T20 World Cup: ধোনিদের হোটেলে থাকবেন শাস্ত্রীরা
আইপিএল (IPL) চলাকালীন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হোটেলে পৌঁছে যাবেন রবি শাস্ত্রী, ভরত অরুণরা। দুবাইয়ের যে হোটেলে রয়েছেন ধোনি, জাডেজারা সেখানে গিয়েই উঠবে ভারতীয় দলের সাপোর্ট স্টাফ (Support Staff)। ২ অক্টোবর দুবাইয়ের হোটেলে যোগ দেওয়ার কথা।
দুবাই: ধোনিদের (MS Dhoni) হোটেলে থাকবেন শাস্ত্রীরা (Ravi Shastri)। আইপিএল (IPL) শেষ হওয়ার ২ দিন পরই শুরু টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। মরুশহরেই বসছে টি-২০ বিশ্বকাপের আসর। আয়োজক ভারত। টিম ইন্ডিয়ার বিশ্বকাপ অভিযান অবশ্য ২৪ অক্টোবর। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন কোহলিরা। আইপিএলের শিবির থেকেই জাতীয় দলে যোগ দেবেন ক্রিকেটাররা।
তার আগে আইপিএল (IPL) চলাকালীন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হোটেলে পৌঁছে যাবেন রবি শাস্ত্রী, ভরত অরুণরা। দুবাইয়ের যে হোটেলে রয়েছেন ধোনি, জাডেজারা সেখানে গিয়েই উঠবে ভারতীয় দলের সাপোর্ট স্টাফ (Support Staff)। ২ অক্টোবর দুবাইয়ের হোটেলে যোগ দেওয়ার কথা। সেখানে পৌঁছে ৬ দিনের কোয়ারান্টিনে থাকতে হবে। তবে ক্রিকেটারদের আলাদা করে কোয়ারান্টিনে থাকার প্রয়োজন নেই। কারণ একটা জৈব সুরক্ষা বলয় থেকেই আরেকটা বলয়ে যাবেন কোহলি-রোহিতরা।
দুবাইয়ের এক সাত তারা হোটেলে আছে চেন্নাই সুপার কিংস। বিশ্বকাপের জন্য ওই হোটেলকেই বেছেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল শেষের পর আর হোটেল পাল্টাতে হবে না জাডেজা, ধোনিদের। টিম ইন্ডিয়ার মেন্টর হিসেবে বিশ্বকাপের দলে যোগ দেবেন মহেন্দ্র সিং ধোনি। ১৭ অক্টোবর থেকে শুরু টি-২০ বিশ্বকাপের কোয়ালিফায়ার। ওমান-পাপুয়া নিউ গিনির মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। অপর ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-স্কটল্যান্ড। কোয়ালিফাইং রাউন্ড শেষের পর ২৩ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুয়েলভ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। অপর ম্যাচে দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ইংল্যান্ড।
আরও পড়ুন: IPL 2021: কেকেআরের প্লে অফের পথে বাধা কারা?