Asia Cup 2023 : কলম্বোয় বন্যা পরিস্থিতি, সরল ফাইনাল-সহ সুপার ফোর পর্বের ম্যাচ

কলম্বো এবং পাল্লেকেলে অবিরাম বৃষ্টি। আগামী কয়েকদিনে ভারী বৃষ্টি পূর্বাভাস। যে কারণে ওই দুটি ভেনু থেকে এশিয়া কাপের ম্যাচ সরাতে বাধ্য হল এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

Asia Cup 2023 : কলম্বোয় বন্যা পরিস্থিতি, সরল ফাইনাল-সহ সুপার ফোর পর্বের ম্যাচ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2023 | 12:48 PM

কলকাতা : বৃষ্টির বাড়াবাড়িতে সরল এশিয়া কাপের (Asia Cup 2023) ম্যাচ। শ্রীলঙ্কার কলম্বো এবং পাল্লেকেলে-কে ২০২৩ এশিয়া কাপের ভেনু বাছা হয়েছিল। দুটি জায়গাতেই বৃষ্টির দাপট। রাস্তাঘাট জলে থইথই। শ্রীলঙ্কায় এশিয়া কাপের গ্রুপ পর্বের সবকটি ম্যাচ বৃষ্টিতে বিঘ্নিত হয়েছে। শ্রীলঙ্কাকে ভেনু বাছা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জয় শাহরা। তবে গুরুত্বপূর্ণ সুপার ফোর স্টেজের ম্যাচগুলি বৃষ্টি বিঘ্নিত হলে মুখ পুড়বে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC)। তাই ফাইনাল-সহ সুপার ফোর স্টেজের ম্যাচগুলি কলম্বো থেকে সরল হামবানটোটায়। সম্প্রতি পাকিস্তান বনাম আফগানিস্তান তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলা হয়েছে হামবানটোটায়। ফাইনাল-সহ এশিয়া কাপের পরবর্তী রাউন্ড সেখানেই আয়োজিত হবে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

রবিবার, ৯ সেপ্টেম্বর থেকে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কায় সুপার ফোর স্টেজের ম্যাচগুলি হওয়ার কথা। এরপর ১০ সেপ্টেম্বর ওই ভেনুতেই রয়েছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। গত সপ্তাহের শেষ থেকে সোমবার পর্যন্ত কলম্বোতে ব্যাপক বৃষ্টি হয়েছে। এশিয়া কাপকে বৃষ্টি বিঘ্নিত হওয়ার থেকে বাঁচাতে ম্যাচগুলি কলম্বো থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে এসিসি। সোমবারের ভারত বনাম নেপাল ম্যাচটিতে বৃষ্টির জন্য ওভার কমিয়ে আনা হয়। ম্যাচটি ১০ উইকেটে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।

গত রবিবারই কলম্বো থেকে ম্যাচ অন্যত্র সরানোর বিষয়ে আলোচনা হয়েছে। সুপার ফোরের পরবর্তী ম্যাচগুলি ডাম্বুলার রংগিরি স্টেডিয়ামে সরানোর কথা ছিল। তবে বর্তমানে স্টেডিয়ামটিতে কাজ চলছে। এরপর গ্রুপ পর্বের পর সুপার ফোরের ম্যাচগুলিও পাল্লেকেলেতে সরিয়ে আনার কথা ভাবা হয়েছিল। তবে সেখানেও বৃষ্টির দাপট। সেদিক থেকে হামবানটোটা অনেক সেফ। সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কার বাকি জায়গাগুলিতে যে পরিমাণ বৃষ্টির দাপট তা হামবানটোটায় নেই। তাই শেষমেশ ওই ভেনুটিই বেছে নিল এসিসি। যেখানে আফগানিস্তানকে ওডিআই সিরিজে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পাকিস্তান।