Sania Mirza, RCB: ‘ক্রিকেটের কিচ্ছু জানি না’, অকপট সানিয়া; তাহলে শেখাচ্ছেন কী?
টেনিস থেকে সোজা ক্রিকেটে। মেয়েদের প্রিমিয়র লিগের জন্য সানিয়া মির্জাকে মেন্টর হিসেবে নিযুক্ত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

মুম্বই: টেনিস থেকে সোজা ক্রিকেটে। মেয়েদের প্রিমিয়র লিগের (WPL 2023) জন্য সানিয়া মির্জাকে মেন্টর হিসেবে নিযুক্ত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ভারতীয় টেনিস জগতে সানিয়ার অবদান অনস্বীকার্য। কিন্তু ক্রিকেট! টেনিসই যাঁর ধ্যানজ্ঞান, ৩০ বছর ধরে টেনিস ছাড়া অন্য কোনও খেলায় সানিয়ার আগ্রহ দেখা যায়নি। দু একটা ক্রিকেটার বন্ধু, আত্মীয় এবং ক্রিকেটার স্বামী ছাড়া সানিয়ার (Sania Mirza) সঙ্গে ব্যাট-বলের সম্পর্ক নেই বললেই চলে। এমন একজনকে আরসিবির (RCB) মেন্টর হিসেবে নিযুক্ত করায় অবাক হয়েছিলেন অনেকেই। আরসিবির ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় সানিয়া বলেই দিলেন, “ক্রিকেট নিয়ে কিচ্ছু জানি না।” না জানলে মেয়েদের শেখাবেন কী? উৎসুক জনতার এই প্রশ্নেরও জবাব দিয়েছেন টেনিস সুন্দরী। কী বললেন তিনি? তুলে ধরল TV9 Bangla।
শনিবার থেকে শুরু হয়েছে মেয়েদের প্রিমিয়র লিগ। রবিবার মাঠে নামছে স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার আগে রয়্যালদের সদস্যদের সঙ্গে পরিচয় পর্ব সেরে নেন সানিয়া। এরপর দলের মেয়েদের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন। তিনি প্রথমেই ক্রিকেটারদের স্পষ্ট বলে দেন যে ক্রিকেট সম্পর্ক তিনি কিছু জানেন না। তাই টেকনিক্যাল দিক থেকে কোনও সাহায্য করতে পারবেন না। এরপর আরসিবিতে নিজের কাজ সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে সানিয়া বলেন, “সবাই ভাবছে ক্রিকেট সম্পর্কে কিছু না জানলে এখানে আমার কী কাজ। তাহলে মেয়েদের সঙ্গে কী নিয়ে কথা বলব? সদ্য অবসর নিয়েছি। আমার পরবর্তী লক্ষ্য হল দেশের মহিলা খেলোয়াড়দের সাহায্য করা। সেটা যে কোনও খেলা হতে পারে। কেউ যদি ভাবেন আমার সঙ্গে কথা বলার প্রয়োজন রয়েছে, আমি তাঁদের জন্য সবসময় রয়েছি। ফোনে আমাকে সবসময় পাওয়া যাবে। আমরা বসে আলোচনা করতে পারি। এই নতুন দায়িত্ব পেয়ে আমি ভীষণ উত্তেজিত।”
প্রাথমিকভাবে একটি ক্রিকেট দলের মেন্টর হিসেবে কী করবেন তা ভেবে উঠতে না পারলেও ধীরে ধীরে নিজের কাজ বুঝে নিয়েছেন সানিয়া। টেনিস ও ক্রিকেটের মধ্যে পার্থক্য বিস্তর। ক্রিকেটের মতো টেনিস দলগত খেলা নয়। সানিয়া বলেছেন, “আমি এতদিন ব্যক্তিনির্ভর খেলার সঙ্গে যুক্ত ছিলাম। সেখানে ফটোশুট থেকে মিডিয়াকে সামলানোর মতো বিষয়গুলি একার হাতে সামলেছি। ভাবলাম, এই বিষয়টি আমি তোমাদের সাহায্য করতে পারি। খেলায় চাপ থাকা স্বাভাবিক। সেটাকে সামলে নেওয়ার পদ্ধতি শিখতে হবে। আশেপাশের বিভিন্ন বিষয় থেকে (বিতর্ক, সমালোচনা) নিজেকে সরিয়ে শুধুমাত্র কাজের মনোনিবেশ কীভাবে করতে হয় তা শেখার প্রয়োজন রয়েছে। ভারতের মিডিয়াকে সামলানো খুব কঠিন।”





