IND vs WI, 1st ODI: বিরাটদের বিরুদ্ধে প্রথম ওডিআইতে নজরে যে ক্যারিবিয়ানরা
India Vs West Indies: আজ, ২৭ জুলাই ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ওডিআই ম্যাচ। সেই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৭টায়।
বার্বাডোজ: টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ টিম ইন্ডিয়াকে (Team India) হারাতে পারেনি। ঘরের মাঠে রোহিত শর্মার ভারতের কাছে ২ ম্যাচের টেস্ট সিরিজে হেরেছিল ক্রেগ ব্রেথওয়েটের টিম। এ বার আলাদা ফর্ম্যাটে মুখোমুখি দুই দল। জার্সি বদলে আজ থেকে ওডিআই (ODI) সিরিজে নামতে চলেছেন রোহিত শর্মা-শেই হোপরা। এই ওডিআই সিরিজ রোহিত শর্মার ভারতের কাছে ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি। অন্যদিকে ছবিটা পুরোপুরি আলাদা। ওয়েস্ট ইন্ডিজ শিবির চাইবে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তারা যেভাবে লজ্জিত হয়ে দেশে ফিরেছে, সেই ক্ষতে কিছুটা প্রলেপ লাগাতে। বিরাট-রোহিতদের বিরুদ্ধে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India Vs West Indies) প্রথম ওডিআইতে নজরে থাকবেন যে ৫ ক্যারিবিয়ান, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওডিআইতে নজরে থাকবেন যে ক্যারিবিয়ানরা —
- শিমরন হেটমায়ার – ক্যারিবিয়ান তারকা শিমরন হেটমায়ার পাওয়ার হিটার বলেই পরিচিত। তিনি ওয়েস্ট ইন্ডিজকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়েছিলেন। ২০১৭ সালে তাঁর ওডিআই ডেবিউ হয়েছিল। তবে তিনি ২০২১ সাল থেকে ওডিআইতে খেলেননি। এ বার তাঁকে ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে দলে ফেরানো হয়েছে। তাই প্রথম ওডিআইতে উমরান-চাহালদের বিরুদ্ধে তিনি যে তাঁর পাওয়ার হিটিং ক্ষমতা কাজে লাগাবেন বলাই যায়।
- শেই হোপ – ক্যারিবিয়ান উইকেটকিপার-ব্যাটার শেই হোপকে রোহিত শর্মার ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের হয়ে এখনও অবধি তিনি ১১৫টি ওডিআই ম্যাচে খেলেছেন। করেছেন ৪৮২৯ রান।
- ওশেন থমাস – ২৬ বছর বয়সী ওশেন থমাস বছর তিনের আগে শেষবার দেশের হয়ে ওডিআই ক্রিকেটে খেলেছিলেন। ভারতের বিরুদ্ধে এই পেসারকে একাদশে দেখা যায় কিনা সেটাই দেখতে হবে। এখনও অবধি দেশের হয়ে তিনি ২০টি ওডিআই ম্যাচে ২৭টি উইকেট নিয়েছেন।
- কাইল মায়ার্স – ক্যারিবিয়ান তারকা কাইল মায়ার্সের হার্ড হিটিং ক্ষমতার সাক্ষী ক্রিকেট প্রেমীরা। বাঁ-হাতি ব্যাটার পেসারদের বিরুদ্ধে দারুণ খেলেন। স্পিনারদের বিরুদ্ধে তাঁর দুর্বলতা রয়েছে। এ বার দেখার ভারতের বিরুদ্ধে তিনি কেমন পারফর্ম করেন। এখনও অবধি দেশের হয়ে তিনি ২৫টি ওডিআইতে খেলে ৬১৮ রান করেছেন। এবং ১৪টি উইকেটও নিয়েছেন।
- আলজারি জোসেফ – ডেল স্টেইনকে নিজের আদর্শ মনে করা আলজারি জোসেফের দিকে নজর রাখতে হবে। বিরাট-রোহিতদের চাপে ফেলতে পারেন এই ক্যারিবিয়ান বোলার। ২০১৬ সালে ভারতের বিরুদ্ধে আলজারি জোসেফের টেস্ট ডেবিউ হয়েছিল। তিনি নিজের তৃতীয় ওভারে বিরাট কোহলিকে আউট করে সকলের নজর কেড়ে নিয়েছিলেন। এখনও অবধি দেশের জার্সিতে ৬১টি ওডিআই ম্যাচে খেলেছেন আলজারি। তাতে নিয়েছেন ১০১টি উইকেট।