Harshit Rana: গম্ভীরের ‘প্রিয়’ ছাত্র বলেই অ্যাডভান্টেজ পেলেন রানা! সমালোচনায় মুখর দেশ-বিদেশের প্রাক্তনীরা
IND vs ENG: এক ম্যাচ বাকি থাকতেই দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরে ফেলেছে সূর্যকুমার যাদবের ভারত। সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে ভারত ১৫ রানে জিতেছে। এই ম্যাচে কনকাশন পরিবর্ত হিসেবে খেলেন হর্ষিত রানা। সেই তিনিই খবরের শিরোনামে।

কলকাতা: দেশের জার্সিতে টি-২০ ফর্ম্যাটে অভিষেকে অনবদ্য হর্ষিত রানা (Harshit Rana)। ইংল্যান্ডের বিরুদ্ধে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চতুর্থ টি-২০ ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া (Team India)। সেই ম্যাচে নাটকীয় ভাবে ডেবিউ হয়েছে কেকেআরের সুপারস্টার হর্ষিত রানার। আর নীল জার্সি গায়ে চাপানোর সুযোগ পেতেই বল হাতে জ্বলে ওঠেন তরুণ পেসার হর্ষিত রানা। ভারতের ইনিংস চলাকালীন একটি বাউন্সার শিবম দুবের হেলমেটে লাগে। এরপর কনকাশন পরিবর্ত হিসেবে হর্ষিতকে নামায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তিনি ডেবিউ টি-২০ ম্যাচে ৩টি উইকেট তুলে নেন। তাঁর পারফরম্যান্স নিয়ে কথা বলার সুযোগ দেননি তিনি। কিন্তু শিবমের সঠিক পরিবর্ত কী ভাবে হর্ষিত রানা হলেন? এই নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন একাধিক দেশের প্রাক্তন ক্রিকেটাররা।
ইংল্যান্ডের বর্তমান টি-২০ ক্যাপ্টেন জস বাটলার এই হর্ষিতের কনকাশন পরিবর্তর বিষয়টি মোটেও ভালোভাবে নেননি। ম্যাচের শেষে তিনি বলেন, ‘এটা মোটেও লাইক-টু-লাইক পরিবর্ত হয়নি। আমরা এটা মেনে নিতে পারিনি।’ বাটলারের পাশাপাশি দেশ-বিদেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার তা মানতে পারছেন না। এই পরিস্থিতিতে ভারতেপ প্রাক্তন ক্রিকেটার, বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া নিজের সোশ্যাল মিডিয়া সাইট এক্সে লেখেন, ‘হর্ষিত যদি সত্যিই বোলিং করে, যেটা ওর কাজ, তা হলে এটা লাইক-ফর-লাইক পরিবর্ত হল না। দুবের সঠিক কনকাশন রিপ্লেসমেন্ট হতে পারত রমনদীপ।’
ইংল্যান্ডের প্রাক্তন কিংবদন্তি মাইকেল ভন প্রশ্ন তুলে দিয়েছেন যে দুবে যেহেতু পার্ট টাইম বোলার, তাঁর পরিবর্তে পুরোদস্তুর বোলার রানা কী ভাবে ফিট হলেন? তিনি বলেন, ‘যে পার্ট টাইম বোলার, তাঁর পরিবর্ত কী ভাবে একজন পূর্ণ সময়ের বোলার হতে পারেন।’
ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী মজার ছলে বলেন, ‘দুই ক্রিকেটারের আকার ও উচ্চতা প্রায় একই।’ রবি শাস্ত্রীর পাশাপাশি ধারাভাষ্যকার হর্ষ ভোগলে অন এয়ার বলেন, ‘হর্ষিত রানা আসায় ভারত দারুণ অ্যাডভান্টেজ পেল।’ ভারত-ইংল্যান্ড চতুর্থ টি-২০ ম্যাচের শেষে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন বলেন, ‘ওর পারফরম্যান্স অসাধারণ। ওর এই পারফরম্যান্সের সুবাদে পঞ্চম টি-২০ ম্যাচ খেলার দাবিদার হয়ে উঠল। ও দুরন্ত খেলেছে। ব্যাটারদের বেশ চাপে ফেলেছে ও।’





