Hanuma Vihari: ‘ক্যাপ্টেন্সি দারুণ উপভোগ করেছি’, দলীপ চ্যাম্পিয়ন হয়ে তৃপ্ত হনুমা

Duleep Trophy 2023 Final: ওয়েস্ট জোনকে হারিয়ে এ বারের দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে হনুমা বিহারির সাউথ জোন।

Hanuma Vihari: 'ক্যাপ্টেন্সি দারুণ উপভোগ করেছি', দলীপ চ্যাম্পিয়ন হয়ে তৃপ্ত হনুমা
'ক্যাপ্টেন্সি দারুণ উপভোগ করেছি', দলীপ চ্যাম্পিয়ন হয়ে তৃপ্ত হনুমা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2023 | 5:40 PM

বেঙ্গালুরু: দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ওয়েস্ট জোনকে হারিয়ে দলীপ ট্রফি (Duleep Trophy) জিতেছে সাউথ জোন। এই দলের অধিনায়ক হলেন হনুমা বিহারি (Hanuma Vihari)। তিনি ভারতীয় দল থেকে দীর্ঘদিন বাদ পড়েছেন। ২০২২ সালের জুলাইতে শেষ বার দেশের জার্সিতে খেলেছিলেন হনুমা। তারপর আর জাতীয় দলে কামব্যাক হয়নি তাঁর। সত্যিই কি তাঁর জন্য জাতীয় দলের দরজা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে? কারণ যাই হোক না কেন, আশা ছাড়ছেন না হনুমা। যার ফলে দিন কয়েক আগেই হনুমা বলেছিলেন, ‘৩৫ বছর বয়সে অজিঙ্ক রাহানে কামব্যাক করেছে। আর আমার বয়স ২৯। তাই আমার মনে হয় অবসর নেওয়ার আগে অবধি আমার কামব্যাকের সুযোগ আছে।’ তিনি জানিয়েছিলেন, আপাতত নিজের রাজ্য বা জোনের হয়ে সেরাটা দিতে চান। তাই সাউথ জোন দলীপ জেতার পর হনুমা বলে যান, ‘অধিনায়কত্ব দারুণ উপভোগ করেছি।’ আর কী কী বললেন ভারতের এই তারকা ক্রিকেটার? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এ বারের দলীপ ট্রফির ফাইনালে দুই ইনিংসেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাউথ জোনের অধিনায়ক হনুমা বিহারি। প্রথম ইনিংসে ৬৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে তিনি করেন ৪২ রান। ফাইনালের শেষে তিনি জানান, এ বারের দলীপ ট্রফি দারুণ উপভোগ করেছেন তিনি। বিশেষ করে অধিনায়কত্বও তিনি বেশ উপভোগ করেছেন। তাঁর কথায়, ‘এমন একটা দলকে নেতৃত্ব দিলে ক্যাপ্টেন্সি উপভোগ তো করবই।’

সাউথ জোনের বোলিং বিভাগকে দরাজ সার্টিফিকেট দিয়ে হনুমা বলেন, ‘এই ধরণের বোলিং বিভাগ যে দলে থাকবে, সেখানে নেতৃত্ব দেওয়ার চাপটা কমে যায়। আমাদের পরিকল্পনা ছিল প্রতি ওভারে ৩ রানের বেশি না দেওয়া। আর আমাদের বোলাররা তা করে দেখিয়েছে। তাই ক্যাপ্টেন হিসেবে আমার কাজটা সহজ হয়ে গিয়েছিল।’

কর্নাটকের তিন পেসার বিজয়কুমার বিশাখ, বাসুকি কৌশিক ও কাভেরাপ্পার বিশেষ প্রশংসা করেছেন। এই ত্রয়ী ওয়েস্ট জোনের ২০ উইকেটের মধ্যে ১৬টি উইকেট নিয়েছেন। তিনি বলেন, ‘কর্নাটকের তিন জোরে বোলার এই ম্যাচে দারুণ পারফর্ম করেছে। এই উইকেট ওদের পরিচিত। এই তিনজন তাঁদের দক্ষতা দেখিয়েছে এই ম্যাচে। ওয়েস্ট জোনের বোলাররাও দক্ষ। ওরাও ভালো খেলেছে।’