Hardik Pandya: চোট আতঙ্ক! কেকেআরের বিরুদ্ধে কেন খেলছেন না হার্দিক?

GT vs KKR, IPL 2023: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবি-বিকেলে মুখোমুখি গুজরাট ও কেকেআর।

Hardik Pandya: চোট আতঙ্ক! কেকেআরের বিরুদ্ধে কেন খেলছেন না হার্দিক?
Hardik Pandya: চোট আতঙ্ক! কেকেআরের বিরুদ্ধে কেন খেলছেন না হার্দিক?Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 09, 2023 | 3:52 PM

আমেদাবাদ: রবি-বিকেলে ১৬তম আইপিএলের (IPL 2023) ম্যাচে আমেদাবাদে মুখোমুখি গুজরাট টাইটান্স (Gujarat Titans) ও কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ঘড়ির কাঁটায় ঠিক ৩টে বাজতেই মাঠের মধ্যে প্রবেশ করেন নাইট নেতা নীতীশ রানা। কিন্তু তাঁর সঙ্গে ঘরের মাঠে টস করতে আসেননি হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। যা দেখেই ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন তৈরি হয়, কেন কেকেআরের বিরুদ্ধে নেই গুজরাটের অধিনায়ক হার্দিক? আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হার্দিকের বদলে কেকেআরের বিরুদ্ধে গতবারের চ্যাম্পিয়ন দলকে নেতৃত্ব দিচ্ছেন রশিদ খান। দিব্যি তো খেলছিলেন হার্দিক। হঠাৎ করে কী হল গুজরাটের ক্যাপ্টেনের যে তিনি নাইটদের বিরুদ্ধে খেলছেন না? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

হার্দিকের জায়গায় গুজরাটের হয়ে টস করতে আসা রশিদ খান জানান, তাঁদের অধিনায়ক অসুস্থ। যে কারণে কেকেআরের বিরুদ্ধে আজ হার্দিককে খেলানোর ঝুঁকি নিচ্ছে না টাইটান্সরা। আমেদাবাদে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগান তারকা রশিদ খান। তিনি জানান, টাইটান্সের একাদশে হার্দিকের বদলে এসেছেন বিজয় শঙ্কর।

গুজরাট টাইটান্সের একাদশ – শুভমন গিল, ঋদ্ধিমান সাহা, সাই সুদর্শন, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, অভিনব মনোহর, রশিদ খান (অধিনায়ক), আলজারি জোসেফ, যশ দয়াল, মহম্মদ সামি

সাবস্টিটিউট: জস লিটল, জয়ন্ত যাদব, শ্রীকর ভরত, মোহিত শর্মা, ম্যাথু ওয়েড।

আরসিবিকে ঘরের মাঠে ৮১ রানে হারানোর পর আমেদাবাদে গত বারের আইপিএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামল কিং খানের দল। পিচ দেখে নাইট নেতা রানা জানান, টস জিতলে তিনিও ব্যাটিংই বাছতেন। ইডেনে যে একাদশ নিয়ে খেলেছিল কেকেআর, সেই টিমে দু’টো পরিবর্তন হয়েছে। চোট সারিয়ে টিম সাউদির পরিবর্তে একাদশে ফিরেছেন লকি ফার্গুসন। মনদীপ সিংয়ের পরিবর্তে নাইটদের একাদশে এসেছেন এন জগদীশন। ইডেনে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা সূয়াশ শর্মা সরাসরি নাইটদের একাদশে জায়গা করে নিয়েছেন।

কলকাতা নাইট রাইডার্সের একাদশ – রহমানুল্লা গুরবাজ, নীতীশ রানা, এন জগদীশন, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, লকি ফার্গুসন, উমেশ যাদব, সূয়াশ শর্মা এবং বরুণ চক্রবর্তী।

সাবস্টিটিউট: মনদীপ সিং, অনুকূল রয়, বৈভব অরোরা, ভেঙ্কটেশ আইয়ার, ডেভিড উইজে।