Chetan Sharma BCCI: চেতনের গেমওভার? চার মাসের মধ্যে ফের ‘গলাধাক্কা’ দেবে বোর্ড
একদিকে ঘরের মাঠে হাইভোল্টেজ বর্ডার-গাভাসকর ট্রফি, অন্যদিকে স্টিং অপারেশনে বিসিসিআইয়ের মুখ্য নির্বাচক চেতন শর্মার বিস্ফোরণ। সব মিলিয়ে এই ফেব্রুয়ারি মাসেই বিসিসিআই অন্দরে প্রবল উত্তাপ।
মুম্বই: বিরাট কোহলি, রোহিত শর্মা, সৌরভ গঙ্গোপাধ্যায়, ফিট থাকতে ইঞ্জেকশন। গোপন ক্যামেরায় রীতিমতো আগুনের গোলা উগরেছেন বিসিসিআইয়ের মুখ্য নির্বাচক চেতন শর্মা (Chetan Sharma)। জি মিডিয়ার স্টিং অপারেশনের ভিডিয়ো প্রকাশ হতেই হইচই পড়ে গিয়েছে ভারতের ক্রিকেট মহলে। যা হওয়ার হয়ে গিয়েছে। মুখ দিয়ে বেরনো কথা তো আর ফিরিয়ে নেওয়া যায় না। এখন প্রশ্ন হল, এই ঘটনার পর বোর্ড কী ভাবছে? বোর্ডে চেতন শর্মার ভবিষ্যৎ কী? ফাঁস হওয়া ভিডিয়োয় চেতন এমন সব কথা বলেছেন তাতে অন্যদের ক্ষতি না হলেও খোদ চেতনের কাছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে। এমনিতেই তাঁর দল নির্বাচনের ক্ষমতা নিয়ে বরাবরই সমালোচিত। আগুনে ঘি ঢেলেছে স্টিং অপারেশন। এই ঘটনার পর ভারতীয় ক্রিকেট বোর্ডে কি আর পা রাখতে পারবেন চেতন? এই বিষয়ে বোর্ডের চিন্তাভাবনা তুলে ধরল TV9 Bangla।
খুব বেশিদিন নয়, মাস চারেক আগের কথা। অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের ব্যর্থতার পর দল গঠন নিয়ে ব্যপক সমালোচনা হয়েছিল। এশিয়া কাপের ব্যর্থতার জন্যও বাজে দল নির্বাচনকে দায়ী করেছিলেন সাধারণ সমর্থক থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা। বিশ্বকাপের ব্যর্থতার পর নির্বাচন কমিটির প্রধান চেতন শর্মাকে বাইরের দরজা দেখিয়ে দেয় বোর্ড। চরম নাটকীয় অধ্যায়ের তখনও বাকি। একসময় তাড়িয়ে দেওয়া চেতনকেই ফের বোর্ডের মুখ্য নির্বাচক পদে বসানো হয়। চেতনের বিস্ফোরক ভিডিয়ো ফাঁস হওয়ার পর বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, “ভীষণ লজ্জাজনক একটা ঘটনা। শুধু বিসিসিআই নয়, সারা দেশের ক্রিকেট মহলের কাছে লজ্জার বিষয়। এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফির খেলা চলছে। এই ঘটনার প্রভাব পড়তে পারে ভারতীয় দলের উপর। বোর্ডকে ক্রিকেটারদের কাছে জবাবদিহি করতে হবে। একইসঙ্গে টুর্নামেন্ট সুষ্ঠভাবে শেষ করতে হবে। কিন্তু এটা নিশ্চিত যে বোর্ডে চেতনের আয়ু খুবই কম। কারণ এই ঘটনার পর ওর উপর কোনও খেলোয়াড় ভরসা করবে না।”
চেতন ওই ভিডিয়োতে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বড় অভিযোগ হেনেছেন। তাঁর দাবি, ক্রিকেটাররা মেডিকেল টেস্টে পাস করতে পারেন না। অথচ ম্যাচ খেলতে চান। ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা ইঞ্জেকশন নিয়ে ৮০ শতাংশ থেকে ১০০ শতাংশ ফিট হয়ে যায়। এটা এমন ইঞ্জেকশন যা ডোপ টেস্টে ধরা পড়ে না। অন্যদিকে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে অন্য এক বোর্ড কর্তা বলেছেন, “চেতনের ভবিষ্যৎ কী হবে তা ঠিক করবেন জয় শাহ। প্রশ্ন এটাই যে, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা দল গঠনের জন্য চেতন শর্মার সঙ্গে কি বসতে চাইবেন?”