Yashasvi Jaiswal: ‘ঈশানের জায়গায় ওপেনিংয়ে নামুক যশস্বী’, পরামর্শ ভারতের প্রাক্তন ক্রিকেটারের

India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে ডেবিউ হয়েছিল যশস্বী জয়সওয়ালের। আইপিএলে দুরন্ত পারফর্ম করার সুবাদে যশস্বীর সামনে জাতীয় দলের দরজা খুলে যায়। এ বার টি-২০ ফর্ম্যাটে তাই যশস্বীকে ডেবিউ করানোর পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

Yashasvi Jaiswal: 'ঈশানের জায়গায় ওপেনিংয়ে নামুক যশস্বী', পরামর্শ ভারতের প্রাক্তন ক্রিকেটারের
Yashasvi Jaiswal: 'ঈশানের জায়গায় ওপেনিংয়ে নামুক যশস্বী', পরামর্শ ভারতের প্রাক্তন ক্রিকেটারেরImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2023 | 3:03 PM

নয়াদিল্লি: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আজ, রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামবে মেন ইন ব্লু। ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়েছিল হার্দিক পান্ডিয়ার দল। এ বার রবি-রাতে মেন ইন ব্লুর ঘুরে দাঁড়ানোর পালা। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-২০ ম্যাচ। তার আগে টিম ইন্ডিয়ার ওপেনিং জুটিতে পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর (Wasim Jaffer)। টিম ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটার ঈশান কিষাণের (Ishan Kishan) জায়গায় যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) ওপেনিংয়ে নামানোর বার্তা দিয়েছেন ওয়াসিম জাফর। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে ডেবিউ হয়েছিল যশস্বী জয়সওয়ালের। আইপিএলে দুরন্ত পারফর্ম করার সুবাদে যশস্বীর সামনে জাতীয় দলের দরজা খুলে যায়। এ বার টি-২০ ফর্ম্যাটে তাই যশস্বীকে ডেবিউ করানোর পরামর্শ দিচ্ছেন ওয়াসিম জাফর। একইসঙ্গে তিনি টি-২০ ক্রিকেটে ঈশান কিষাণের ফর্ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-২০-র আগে ওয়াসিম জাফর বলেন, ‘দ্বিতীয় টি-২০ ম্যাচে আমি যশস্বী জয়সওয়ালকে দেখতে চাই। এই ম্যাচে ওপেনিং পজিশনেই ওকে খেলানো উচিত। ঈশান কিষাণের পরিবর্তেই তাঁকে খেলানো হোক। সম্প্রতি ঈশান কিষাণের টি-টোয়েন্টি পারফরম্যান্স আমাকে ভাবাচ্ছে। শেষ ১৫টি টি-টোয়েন্টি ইনিংসে ৪০ রানও টপকাতে পারেনি ঈশান। এমনকি ওর স্ট্রাইকরেটও খুব কম। তবে ওর ওডিআইতে ফর্ম বেশ ভালো ছিল। কিন্তু টি টোয়েন্টি সম্পূর্ণ আলাদা ফর্ম্যাট। তাই আমার মনে হয়ে ওর জায়গায় যশস্বীকে ওপেনিংয়ে দেখতে পারে টিম।’

যশস্বীকে খেলানোর যুক্তিতে ওয়াসিম জাফর আরও বলেন, ‘আইপিএলে যশস্বী এত ভালো পারফর্ম করেছে, তা হলে ওকে কেন টি-২০-তে সুযোগ দেওয়া হবে না? ও এমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ডও জিতেছে। ওর মধ্যে আত্মবিশ্বাস চোখে পড়ে। আমি তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ম্যাচে এই পরিবর্তনটা একাদশে দেখতে চাই। প্রথম টি-২০ আলাদা পিচে হয়েছিল। দ্বিতীয় টি-২০ আলাদা পিচে খেলা হবে। আমাদের ব্যাটাররা আশা করি ভালো পারফর্ম করবে।’