Steve Smith: ইন্দোর টেস্টে রোহিতদের হারিয়ে স্মিথ বললেন, ‘ভারতে নেতৃত্ব দেওয়া পছন্দ করি’

IND vs AUS, BGT 2023: স্মিথের কাঁধে যখন ক্যাপ্টেন্সির দায়িত্ব আসে সেই সময় অস্ট্রেলিয়া ০-২ ব্যবধানে সিরিজে পিছিয়ে ছিল। সেখান থেকে ইন্দোর টেস্টে দাপট দেখিয়ে জিতেছে অস্ট্রেলিয়া। ফলে, আমেদাবাদে সিরিজের শেষ টেস্টে নামার আগে আত্মবিশ্বাসী হয়ে নামতে পারবে অজিরা।

Steve Smith: ইন্দোর টেস্টে রোহিতদের হারিয়ে স্মিথ বললেন, 'ভারতে নেতৃত্ব দেওয়া পছন্দ করি'
ইন্দোর টেস্টে রোহিতদের হারিয়ে স্মিথ বললেন, 'ভারতে নেতৃত্ব দেওয়া পছন্দ করি'Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2023 | 5:16 PM

ইন্দোর: চলতি বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) তৃতীয় টেস্ট গড়াল না ৫দিন। আড়াই দিনের মাথায় শেষ হল তৃতীয় টেস্ট। নাগপুর এবং দিল্লিতে পর পর দু’টো টেস্টে ভারতের স্পিনারদের বিরুদ্ধে উড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ইন্দোরে তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়াল অজিরা। তৃতীয় টেস্টের প্রথম দিন থেকেই এক অন্য অস্ট্রেলিয়াকে দেখা যাচ্ছিল। মায়ের অসুস্থতার কারণে, দ্বিতীয় টেস্টের পর দেশে ফিরে গিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাই অজিদের ক্যাপ্টেন্সির দায়িত্ব এসে পড়ে স্টিভ স্মিথের (Steve Smith) কাঁধে। ক্যাপ্টেন বদলে যেতেই যেন বদলে গেল ক্যাঙ্গারুদের দল। ইন্দোরে অধিনায়ক স্মিথ ফুল মার্কস নিয়ে গেলেন। একইসঙ্গে চার ম্যাচের ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া। সিরিজ দাঁড়িয়ে এখন ২-১। স্মিথের কাঁধে যখন ক্যাপ্টেন্সির দায়িত্ব আসে সেই সময় অস্ট্রেলিয়া ০-২ ব্যবধানে সিরিজে পিছিয়ে ছিল। সেখান থেকে ইন্দোর টেস্টে দাপট দেখিয়ে জিতেছে অস্ট্রেলিয়া। ফলে, আমেদাবাদে সিরিজের শেষ টেস্টে নামার আগে আত্মবিশ্বাসী হয়ে নামতে পারবে অজিরা। রোহিতদের হোলকার স্টেডিয়ামে হারানোর পর স্মিথ জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের মধ্যে ভারতের মাটিতে নেতৃত্ব দেওয়া বেশ পছন্দ তাঁর। আর কী বললেন স্মিথ, বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

ইন্দোর টেস্টে ৯ উইকেটে জেতার পর স্টিভ স্মিথ জানান, ২-০ পিছিয়ে থাকার পরে তাঁর দল যেভাবে কামব্যাক করেছে তা অসাধারণ। তিনি বলেন, “আমার সময় শেষ হয়ে গিয়েছে। এটা এখন প্যাটের টিম।” আসলে ২০১৮ সালে বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে ক্যাপ্টেন্সি খুইয়েছিলেন স্মিথ। তবে এখনও স্মিথের মধ্যে ক্যাপ্টেন্সি দেওয়ার ক্ষমতা রয়েছে। তার প্রমাণ পাওয়া গেল ইন্দোর টেস্টে।

তিনি বলেন, “সত্যি বলতে গেলে বিশ্বের বিভিন্ন প্রান্তের মধ্যে ভারতে নেতৃত্ব দেওয়া আমার সবচেয়ে পছন্দের। এই কন্ডিশনে আমি অধিনায়কত্বটা বেশ উপভোগ করি। কারণ, আমি কন্ডিশনটা বেশ ভালো বুঝতে পারি। এখানকার কন্ডিশন বিশ্বের অন্য যে কোনও জায়গার থেকে আলাদা।”

স্মিথ আরও বলেন, “প্রতিটি বলই একটি ইভেন্ট। এখানে একটি বল পরের বলকে প্রভাবিত করতে পারে। আমি ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পছন্দ করি। এই সপ্তাহটা দারুণ উপভোগ করছি।”

২০০৪ সালের পর ভারতের মাটিতে দ্বিতীয় টেস্ট ম্যাচে জিতল অস্ট্রেলিয়া। ইন্দোরে জেতার পর অস্ট্রেলিয়া চলতি বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল। অন্যদিকে ভারতের রাস্তা আরও জটিল হল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে, ভারতকে আমেদাবাদ টেস্টে জিততেই হবে। উল্লেখ্য, ৯ মার্চ থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্যাচ।