Hardik Pandya: ৬,৬,৬,৪,৬… মুস্তাকে হার্দিক পান্ডিয়ার ধামাকা, ফের ফসকালেন ছয় ছক্কা
Syed Mushtaq Ali Trophy: চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে গুজরাট, উত্তরাখণ্ড, তামিলনাড়ুর পর ত্রিপুরার বিরুদ্ধেও জিতল ক্রুণাল পান্ডিয়ার দল। হার্দিক এই টুর্নামেন্টে পরপর দুই ম্যাচে অল্পের জন্য এক ওভারে ছয় ছক্কার নজির হাতছাড়া করলেন।
কলকাতা: হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) যেন থামানোই যাচ্ছে না। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) বিধ্বংসী মেজাজে রয়েছেন ভারতীয় অলরাউন্ডার। টুর্নামেন্টে বরোদাও বিজয়রথে চেপে ছুটছে। গুজরাট, উত্তরাখণ্ড, তামিলনাড়ুর পর ত্রিপুরার বিরুদ্ধেও জিতল ক্রুণাল পান্ডিয়ার দল। হার্দিক এই টুর্নামেন্টে পরপর দুই ম্যাচে অল্পের জন্য এক ওভারে ছয় ছক্কার নজির হাতছাড়া করলেন।
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে টস জিতে ত্রিপুরাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বরোদা। প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ১০৯ রান তোলে ত্রিপুরা। বরোদার অধিনায়ক ক্রুণাল পান্ডিয়ান নেন ২ উইকেট। আকাশ সিং তোলেন ৩টি উইকেট। আর ১টি করে উইকেট মহেশ পিথিয়া ও লুকমান মেরিওয়ালার। মাত্র ১১০ টার্গেট ছিল বরোদার। ৫২ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় তুলে নেয় ক্রুণালের টিম।
এরপর ১১০ রানের টার্গেট তাড়া করতে নেমে ওপেনার মিতেশ প্যাটেল ৩৭ রানে অপরাজিত থাকেন। ১৭ করেন আর এক ওপেনার নিনাদ রাথবা। তিনে নেমে শিবালিক শর্মা করেন মাত্র ৬ রান। এরপর হার্দিক পান্ডিয়া ধামাকা দেখান ২৩ বলে ৪৭ রান করেন তিনি। যার মধ্যে এক ওভারে তোলেন ২৮ রান। পারভেজ সুলতানের দেওয়া সেই ওভারে ৪টি ছয় ও ১টি চার মারেন হার্দিক। তাঁর একের পর ছক্কা মাঠের বাইরে পড়তেই দর্শকরা আনন্দে লাফাতে থাকেন। একই ছবি দেখা যায় বরোদার ডাগআউটে।
Hardik Pandya was on fire again 🔥🔥
The Baroda all-rounder went berserk smashing 6⃣,6⃣,6⃣,4⃣,6⃣ in an over on his way to a whirlwind 47(23) against Tripura 🙌🙌#SMAT | @IDFCFIRSTBank
Scorecard ▶️ https://t.co/1WPFeVRTum pic.twitter.com/xhgWG63y9g
— BCCI Domestic (@BCCIdomestic) November 29, 2024
উল্লেখ্য, চলতি সৈয়দ মুস্তাক আলিতে হার্দিকের চার ম্যাচে সংগ্রহ যথাক্রমে – ৭৪*, ৪১*, ৬৯, ৪৭। এর মধ্যে গুজরাট ও উত্তরাখণ্ডের বিরুদ্ধে ম্যাচে ১টি করে উইকেট নেন হার্দিক। আর বরোদা টানা চারটে ম্যাচ জিতে গ্রুপ-বি এর শীর্ষে। ৪ ম্যাচে ক্রুণালদের সংগ্রহ ১৬ পয়েন্ট।