Ishan Kishan: আমেদাবাদে টেস্ট অভিষেক ঈশানের! সিরাজের জায়গায় হয়তো সামি
Border-Gavaskar Trophy : দিল্লি টেস্টে একটা ক্য়ামিও ইনিংস বাদ দিলে, ব্য়াটিংয়ে নির্ভরতা দিতে পারেননি ভরত। ফলে শেষ টেস্টে ঈশান কিষাণের টেস্ট অভিষেক হতে পারে। মিডল অর্ডার আরও একজন বাঁ হাতি ব্য়াটার এবং বিধ্বংসী অ্যাপ্রোচে ব্য়াটিং করতে পারবেন, এমনটাই প্রয়োজন।
আমেদাবাদ: বর্ডার-গাভাসকর ট্রফিতে এখনও ২-১ এগিয়ে ভারত। তবে স্বস্তিতে নয়। নাগপুর ও দিল্লি টেস্ট জিতে অ্যাডভান্টেজে ছিল ভারতীয় দল। ইন্দোরে জিতলেই বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হয়ে যেত। অস্ট্রেলিয়া জিতে ফাইনাল নিশ্চিত করেছে। টানা দ্বিতীয়বার টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে যেতে ভারতকে আমেদাবাদে শেষ টেস্টে জিততেই হবে। ম্য়াচ শুরু হবে ৯ তারিখ থেকে। দু-দল ইতিমধ্যেই আমেদাবাদে পৌঁছে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভারত শেষ ম্য়াচ ড্র করলে কিংবা হারলে ফাইনালের অঙ্ক খুবই জটিল হবে। তাকিয়ে থাকতে হবে নিউজিল্য়ান্ড বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজের দিকে। আমেদাবাদ টেস্টে জিততে মরিয়া ভারতীয় শিবির। একাদশে পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা। বিস্তারিত TV9 Bangla-য়।
ইন্দোর টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল মহম্মদ সামিকে। তাঁর পরিবর্তে উমেশ যাদবকে খেলানো হয়। অনবদ্য় পারফর্ম করেন উমেশ। আমেদাবাদেও তাঁকেই খেলানোর সম্ভাবনা। তবে মহম্মদ সিরাজের জায়গায় ফেরানো হতে পারে মহম্মদ সামিকে। গত এক বছর ধরেই তিন ফরম্য়াটে খেলছেন মহম্মদ সিরাজ। টেস্ট সিরিজের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের ওডিআই সিরিজও রয়েছে। ফলে গত ম্য়াচে যেমন সামিকে বিশ্রাম দেওয়া হয়েছিল, এই ম্যাচে সামিকে দেওয়া হতে পারে। প্রথম দুই টেস্টে খেলেছিলেন মহম্মদ সামি। স্পিন সহায়ক পিচে সাত উইকেট নিয়েছেন সামি। আমেদাবাদে সামির মতো অভিজ্ঞ পেসারকে দরকার। এই ম্যাচ ভারতের কাছে টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালের দারুণ সুযোগ। অঙ্ক জটিল করার চেয়ে এই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করা শ্রেয়। সে কারণেই সামিকে অগ্রাধিকার দেওয়া হতে পারে।
আমেদাবাদের একাদশে আরও একটি পরিবর্তন দেখা যেতে পারে। শ্রীকার ভরতের জায়গায় ঈশান কিষাণ। দীর্ঘ সময় ধরেই টেস্ট স্কোয়াডে ছিলেন ভরত। অবশেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে টেস্ট অভিষেক হয়েছে ভরতের। তাঁর কিপিং নিয়ে প্রশ্ন তোলার তেমন জায়গা নেই। তবে ভারতের টপ অর্ডার ছন্দে না থাকায় ভরসা মিডল অর্ডারই। দিল্লি টেস্টে একটা ক্য়ামিও ইনিংস বাদ দিলে, ব্য়াটিংয়ে নির্ভরতা দিতে পারেননি ভরত। ফলে শেষ টেস্টে ঈশান কিষাণের টেস্ট অভিষেক হতে পারে। মিডল অর্ডার আরও একজন বাঁ হাতি ব্য়াটার এবং বিধ্বংসী অ্যাপ্রোচে ব্য়াটিং করতে পারবেন, এমনটাই প্রয়োজন। ঋষভ পন্থের অনুপস্থিতিতে বাঁ হাতি ঈশান কিষাণের ব্য়াটিং ভরসা দিতে পারে ভারতীয় শিবিরকে। শেষ অবধি একাদশে পরিবর্তন হয় কী না, তার জন্য় অপেক্ষা ৯ তারিখের। প্রথম দিনের অনুশীলনে দীর্ঘ সময় নেটে কাটিয়েছেন ঈশান। সেটাও হয়তো পরিবর্তনের ইঙ্গিত।