Ramiz Raja: রামিজ রাজার বিরাট প্রতিভা! ‘মানিকে মাগে হিতে’ গায়িকার সঙ্গে গাইলেন গান
Shakib al Hasan: সম্প্রতি বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গেও ইয়োহানির দেখা হয়েছিল। বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন সাকিব। তাই তিনি শ্রীলঙ্কায় রয়েছেন।
বছর দু’য়েক আগে সিংহলী ভাষায় ‘মানিকে মাগে হিতে’ গান গেয়ে ভাইরাল হয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি। তাঁর ওই বিখ্যাত গান ২০২২ সালে ‘থ্যাঙ্ক গড’ নামের বলিউড সিনেমায় ব্যবহৃত হয়েছিল। আরও ভালো করে বললে সেই গানটির হিন্দি ভার্সন ছিল সিদ্ধার্থ মলহোত্রা অভিনীত ‘থ্যাঙ্ক গড’ সিনেমাটিতে। সেই হিন্দি গানটির দু’কলি প্রাক্তন পাক তারকা রামিজ রাজার সঙ্গে গেয়েছেন ইয়োহানি। সেই ভিডিয়ো টুইটারে ভাইরাল হয়েছে।
Ramiz Raja showing his other talent today❣ pic.twitter.com/hBieEnixoT
— Basit Subhani (@BasitSubhani) August 5, 2023
সম্প্রতি বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গেও ইয়োহানির দেখা হয়েছিল। বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন সাকিব। তাই তিনি শ্রীলঙ্কায় রয়েছেন। দিন কয়েক আগে লঙ্কা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে ইয়োহানি তাঁর জনপ্রিয় গান ‘মানিকে মাগে হিতে’ গেয়েছিলেন। এ বার শ্রীলঙ্কায় সাকিবকে পেয়ে তাঁর সঙ্গে কথা বলেন ইয়োহানি। শ্রীলঙ্কায় তাঁর খেলার অভিজ্ঞতা নিয়ে জিজ্ঞাসা করেন।
বাংলাদেশী তারকা অলরাউন্ডার সাকিব বলেন, ‘যতদূর মনে পড়ছে অনূর্ধ্ব-১৯ থেকে বেশ নিয়মিতই আমি শ্রীলঙ্কা সফরে আসি। প্রতি দুই বছরে অন্তত এক বার বাংলাদেশ সফর করে শ্রীলঙ্কায়। এখানে তাই আমি বেশ অনেকবারই এসেছি। তবে লঙ্কা প্রিমিয়ার লিগে আমি এই প্রথম বার খেলছি। এই টুর্নামেন্টের অংশ হতে পেরে খুব ভালো লাগছে। সময়টা বেশ ভালো কাটছে। দল পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে আছে। আশা করি, আমরা এই ফর্ম ধরে রাখতে পারব।’ এরপর ইয়োহানির সঙ্গে তাল মিলিয়ে সাকিব ভারতীয় কিংবদন্তি গায়ক মহম্মদ রফির জনপ্রিয় ‘আজকাল তেরে মেরে পেয়ারকে চার্চে’ গানটি গেয়ে শোনান।