Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs NZ: রায়পুরে বোলারদের দাপট, এক ম্যাচ হাতে রেখেই ওডিআই সিরিজ ভারতের

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরে ফেলল রোহিত শর্মার ভারত।

IND vs NZ: রায়পুরে বোলারদের দাপট, এক ম্যাচ হাতে রেখেই ওডিআই সিরিজ ভারতের
IND vs NZ: এক ম্যাচ হাতে রেখেই রায়পুরে সিরিজ জয় ভারতের
Follow Us:
| Edited By: | Updated on: Jan 21, 2023 | 7:14 PM

রায়পুর: দেশের মাটিতে চলতি বছর বসবে ওডিআই বিশ্বকাপের (ICC Men’s Cricket World Cup 2023) আসর। তার আগে নতুন বছরের শুরুতে পর পর দুটো ওডিআই সিরিজে ভারতের (India) জয় রোহিত শর্মাদের নিশ্চিত আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। শ্রীলঙ্কার মতোই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল মেন ইন ব্লু। ১০৯ রানের টার্গেট ছিল ভারতের সামনে। এই রান তুলতে গিয়ে ২টি উইকেট হারায় ভারত। ২০.১ ওভারে ১১১ রান তুলে সিরিজ জিতে নিল মেন ইন ব্লু। এই নিয়ে নতুন বছরে টানা তৃতীয় সিরিজ জয় ভারতের। ম্যাচ রিপোর্ট পড়ুন TV9Bangla-র এই প্রতিবেদনে।

রায়পুরে কিউয়িদের এত সহজে হারানোর কৃতিত্ব টিম ইন্ডিয়ার বোলারদেরই। সবুজ পিচে শুরু থেকেই সুইংয়ের দাপট দেখিয়েছিলেন মেন ইন ব্লুর পেসাররা। কোনও কিউয়ি ক্রিকেটার হাফসেঞ্চুরিও করতে পারেননি। টসে জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়ে পুরো পরিকল্পনা মাফিক কাজ করেন ভারতের বোলাররা। মহম্মদ সামি-মহম্মদ সিরাজ-ওয়াশিংটন সুন্দররা বল হাতে দাপট দেখানোর ফলে নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করতেই পারেননি গ্লেন ফিলিপসরা।

নিউজিল্যান্ড ১০৮ (৩৪.৩ ওভার)

ভারত ১১১-২  (২০.১ ওভার)

৮ উইকেটে জয়ী ভারত

১০৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতের ওপেনিং জুটিতে তোলে ৮৬ বলে ৭২ রান। ছন্দে ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ওডিআই কেরিয়ারের ৪৮তম হাফসেঞ্চুরিও পূর্ণ করে ফেলেন হিটম্যান। লক্ষ্যমাত্রা যেহেতু ১০৯ ছিল, তাই রোহিত-শুভমন জুটিই ম্যাচ শেষ করে আসতে পারতেন। কিন্তু হাফসেঞ্চুরি করার পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি রোহিত। ৫০ বলে ৫১ রান করার পথে রোহিতের ব্যাট থেকে এসেছে ৭টি চার ও ২টি ছয়। তিনি ফিরলে তিন নম্বরে নামেন বিরাট কোহলি। রায়পুরেও বিরাটের ব্যাট জ্বলেনি। ৯ বলে ১১ রান করে মাঠ ছাড়েন বিরাট। তৃতীয় উইকেটে ঈশান কিষাণের সঙ্গে শেষ অবধি থেকে ম্যাচ ও সিরিজ জিতিয়ে যান গিল। কিউয়িদের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি করা শুভমন গিল আজ ৪০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৮ রানে অপরাজিত থাকেন ঈশান কিষাণ।

নতুন বছরে পর পর দু’টো ওডিআই সিরিজে শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডকেও হারিয়ে দিল ভারত। পাকিস্তানের ঘরের মাঠে তাদের ২-১ ব্যবধানে হারিয়ে ওডিআই সিরিজ জিতে ভারতে এসেছে কিউয়িরা। কিন্তু পর পর দুটো ম্যাচে হেরে গেলেন টম ল্যাথামরা। ইন্দোরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এ বার দেখার শ্রীলঙ্কার মতো কিউয়িদেরও টিম ইন্ডিয়া হোয়াইটওয়াশ করতে পারে কিনা।

সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ১০৮ (গ্লেন ফিলিপস ৩৬, মিচেল স্যান্টনার ২৭; মহম্মদ সামি ৩-১৮, ওয়াশিংটন সুন্দর ৩-৭)

ভারত ১১১-২ (রোহিত শর্মা ৫১, শুভমন গিল ৪০*; মিচেল স্যান্টনার ১-২৮, হেনরি শিপলে ১-২৯)