England vs West Indies Match Highlights, T20 World Cup 2021: গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে সহজ জয় ইংল্যান্ডের
England vs West Indies Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ইংল্যান্ড (England) বনাম ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
দুবাই: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এর দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন আর রানার্স আপ। আজ রাতে দুবাইতে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড (England) এবং ওয়েস্ট ইন্ডিজ (West Indies)।
টসে জিতে শুরুতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড। শুরু থেকেই ধাক্কা খেতে থাকে ক্যারিবিয়ানরা। ইংল্যান্ডের বোলারদের দাপটে নির্ধারিত ২০ ওভার খেলার আগেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৪.২ ওভার খেলে স্কোরবোর্ডে ৫৫ রান তোলেন গেইলরা।
ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ১২০ বলে ৫৬ রান। যা নেহাতই ইংল্যান্ডের মতো দলের কাছে জলভাত। তবে ছোট্ট টার্গেট তাড়া করতে নেমে ওপেনিং জুটি ছাড়া সেভাবে নজর কাড়তে পারেনি অন্যরা। মাত্র ৮.২ ওভারেই ৫৬ রান তোলে মর্গ্যানবাহিনী। গত বারের চ্যাম্পিয়নদের হেলায় হারাল গত বারের রানার্সরা।
LIVE Cricket Score & Updates
-
৬ উইকেটে জয়ী ইংল্যান্ড
৪ উইকেটের বিনিময়ে মাত্র ৮.২ ওভারেই ৫৬ রান তুলে জিতল ইংল্যান্ড।
An excellent bowling performance helps England get off to a flyer in their #T20WorldCup 2021 campaign ?#ENGvWI | https://t.co/bO59jyDrzE pic.twitter.com/5VaR7YL1uZ
— T20 World Cup (@T20WorldCup) October 23, 2021
-
৫ ওভারে ইংল্যান্ড ৩৪/২
৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছে মর্গ্যানরা।
-
-
৩ ওভারে ইংল্যান্ড ২১/০
মাত্র ৫৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩ ওভারে ২১ রান তুলে ফেলেছে ইংল্যান্ড।
-
ইংল্যান্ডের ইনিংস শুরু
ওপেনিংয়ে নামলেন জেসন রয় ও জস বাটলার।
-
৫৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
আদিল রশিদ, মইন আলি, ক্রিস ওকসদের দাপটে ১৪.২ ওভার খেলেই, ৫৫ রানে অল আউট হয়ে গেল কায়রন পোলার্ডের দল।
A scintillating bowling performance from England as bowl West Indies out for 55 ✨#T20WorldCup | #ENGvWI | https://t.co/bO59jyDrzE pic.twitter.com/uC6IdtKMB6
— T20 World Cup (@T20WorldCup) October 23, 2021
-
-
১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৪৪/৬
খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ক্যারিবিয়ানরা তুলেছে ৪৪ রান।
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-তে ৪ উইকেট হারিয়ে ৩১ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।
-
৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ২৭/৩
প্রথম ৫ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ।
-
ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শুরু
ওপেনিংয়ে নামলেন এভিন লুইস ও লেন্ডল সিমন্স
-
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ: এভিন লুইস, লেন্ডল সিমন্স, ক্রিস গেইল, নিকোলাস পুরান (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, কায়রন পোলার্ড (ক্যাপ্টেন), আন্দ্রে রাসেল, ডোয়েন ব্র্যাভো, আকিল হোসেন, রবি রামপাল ও ওবেদ ম্যাককয়।
The playing XI is in!?#WIvENG #MissionMaroon #T20WorldCup pic.twitter.com/wpL8fscoBy
— Windies Cricket (@windiescricket) October 23, 2021
-
ইংল্যান্ডের প্রথম একাদশ
ইংল্যান্ডের প্রথম একাদশ: জেসন রয়, জস বাটলার (উইকেটকিপার), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, ইAন মর্গ্যান (ক্যাপ্টেন), মইন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডeন, আদিল রশিদ ও টাইমাল মিলস।
Our XI for our opening @t20worldcup game!
Morgs wins the toss and we will bowl first.#T20WorldCup
— England Cricket (@englandcricket) October 23, 2021
-
টস আপডেট
টস জিতল ইংল্যান্ড।
টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠালেন ইংল্যান্ড ক্যাপ্টেন ইওন মর্গ্যান।
England have won the toss and opted to field in Dubai ? #T20WorldCup #ENGvWI pic.twitter.com/WqxRP9MF5i
— T20 World Cup (@T20WorldCup) October 23, 2021
-
কিছুক্ষণ পর শুরু হতে চলেছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বৈরথ
It's time ⌛
? @WindiesCricket ⏰ 3pm UK? iOS https://t.co/Ay8nbMbnML? Android https://t.co/JYZLP1EBwR? @SkyCricket ? @bbctms #T20WorldCup | #EnglandCricket pic.twitter.com/7vLyJEuQrc
— England Cricket (@englandcricket) October 23, 2021
Published On - Oct 23,2021 6:42 PM