GG vs DC Highlights, WPL 2023: ১০ উইকেটে গুজরাটকে হারাল দিল্লি ক্যাপিটালস
Gujarat Giants vs Delhi Capitals Live Score in Bengali: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণের নবম ম্যাচে আজ মুখোমুখি গুজরাট জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট দেখুন।
মুম্বই: ব্যাটে-বলে সবদিক থেকেই গুজরাটকে টেক্কা দিল দিল্লি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে হেরেছিল দিল্লি। গুজরাটের বিরুদ্ধে ডমিনেন্ট পারফরম্যান্স মেগ ল্যানিংয়ের দলের। ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে শনিবার ম্যাচের প্রথম থেকেই দিল্লি ক্যাপিটালসের দাপট বজায় ছিল। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে গুজরাট জায়ান্টস। ডান হাতি পেসার মারিজানে কাপের গতিতে বেসামাল হয়ে যায় গুজরাট। বিপক্ষের প্রথম চার ব্যাটারকে ফেরান তিনিই। নির্ধারিত ৪ ওভারে ১৫ রান দিয়ে ৫ উইকেট নিয়ে গুজরাটের ব্যাটিংয়ে ধস নামান কাপ। বাকি দায়িত্বটা তুলে নেন শিখা পাণ্ডে। শিখার ঝুলিতে ৩ উইকেট। ধুঁকতে ধুঁকতে কোনওক্রমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৫ রান তোলে স্নেহ রানার টিম। স্বল্প রানের লক্ষ্যমাত্রা নিয়ে গুজরাটের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন শেফালি ভার্মা। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের ক্যাপ্টেন মাঠে নামামাত্রই আক্রমণাত্মক ছিলেন। মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি করেন। ২৮ বলে ৭৬ রানের ইনিংস খেলে দলকে জেতালেন তিনিই।
LIVE Cricket Score & Updates
-
শেফালির অর্ধশতরান
চার, ছয়ের বন্যা শেফালির ব্যাটে। ১৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে নিলেন তিনি।
-
৩ ওভারে ৩৪ রান
তিন ওভারে বিনা উইকেট হারিয়ে ৩৪ রান দিল্লির ঝুলিতে।
-
-
আক্রমণাত্মক শেফালি
প্রথম বলেই পেল্লাই ছক্কা হাঁকিয়ে ইনিংসের সূচনা শেফালির। আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করছেন তিনি।
-
দিল্লির ইনিংস শুরু
রান তাড়া করতে নামলেন দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং এবং শেফালি ভার্মা। টুর্নামেন্টে সর্বোচ্চ রান নিয়ে অরেঞ্জ ক্যাপ ল্যানিংয়ের মাথায়।
-
গুজরাটের ইনিংস শেষ
২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ধুঁকতে ধুঁকতে ১০৫ রান স্কোরবোর্ডে তুলল গুজরাট জায়ান্টস। সর্বাধিক ৩২ রান কিম গার্থের। ম্যাচ জিততে ১০৬ রান প্রয়োজন দিল্লির।
-
-
একশোর গণ্ডি ছুঁয়েছে গুজরাট
গুজরাট জায়ান্টসের রান সংখ্যা ছুঁল একশোর গণ্ডি।
-
এক ওভারে দুই উইকেট
এক ওভারে দুই উইকেট শিখা পান্ডের। ১৯তম ওভারের তৃতীয় ও ষষ্ঠ বলে ফেরালেন যথাক্রমে তনুজা কনওয়ার এবং অধিনায়ক স্নেহ রানাকে। ৯ উইকেটে ৯৬ রান গুজরাটের।
-
১৮ ওভারে ৯৩ রান
১৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৩ রান গুজরাট জায়ান্টসের।
-
আউট ওয়্যারহ্যাম
২৫ বলে ২২ রানের ইনিংস খেলে ফিরলেন জর্জিয়া ওয়্যারহ্যাম। এ বার রাধা যাদব। সপ্তম উইকেট হারাল গুজরাট। স্কোর ১২.২ ওভারে ৬৬/৭।
-
১০ ওভারে ৫৪
৫০-এর গণ্ডি পার হল গুজরাট। ১০ ওভারে স্কোর ৫৪/৬। ক্রিজে জর্জিয়া ওয়্যারহ্যাম ও কিম গার্থ।
-
কাপের পাঁচ উইকেট
সুষমা ভার্মাকে ফিরিয়ে পাঁচ নম্বর উইকেট নিলেন মারিজানে কাপ। ৪ ওভারে ১৫ রান দিয়ে পাঁচ উইকেট নিলেন তিনি। গুজরাটের স্কোর ৩৩/৬।
-
প্যাভিলিয়নে হরলিন
পঞ্চম উইকেট হারাল গুজরাট জায়ান্টস। হারলিন দেওলকে (২০) এলবিডব্লিউ করলেন মারিজানে কাপ। ৪.৪ ওভারে ২৮ রানে পাঁচটি উইকেট হারাল গুজরাট।
-
আরও একটি উইকেট
এ বার ফিরলেন দয়ালন হেমলতা। ৫ বলে ৫ রান করে সাজঘরে ফিরলেন শিখা পাণ্ডের বলে। ৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩ রান গুজরাটের।
-
পরের বলেই সাজঘরে গার্ডনার
পরপর দুই বলে দুটি উইকেট কাপের। লরা উলফার্টের পর দ্বিতীয় ওভারের তৃতীয় বলে অ্যাশলে গার্ডনারকে এলবিডব্লিউ মারিজানে কাপের। রিভিউ নিয়েছিলেন গার্ডনার। শেষরক্ষা হল না।
-
আউট লরা
অভিষেক ম্যাচে লরা উলফার্টের অবদান ১ রান। মারিজানে কাপের শিকার হলেন তিনি। ২.২ ওভারে গুজরাটের স্কোর ৯/২। গুজরাটের দুই ওপেনারকে ফেরালেন কাপ।
-
আউট মেঘনা
প্রথম ওভারে দ্বিতীয় বলেই মেঘনাকে ফেরালেন মারিজানে কাপ।
-
ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ম্যাচ শুরু
ম্যাচ শুরু। গুজরাটের হয়ে ওপেনিংয়ে সাব্বিনেনি মেঘনা এবং লরা উলফার্ট। ডব্লিউপিএলে অভিষেক ম্যাচ লরার।
-
দিল্লি ক্যাপিটালসের একাদশ
দিল্লি ক্যাপিটালসের একাদশ: মেগ ল্যানিং (অধিনায়ক), শেফালি ভার্মা, জেমাইমা রডরিগজ, লরা হ্য়ারিস, মারিজানে কাপ, জেস জোনাসন, তানিয়া ভাটিয়া, শিখা পান্ডে, মীনু মানি, রাধা যাদব, তারা নরিস
-
গুজরাটের একাদশ
গুজরাটের একাদশ: লরা উলফার্ট, সাব্বিনেনি মেঘনা, হরলিন দেওল, অ্যাশলে গার্ডনার, জর্জিয়া ওয়্যারহ্য়াম, দয়ালন হেমলতা, সুষমা ভার্মা, স্নেহ রানা (অধিনায়ক), তনুজা কানওয়ের, কিম গার্থ, মানসী যোশী,
-
দিল্লি টিমেও পরিবর্তন
দিল্লি ক্যাপিটালস দলেও একটি পরিবর্তন। অ্যালিস ক্যাপসির শরীর অসুস্থ থাকায় খেলবেন লরা হ্যারিস।
-
টস আপডেট
টস জিতল গুজরাট জায়ান্টস। প্রথমে ব্যাট করবে তারা। দলে দুটি পরিবর্তন। লরা উলভার্ট ও জর্জিয়া ওয়্যারহ্যাম এলেন সোফিয়া ডাঙ্কলি এবং অ্যানাবেল স্যাদারল্যান্ডের পরিবর্তে।
-
প্রথম একাদশে লরা?
বেথ মুনির পরিবর্তে গুজরাট জায়ান্টস টিমে অন্তর্ভুক্তি হয়েছে লরা উলফার্টের। প্রথম একাদশে আজ জায়গা পাবেন তিনি?
Published On - Mar 11,2023 6:30 PM