India vs England: সিরিজ অপরাজিত থাকার সুযোগ, নজরে ইংল্যান্ডের পাঁচ

গত ম্যাচের পারফরম্যান্স যে, কোনও ফ্লুক ছিল না, প্রমাণ করার তাগিদ রাখতে হবে রিস টপলির।

India vs England: সিরিজ অপরাজিত থাকার সুযোগ, নজরে ইংল্যান্ডের পাঁচ
ইংল্যান্ডের গত ম্যাচের নায়ক।Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jul 17, 2022 | 1:30 PM

ম্যাঞ্চেস্টার : টি ২০ সিরিজ হাতছাড়া হয়েছে। ওডিআই সিরিজে দারুণ প্রত্যাবর্তন করেছে ইংল্যান্ড। পরিসংখ্যান বলছে, ২০১৪’র পর ঘরের মাঠে একদিনের সিরিজ হারেনি ইংল্যান্ড (INDvENG)। সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখার সুযোগ ইংল্যান্ডের সামনে। ব্যাটিং বিভাগ ঘুরে দাঁড়িয়েছে। বিশেষত লোয়ার অর্ডারের অবদান লর্ডসে জস বাটলারদের (Jos Buttler) লড়াই করার মতো রান তুলে দিয়েছিল। তেমনই বল হাতে নজর কেড়েছেন বাঁ হাতি পেসার রিস টপলি (Reece Topley)। ম্যাঞ্চেস্টারে সিরিজ নিজেদের দখলে রাখতে লর্ডসের পারফরম্যান্সেরই পুনরাবৃত্তিতে নজর ইংল্যান্ডের। বিশেষ করে নজর থাকবে যাদের দিকে…।

জস বাটলার: সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। তবে অধিনায়ক জস বাটলারের ব্যাটে বড় ইনিংস আসেনি। প্রথম ম্যাচে ৩০ রান করেছিলেন। গত ম্যাচে মাত্র ৪। নেতৃত্বের বাড়তি চাপ, উইকেট কিপিং। এবার ব্যাটিংয়েও ভরসা দিতে পারলে ইংল্যান্ডকে রোখা কঠিন।

জনি বেয়ারস্টো: প্রথম ম্যাচের আতঙ্ক কাটিয়ে লর্ডসে সাহসী ব্যাটিং শুরু করেছিলেন জনি বেয়ারস্টো। তবে ধৈর্যশীল ইনিংস খেলতে পারেননি। লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল বোলিংয়ে আসতেই অতিরিক্ত আক্রমণাত্মক হওয়ার চেষ্টায় জনি বেয়ারস্টো। স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড। ৩৮ বলে ৩৮ রান করলেও তাঁর আউটের ধরন ইংল্যান্ড শিবিরে অস্বস্তি হওয়ার মতোই।

রিস টপলি : লর্ডসে ইংল্যান্ডের জয়ের নায়ক। একাই আধডজন উইকেট নেন। তাঁর কেরিয়ার সেরা পারফরম্যান্স। ম্যাচের সেরার পুরস্কারও জিতেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি অভিজ্ঞতা না থাকলেও লর্ডসের ম্যাচ তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট। গত ম্যাচের পারফরম্যান্স যে, কোনও ফ্লুক ছিল না, প্রমাণ করার তাগিদ রাখতে হবে রিস টপলির। ভারতীয় ব্যাটিং বিভাগ তাঁকে কী ভাবে সামলায়, নজর সেদিকেই।

জো রুট: বছর খানেক পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা এখনও অবধি সুখকর হয়নি জো রুটের। অথচ টেস্টে স্বপ্নের সফরে রয়েছেন ব্যাট হাতে। ওডিআই-তে গত দু ম্যাচে রুটের অবদান ০ ও ১১ রান। ইংল্যান্ড মিডল অর্ডারের অন্যতম ভরসা। স্পিনের বিরুদ্ধে দক্ষ। তবে গত ম্যাচে চাহালের শিকার হয়েছেন।

ডেভিড উইলি: গত দু ম্যাচেই লোয়ার অর্ডারে ব্যাট হাতে ভরসা দিয়েছেন ডেভিড উইলি। বোলিংয়ে খুব বেশি উইকেট না পেলেও কোনও না ভাবে অবদান রাখছেন। লর্ডসে সবচেয়ে দামি উইকেট বিরাট কোহলিকে ফিরিয়েছেন উইলি। রিস টপলির সঙ্গে জুটিতে ভারতীয় শিবিরে সমস্যা হয়ে দাঁড়াতে পারেন তিনিই।