ICC Test Rankings: রোহিতের নেতৃত্বে ইতিহাস, তিন ফরম্যাটেই এক নম্বর দল ভারত

নাগপুরে সিরিজের প্রথম টেস্টে প্যাট কামিন্সের অস্ট্রলিয়াকে দুরমুশ করে ইনিংসে জিতেছে ভারত। তারপরই অজিদের সিংহাসনচ্যুত করে টেস্ট ব়্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) পয়লা নম্বর স্থানে উঠে এল টিম ইন্ডিয়া।

ICC Test Rankings: রোহিতের নেতৃত্বে ইতিহাস, তিন ফরম্যাটেই এক নম্বর দল ভারত
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2023 | 3:43 PM

দুবাই: রোহিত শর্মার নেতৃত্বে ইতিহাস গড়ল ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team)। এই প্রথম টি-২০, ওডিআই ও টেস্ট তিন ফরম্যাটেই ব়্যাঙ্কিংয়ের মগডালে টিম ইন্ডিয়া। ভারতের মাটিতে চলছে বর্ডার গাভাসকর ট্রফি। নাগপুরে সিরিজের প্রথম টেস্টে প্যাট কামিন্সের অস্ট্রলিয়াকে দুরমুশ করে ইনিংসে জিতেছে ভারত। তারপরই অজিদের সিংহাসনচ্যুত করে টেস্ট ব়্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) পয়লা নম্বর স্থানে উঠে এল টিম ইন্ডিয়া। এর আগে কখনও একসঙ্গে তিন ফরম্যাটে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছয়নি ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বকালে সেই রেকর্ডও গড়া হয়ে গেল। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে লাল বলের ফরম্যাটে মগডালে টিম ইন্ডিয়া (BCCI)। এছাড়া ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়েও ভারতীয় ক্রিকেটারদের উন্নতি ঘটেছে চোখে পড়ার মতো। ব্যাটার, বোলার, অলরাউন্ডারের বিভাগে কার ব়্যাঙ্কিংয়ে কতটা উন্নতি হল? তুলে ধরল TV9 Bangla। 

গতমাসে নিউজিল্যান্ডকে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হারিয়ে ওডিআই ফরম্যাটের শীর্ষে উঠে এসেছিল ভারত। টি-২০ ফরম্যাটে শীর্ষস্থান দখল করেছিল তার আগেই। এ বার টেস্ট ফরম্যাটেও শীর্ষে ভারত। ভারতের বর্তমান রেটিং পয়েন্ট ১১৫। পিছনে রয়েছে অস্ট্রেলিয়া (১১১), ইংল্যান্ড (১০৬) এবং নিউজিল্যান্ড (১০০)। অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে লাল বলের ফরম্যাটে শীর্ষস্থান দখলের পাশাপাশি আইসিসি টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজেদের স্থান আরও একটু মজবুত করে রাখল টিম ইন্ডিয়া। বর্ডার গাভাসকর সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে শনিবার থেকে। দিল্লি টেস্টের আগে ব়্যাঙ্কিংয়ের উন্নতি দলের সদস্যদের আরও উদ্বুদ্ধ করবে।

ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ের ক্ষেত্রে দেখা গিয়েছে, রবিচন্দ্রন অশ্বিন উঠে এসেছেন টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের ২১ রেটিং পয়েন্ট পিছনে। নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনে এই অভিজ্ঞ অফস্পিনার ৩৭ রান খরচ করে পাঁচটি উইকেট তুলে নিয়েছিলেন। তবে প্রথম আঘাত হেনেছিলেন রবীন্দ্র জাডেজা। জাতীয় দলে প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে তুলে নিয়েছিলেন ৫ উইকেট। তার মধ্যে রয়েছে স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেনের উইকেট। দুই স্পিনারদের দাপটে নাগপুর টেস্ট হাসতে হাসতে জিতে নেয় ভারত।

প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি জাডেজা ৭০ রানের ইনিংসও খেলেন। এই অলরাউন্ড পারফরম্যান্সে জেরে অলরাউন্ডারদের ব়্যাঙ্কিংয়ের পয়লা নম্বরে উঠে এসেছেন জাডেজা। তাঁর পয়েন্ত ৪২৪। ৩৫৮ পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় নম্বরে উঠে এসেছেন অশ্বিন।