাচে। যা অসাধারণ। আমরা ভীষণ উত্তেজিত। যখন আমরা বিশ্বকাপ খেলতে এসেছিলাম তখন থেকেই মুখিয়ে ছিলাম। এই সাফল্য দলের এক থেকে ১১ জনের। সকলের। আমরা শুরু থেকেই আগ্রাসী খেলা খেলতে চেয়েছি। আমরা একে অপরকে সব সময় সাহায্য করেছি।” হেলসের সঙ্গে ওপেন করতে নেমে ভারতে গুঁড়িয়ে দেওয়ার প্রসঙ্গে হেলসকে প্রশংসায় ভাসিয়েছেন বাটলার। তিনি বলেছেন, “ও আজ অসাধারণ ব্যাট করেছে। ক্রিশ জর্ডনের প্রশংসাও আমি করব। হার্দিক যখন ভয়ঙ্কর হয়ে উঠেছিল, তখন ওর চেষ্টা প্রশংসাযোগ্য।”

প্রসঙ্গত, বিশ্বকাপের মতো মঞ্চে, এ রকম ল্যাজেগোবরে হার হজম করতে হল রোহিতের নেতৃত্বাধীন ভারতকে। যা সচরাচর দেখা যায় না। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে এ রকম ভাবে হেরেছিল ভারত। কোনও উইকেট না হারিয়ে জয়ের রান তুলে নিয়েছিল পাকিস্তান। সেই ঘটনার  পুনরাবৃত্তি হল অ্য়াডিলেডে। ইংল্যান্ডের বিরুদ্ধে।

২০১১ সালে শেষ বার টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। পল কলিংউডের নেতৃত্বে সেই জয় পেয়েছিল ইংল্যান্ড। সেই কলিনউড এখনকার ইংল্যান্ড দলের কোচিং স্টাফ। ১১ বছর পরে ফের বিশ্বজয়ের স্বাদ পেতে রবিবার ইংল্যান্ডকে জিততে হবে পাকিস্তানের বিরুদ্ধে।