IPL 2021: বিশ্বকাপের দলে ডাক না পাওয়ায় আফশোস নেই হর্ষলের
ক্রিকেট কেরিয়ারে এটাই প্রথম হ্যাটট্রিক হর্ষল প্যাটেলের। স্কুলজীবনেও কখনও পরপর ৩ উইকেট পাননি তিনি। আইপিএলে এই নিয়ে ৬ বার হ্যাটট্রিকের কাছাকাছি পৌঁছন হর্ষল। এই প্রথমবার তিনি সফল হলেন।
দুবাই: এ বারের আইপিএল (IPL) মরসুমটা দুর্দান্ত যাচ্ছে হর্ষল প্যাটেলের (Harshal Patel)। এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। বেগুনী টুপির মালিক এ বার আইপিএলে হ্যাটট্রিক করে ফেললেন। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে হ্যাটট্রিক করে নয়া মাইলস্টোন হর্ষল প্যাটেলের। এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে ২৩ উইকেট। টুর্নামেন্ট শেষে কোথায় গিয়ে থামবেন কেউ জানে না।
হরিয়ানার (Haryana) পেসার আইপিএলে তাক লাগিয়ে দিলেও বিশ্বকাপের দলে ডাক পাননি। ১৫ জনের স্কোয়াড তো নয়ই, এমনকি স্ট্যান্ড বাইতেও ঠাঁই হয়নি তাঁর। এতে অবশ্য কোনও আক্ষেপ নেই বিরাটের দলের পেসারের। অনামী হর্ষল এখন আইপিএলের তারকা। মুম্বইকে দুরমুশ করার পর তিনি বলেন, ‘বিশ্বকাপের দলে ঠাঁই না হওয়ায় কোনও আফশোস নেই। আমি আমার সেরাটা দিয়ে যাচ্ছি। দল নির্বাচন আমার হাতে নেই। তা এটা নিয়ে ভানি না।’
এর সঙ্গে যোগ করে হর্ষল বলেন, ‘আমার জীবনে একটাই লক্ষ্য। যে দলের হয়েই খেলি, সেটা হরিয়ানার হয়ে হোক কিংবা আইপিএল- আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। কখনও জাতীয় দলে সুযোগ পেলে তখনও আমার সেরাটা দেব। বল এবং ব্যাট উভয়ক্ষেত্রেই নিজের ছাপ রাখব। যতদিন ক্রিকেট খেলব, এটাই আমার মূল লক্ষ্য।’
ক্রিকেট কেরিয়ারে এটাই প্রথম হ্যাটট্রিক হর্ষল প্যাটেলের। স্কুলজীবনেও কখনও পরপর ৩ উইকেট পাননি তিনি। আইপিএলে এই নিয়ে ৬ বার হ্যাটট্রিকের কাছাকাছি পৌঁছন হর্ষল। এই প্রথমবার তিনি সফল হলেন।
This is the first hat-trick of my life – Harshal Patel@yuzi_chahal takes up mic duties as he interviews #RCB‘s hat-trick hero @HarshalPatel23 who takes us through that incredible over – by @NishadPaiVaidya
VIDEO ?https://t.co/TFRn07Ghmy #VIVOIPL pic.twitter.com/yvPETVNT8r
— IndianPremierLeague (@IPL) September 27, 2021
৩০ বছরের এই পেসার প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬৪টা ম্যাচ খেলেছেন। পোলার্ডকে ইয়র্কার ডেলিভারিতে আউট করেছেন। ম্যাচের আগে আরসিবির টিম মিটিংয়েই সেই ছক কষে রাখে টিম ম্যানেজমেন্ট। এ বারের আইপিএলে বেগুনী টুপি এখনও হাতছাড়া করেননি। আর এই পারফরম্যান্স ধরে রাখার ব্যাপারেও আত্মবিশ্বাসী হর্ষল। ম্যাচে হার্দিক পান্ডিয়া, কায়েরন পোলার্ড আর রাহুল চাহারকে আউট করে হ্যাটট্রিক সম্পন্ন করেন হর্ষল প্যাটেল।