WPL 2023: মহিলাদের নিখরচায় প্রবেশ, WPL-এর উদ্বোধনী ম্যাচের টিকিট ‘সোল্ড আউট’

মেয়েদের প্রিমিয়র লিগ ঘিরে উন্মাদনা তুঙ্গে। বিক্রি হয়ে গেল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের সব টিকিট।

WPL 2023: মহিলাদের নিখরচায় প্রবেশ, WPL-এর উদ্বোধনী ম্যাচের টিকিট 'সোল্ড আউট'
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2023 | 4:28 PM

মুম্বই: মেয়েদের প্রিমিয়র লিগের বোধন শনিবার। ৪ মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে উইমেন্স প্রিমিয়র লিগ (WPL 2023)। আইপিএলের থেকে ডব্লিউপিএলের কোনও অংশে খামতি রাখছে না বিসিসিআই। আইপিএল নিয়ে যেমন ভারতীয় ক্রিকেট সমর্থকদের উত্তেজনা থাকে, মেয়েদের প্রিমিয়র লিগেও তেমনটাই আশা করছিল দেশের ক্রিকেট বোর্ড (BCCI)। যত দিন গড়িয়ে আসছে, ডব্লিউপিএল নিয়ে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা বাড়ছে। প্রথম সংস্করণ থেকেই মেয়েদের প্রিমিয়র লিগ নিয়ে হইচই তুঙ্গে। শনিবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত জায়ান্টস। ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের সব টিকিট ঝড়ের গতিতে বিক্রি হয়ে গিয়েছে। বিস্তারিত TV9 Bangla-য়।

বিসিসিআই জানিয়েছিল, মেয়েদের প্রিমিয়র লিগের ম্যাচ দেখতে হলে মহিলাদের কোনওরকম টিকিট কাটতে হবে না। বিনামূল্যে ম্যাচ দেখতে পাবেন মহিলারা। মেয়েদের টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম সংস্করণ মহিলাদের বেশি করে মাঠে আনার পরিকল্পনা বোর্ডের। এই পরিকল্পনা কতটা সফল হবে তা টুর্নামেন্ট গড়ালেই বোঝা যাবে। তবে টুর্নামেন্টের প্রথমদিনের বাকি আসনের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। পুরুষদের জন্য টিকিটের দাম রাখা হয়েছে ১০০ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে।

ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ডব্লিউপিএলের উদ্বোধন মাতিয়ে দেবেন বলিউডের নামীদামি মুখগুলি। নাচের ছন্দে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন কিয়ারা আদবানি, কৃতি স্যাননের মতো প্রথম সারির নায়িকারা। গানে গানে মঞ্চে আলোড়ন তুলবেন এপি ধিলোঁ, শঙ্কর মহাদেবনরা। মঞ্চে সেদিন মেয়েদের আইপিএলের অ্যান্থেম গাইতে পারেন এপি ধিঁলো। গানটি নাকি তিনিই লিখেছেন। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে গানটির আনুষ্ঠানিক রিলিজ হবে। ডব্লিউপিএলের প্রথম বল গড়ানোর আগে নাচে গানে মঞ্চ মাতিয়ে দিতে প্রস্তুত কিয়ারা,কৃতিরা। কিয়ারা তাঁর বেশ কিছু হিট গানের তালে কোমর দোলাবেন। কৃতিও ‘পরম সুন্দরী’তে উদ্বোধনের মঞ্চে ‘আগুন’ জ্বালাতে প্রস্তুত। মেয়েদের প্রিমিয়র লিগের প্রথম সংস্করণ মুম্বইয়ের বাইরে আরও কোথাও খেলা হবে না। ডি ওয়াই পাটিল ও ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ১১টি করে ম্যাচ খেলা হবে। ২৩ দিন ধরে লিগ রাউন্ডের ২০টি ম্যাচ খেলা হবে। এছাড়া রয়েছে এলিমিনেটর এবং ফাইনাল ম্যাচ। বেশ কয়েকটি ডাবল হেডার ম্যাচ রয়েছে।