ফ্লাইট মিস, লঙ্কা লিগের প্রথম ম্যাচে নেই আফ্রিদি
আসন্ন এলপিএলে গ্যালে গ্ল্যাডিয়েটরসের হয়ে প্রথম ম্যাচ হয়ত খেলতে পারবেন না আফ্রিদি।
TV9 বাংলা ডিজিটাল : ক্রিকেট বিশ্বে আবার খবরের শিরোনামে পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। তবে এবার কোনও ক্রিকেটিয় কারণে নয়। ক্রিকেট জীবনে আফ্রিদি সিরিয়াস বলেই পরিচিত, লাগামছাড়া স্বভাব তাঁর মধ্যে লক্ষ্য করা যায়নি, কিন্তু এবার তেমনই একটা কাণ্ড করে বসলেন প্রাক্তন পাক অধিনায়ক। লঙ্কা প্রিমিয়ার লিগের (Lanka Premier League) ফ্র্যাঞ্চাইজি দল গ্যালে গ্ল্যাডিয়েটরসের (Galle Gladiators) হয়ে খেলার কথা ছিল আফ্রিদির। কিন্তু নির্দিষ্ট সময়ের বিমানটাই ধরতে পারলেন না তিনি। আর তাই প্রথম ম্যাচে লালার সার্ভিস পাবে না দল। তিনিই দলের অধিনায়ক। তাই প্রথম ম্যাচের আগে ধাক্কা লঙ্কার ফ্র্যাঞ্চাইজি গ্যালে গ্ল্যাডিয়েটরসের।
শ্রীলঙ্কায় পৌঁছে আফ্রিদিকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন কাটাতে হবে। সঠিক সময়ে ফ্লাইট ধরতে না পারার জন্য তাঁর কোয়ারেন্টাইন সময়ও পিছিয়ে গেছে। আফ্রিদি টুইট করে জানান, যে শ্রীলঙ্কা যাওয়ার জন্য তিনি কলম্বো থেকে বিমান ধরতে পারেননি। তবে গ্যালের অধিনায়ক সমর্থকদের আশ্বস্ত করেছেন, উদ্বেগের কিছু নেই এলপিএলে অংশগ্রহন করতে তাড়াতাড়ি পৌঁছে যাবেন তিনি।
Missed my flight to Colombo today morning ? Nothing to worry, I’ll be reaching soon to take part in the LPL for Galle Gladiators. Look forward to joining my teammates
— Shahid Afridi (@SAfridiOfficial) November 23, 2020
সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগের প্লে অফে খেলেছেন আফ্রিদি। মুলতান সুলতানস দলের হয়ে ২ ম্যাচে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ১২ রান করেছেন।
আরও পড়ুন:লঙ্কা প্রিমিয়ার লিগে নেই ক্রিস গেইল
আফ্রিদির অনুপস্থিতিতে সহ-অধিনায়ক ভানুকা রাজাপাক্সে গ্যালে গ্ল্যাডিয়েটর দলের নেতৃত্ব দেবেন। গ্যালে গ্ল্যাডিয়েটর দলের প্রথম ম্যাচ ২৭ নভেম্বর, জাফনা স্ট্যালিয়নের বিরুদ্ধে।
ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গাসহ তারকা ক্রিকেটাররা একের পর এক এই টুর্নামেন্ট থেকে সরে এসেছেন। কিন্তু তাতেও শ্রীলঙ্কার এক ক্রিকেট লিগ নিয়ে উৎসাহ কমেনি। এলপিএল শুরু হবে ২৬ নভেম্বর। এলপিএলের সেমিফাইনালগুলি ১৩ এবং ১৪ ডিসেম্বর হবে। ফাইনাল ম্যাচ ১৬ ডিসেম্বর।