IND vs SL: সঙ্গী হারাতেই থামল জ্যাজবল, শ্রীলঙ্কার বিরুদ্ধে পাওয়ার প্লে-র রেকর্ড
India vs Sri Lanka 1st T20I: সদ্য জিম্বাবোয়ে সফরে খেলেছে ভারত। শুভমন গিলের নেতৃত্বে ৪-১ ব্যবধানে সিরিজ জয়। শ্রীলঙ্কা সফরে দুই ফরম্যাটেই ভাইস ক্যাপ্টেন শুভমন গিল। প্রত্যাশামতোই যশস্বীর সঙ্গে ওপেনিং করলেন। পাওয়ার প্লে-তে ঝড় উঠল। মাত্র ৪ ওভারের মধ্যেই দলীয় ৫০ রানে ভারতীয় দল।
ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হল পুরনো স্টাইলেই। ভারতের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। অধ্যায় নতুন হলেও স্টাইল সেই আক্রমণাত্মকই। টস হেরে প্রথমে ব্যাট করে ভারত। তাতে অবশ্য সমস্যা হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। আর চ্যাম্পিয়নের তকমা নিয়ে খেলাই বাড়তি তাগিদের পাশাপাশি বাড়তি চাপেরও। বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি যশস্বী জয়সওয়াল। অন্য় দিকে, শুভমন গিল মূল স্কোয়াডে জায়গাই পাননি। স্ট্যান্ড বাইতে ছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে নতুন শুরুতে বিধ্বংসী ব্যাটিং করলেও বড় ইনিংস খেলা হল না।
সদ্য জিম্বাবোয়ে সফরে খেলেছে ভারত। শুভমন গিলের নেতৃত্বে ৪-১ ব্যবধানে সিরিজ জয়। শ্রীলঙ্কা সফরে দুই ফরম্যাটেই ভাইস ক্যাপ্টেন শুভমন গিল। প্রত্যাশামতোই যশস্বীর সঙ্গে ওপেনিং করলেন। পাওয়ার প্লে-তে ঝড় উঠল। মাত্র ৪ ওভারের মধ্যেই দলীয় ৫০ রানে ভারতীয় দল। ৫.৫ ওভারেই ৭৪ রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাওয়ার প্লে-তে এটিই ভারতের সর্বাধিক স্কোর। যদিও এরপরই জোড়া ধাক্কা।
পাওয়ার প্লে-র শেষ ডেলিভারিতে বড় শট খেলেন শুভমন গিল। সাইটস্ক্রিনের উপর দিয়ে ছয় মারার চেষ্টা ছিল। যদিও লক্ষ্য পূরণ হয়নি। ক্যাচ আউট শুভমন। মাত্র ১৬ বলে ৩৪ রান করেন শুভমন গিল। ৬টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি মারেন। পাল্লেকেলেতে জ্যাজবলও দুর্দান্ত চলছিল। কিন্তু সঙ্গী হারাতেই ছন্দপতন যশস্বী জয়সওয়ালের। পাওয়ার প্লে-র শেষ বলে আউট হন শুভমন, নতুন ওভারের প্রথম বলেই ফেরেন যশস্বীও। ২১ বলে ৪০ রানে ফেরেন জয়সওয়াল।