CRICKET: আগস্টের সেরা ক্রিকেটার কে, আইসিসির তালিকায় ভারতের এক

প্রতিমাসের সেরা তিন ক্রিকেটারের নাম মনোনীত করে। যেখান থেকে ক্রিকেট ফ্যানেদের ভোটের বিচারে বেছে নেওয়া হয় মাসের সেরা ক্রিকেটারকে

CRICKET: আগস্টের সেরা ক্রিকেটার কে, আইসিসির তালিকায় ভারতের এক
আইসিসির মনোনীত সেরা ৩ ক্রিকেটার- জো রুট, শাহিদ আফ্রিদি ও জসপ্রীত বুমরাহ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2021 | 9:10 PM

দুবাইঃ সামনে টি২০ বিশ্বকাপ। তার আগে ক্রিকেটারদের ছন্দ ধরে রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। টি২০ হোক বা একদিনের কিংবা টেস্ট-যেকোনও ফরম্যাটেই নিজেদের ফর্ম ধরে রাখতে মরিয়া। বিশ্বকাপের আগে কেউ নিজেদের আত্মবিশ্বাস হারাতে চায়না। অগাস্ট মাসে নিজেদের ফর্ম ধরে রেখে কারা নজর কেড়েছেন বিশ্বক্রিকেটে? সেই তালিকা এবার প্রকাশ করল আইসিসি।

প্রতিমাসের সেরা তিন ক্রিকেটারের নাম মনোনীত করে। যেখান থেকে ক্রিকেট ফ্যানেদের ভোটের বিচারে বেছে নেওয়া হয় মাসের সেরা ক্রিকেটারকে। এবার যে ৩ জন ক্রিকেটারের নাম মনোনীত করা হয়েছে তাঁরা হলেন- এক নম্বরে জো রুট, দুই নম্বরে শাহিন আফ্রিদি ও তিন  নম্বরে জসপ্রীত বুমরাহ। আগস্ট মাসে পারফরম্যান্সের বিচারে এই তিন ক্রিকেটারেরই নাম ভোটিংয়ের জন্য মনোনীত করেছেন। আপনিও ওয়েবসাইটে গিয়েছে  আপনার প্রিয় ক্রিকেটারকে ভোট দিয়ে আসতে পারবেন এখনই। তবে কিসের নিরিখে বাছাই হল সেরা ৩ ক্রিকেটারকে?

যেমন গত আগস্ট মাসের পারফরম্যান্স দেখুন।  যেমন জো রুট। আগস্ট মাসে ভারতের বিরুদ্ধে ৩টি টেস্টেই সেঞ্চুরি করেছেন রুট। ব্যাট হাতে রুটের ধারেকাছে নেই কোনও ব্যাটসম্যান। শুধু তাই নয়, বল হাতেও ইংল্যান্ডকে বেশ কয়েকবার ব্রেক থ্রু দিয়েছেন রুট।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে বল হাতে নজর কেড়েছিলেন শাহিদ আফ্রিদি। ২ টেস্টে ১৮টি উইকেট পেয়েছিলেন শাহিন। যার মধ্যে দ্বিতীয় টেস্টে ১০ উইকেট। দ্বিতীয় টেস্টে শাহিনের ১০ উইকেটের সৌজন্যে সিরিজে সমতায় ফেরে পাকিস্তানও। ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস ও মহম্মদ জাহিদের পর শাহিন হলেন চতুর্থ পাক বোলার যিনি টেস্টে ১০ উইকেট পেয়েছেন।

আর ভারতের জসপ্রীত বুমরাহ-র আগস্টের পারফরম্যান্সও ছিল যথেষ্ট চমকপ্রদ। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই নিয়েছিলেন ৯ উইকেট। শুধু কি বল হাতে, ব্যাট হাতেও লর্ডস টেস্টে সামির সঙ্গে জুটি বেঁধে লড়াই তো ভারতীয় ক্রিকেটের ইতিহাস তৈরি করেছে।  ব্যাটে-বলে বুমরাহর দুরন্ত পারফরম্যান্সের জন্য আগস্ট মাসের মনোনীত সেরা ৩ ক্রিকেটারে জায়গা করে নিলেন বুমরাহ।

যদি আপনারা বুমরাহকে ভোট দিতে চান, তবে আপনাদের হাতে সময় রয়েছে আগামি শনিবার পর্যন্ত। পরের সোমবার প্রকাশিত হবে ফল। বুমরাহ কি রুট-আফ্রিদিদের টপকে ১ নম্বরে জায়গা পাবেন। যা অনেকটাই নির্ভর করছে আপনাদের উপরেই।