Asia Cup 2023, India vs Pakistan Highlights: রিজার্ভ ডে-তে গড়াল ম্যাচ, কাল ৩টেয় ভারত-পাক
Asia Cup 2023, IND vs PAK Match Live Score in Bengali: দেখতে দেখতে এশিয়া কাপ এগিয়ে চলেছে। আর সপ্তাহ খানেক পর এশিয়া কাপের ফাইনাল। আজ, এশিয়া কাপের সুপার ফোরের তৃতীয় ম্যাচ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে রোহিত শর্মার ভারত এবং বাবর আজমের পাকিস্তান। এই ম্যাচের বিস্তারিত জানতে চোখ রাখুন এই লাইভব্লগে।
কলম্বো: এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনাল হবে আর সপ্তাহ খানেক পর। আজ সুপার ফোরের ম্যাচ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। সুপার ফোর পর্বের তৃতীয় ম্যাচে মুখোমুখি রোহিত শর্মার ভারত এবং বাবর আজমের পাকিস্তান। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচের ফল হয়নি। ভারত ব্যাটিং করলেও পাকিস্তান ইনিংস হয়নি। সুপার ফোরেও বৃষ্টির থাবা। তবে স্বস্তির বিষয়, এখানে রিজার্ভ ডে রয়েছে। অস্বস্তি, টানা তিন দিন খেলতে হবে ভারতকে। কাল একই স্কোরে ভারতের ইনিংস পুনরায় শুরু হবে। এরপর পাকিস্তানের রান তাড়ার পালা। ২৪.১ ওভারে ভারতের স্কোর ১৪৭-২। ক্রিজে বিরাট কোহলি ও লোকেশ রাহুল। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভবনা ছিলই। আশঙ্কাই সত্যি হল। কাল ভারত-পাক (India vs Pakistan) ম্যাচের রিজার্ভ ডে-তে খেলা সম্পূর্ণ হওয়ার প্রত্যাশা। যদি না ফের বাধ সাধে বৃষ্টি। বিস্তারিত জানতে নজর রাখুন TV9Bangla Sports এর এই লাইভব্লগে।
LIVE Cricket Score & Updates
-
শেষ থেকেই শুরু
কাল এই স্কোর থেকেই ফের খেলা শুরু। প্রথম দিনের বিস্তারিত রিপোর্ট পড়ুন: রোহিতদের অস্বস্তি বাড়ল, টানা তিন দিন খেলা!
-
অপেক্ষা বাড়ল
দীর্ঘ দু-ঘণ্টারও বেশি সময় ধরে মরিয়া চেষ্টা করেছেন মাঠকর্মীরা। সার্কেল এবং বাউন্ডারি এরিয়ায় দুটো জায়গা নিয়ে সমস্যা ছিল। আর কিছুক্ষণ সময় পেলে সেটাও শুকোনো যেত। ৮.৩০ নাগাদ আম্পায়াররা পরিদর্শনে নামেন। ঠিক সে সময়ই ফের বৃষ্টি। ম্যাচ গড়াল রিজার্ভ ডে-তে। কাল বিকেল ৩টের সময় খেলা শুরু হবে। এ দিন ২৪.১ ওভারে ভারতের স্কোর ১৪৭-২। এই স্কোর থেকেই খেলা শুরু হবে কাল। রিজার্ভ ডে-তে গড়ানোয় ওভার কমছে না। ভারতীয় দলের জন্য সমস্য়ার। আজ খেলতে হল, কাল এই ম্যাচের বাকি অংশ। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ। অর্থাৎ, টানা তিনদিন খেলতে হবে ভারতকে!
-
-
মাঠকর্মীদের কাজ কঠিন হল!
ফের বৃষ্টি। মাঠকর্মীরা এতক্ষণ ধরে মাঠ প্রায় রেডি করে ফেলেছিলেন। খেলা শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য মাঠ পরিদর্শনে আসেন আম্পায়াররা। সে সময় ফের বৃষ্টি। মাঠ ঢাকা হল দ্রুত।
-
৯টায় ম্যাচ শুরু হলে!
অন্তত ৩৪ ওভারের ম্যাচ করতে হলে, ৯টায় শুরু করতে হবে। পরবর্তী পরিদর্শনের পর চিত্রটা আরও একটু পরিষ্কার হবে।
-
ক্রিস গ্যাফানিরা যা জানালেন…
দুটো প্রধান সমস্যা রয়েছে। সার্কেলে দুটো জায়গায় এখনও অনেকটা ভেজা এবং জায়গাটা নরম হয়ে রয়েছে। সে জায়গাটা না শুকনো অবধি ম্যাচ শুরু করা ঠিক হবে না। এই দুটো জায়গা চিন্তার বিষয়। প্লেয়ারদের চোট লাগতে পারে। মাঠকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। সব কিছু ঠিক থাকলে ৯টার দিকে ম্যাচ শুরুর প্রত্য়াশা করা যেতে পারে। তবে ওই জায়গা দুটো ঠিক না হওয়া অবধি নিশ্চিত করা যাচ্ছে না। ঠিক কোন সময়ে ম্য়াচ শুরু করা যাবে, এখনই বলা যাচ্ছে না।
ম্যাচ শুরুর পর ফের বৃষ্টি হলে রিজার্ভ ডে-তে গড়াবে ম্যাচ। এখান থেকেই খেলা শুরু হবে। ৮.৩০ তে ফের পরিদর্শন।
জানালেন দুই আম্পায়ার রুচিরা, ক্রিস গ্যাফানি।
-
-
মাঠকর্মীদের জন্য কৃতজ্ঞতা অশ্বিনের
থ্যাঙ্কলেস জব! মাঠকর্মীদের কাজটাই যেন তাই। প্রবল বৃষ্টির পর মাঠ শুকোনোর মরিয়া চেষ্টা করে চলেছেন কলম্বোর মাঠকর্মীরা। তাঁদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ রবিচন্দ্রন অশ্বিনের।
Innovation 🤝🤝#PakvsInd #AsiaCup2023
Ground staff doing the most thankless job. pic.twitter.com/gAhu4WwJGI
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) September 10, 2023
-
আম্পায়াররাই জানাবেন!
মাঠের বেশ কিছু জায়গা শুকোনোর কাজ চলছে। সম্প্রচারকারী চ্যানেলে কথা বলতে পারেন আম্পায়াররা। সরাসরি তাঁরাই জানাবেন পরিস্থিতি সম্পর্কে।
-
৮ টায় ফের মাঠ পরিদর্শন
দুই দলই খেলতে মরিয়া। কিন্তু আম্পায়াররা মাঠ নিয়ে খুশি নন। বিশেষ করে ২২ গজের কাছাকাছি মাঠে এখনও ক্ষত রয়েছে। যা থেকে প্লেয়ারদের চোট লাগার যথেষ্ট ঝুঁকি। সামনেই বিশ্বকাপ, মাঠকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। রাত ৮টায় ফের পরিদর্শনের পর সিদ্ধান্ত নেবেন আম্পায়াররা।
-
মাঠ পরিদর্শন চলছে
দীর্ঘ সময় ধরে মাঠ পরিদর্শন চলছে। ভারত চায় আজই ম্যাচ হোক। তা যেন না গড়ায় রিজার্ভ ডেতে। কারণ, মঙ্গলবার ভারতের ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তাই ম্যাচ আগামিকাল গড়ালে পর্যাপ্ত বিশ্রাম পাবেন না ভারতীয় ক্রিকেটাররা। এ বার দেখার শেষ অবধি কী সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
-
মাঠ পরিদর্শন হবে ৭.৩০ মিনিটে
ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং হেড কোচ রাহুল দ্রাবিড় মাঠ দেখে নিচ্ছেন। রয়েছেন পাকিস্তানের বোলিং কোচ মর্নি মর্কেল। আম্পায়াররা সরকারি ভাবে মাঠ পরিদর্শন করবেন সন্ধে ৭.৩০ মিনিটে। মাঠকর্মীরা মরিয়া চেষ্টা করছেন যে সমস্ত জায়গাতে এখনও ভেজা রয়েছে, তা ঠিক করার।
-
বৃষ্টি থেমেছে কলম্বোতে, কখন শুরু ম্যাচ?
আপাতত কলম্বোতে বৃষ্টি থেমেছে। কিন্তু এখনই খেলা শুরু হওয়ার সম্ভবনা নেই। আম্পায়াররা আপাতত মাঠ পরিদর্শন করবেন। সম্প্রচারকারী চ্যানেলে জানানো হল, রাত ১২ টা পর্যন্ত ম্যাচ শুরু হওয়ার জন্য অপেক্ষা করা যাবে। যদি ২০ ওভারের ম্যাচ করতে চায়, তা হলে রাত ১০.৩৬ মিনিটের মধ্যে খেলা শুরু হতে হবে। আজ যদি ম্যাচ না হয়, তা হলে আগামিকাল অর্থাৎ রিজার্ভ ডে-তে পুরো ওভারের খেলা হবে।
-
কলম্বোয় বৃষ্টির তেজ বাড়ল
কলম্বোয় বৃষ্টির তেজ বাড়ল। এখনও পিচ ঢেকে রয়েছে কভারে। আজ বাকি ম্যাচ কি হবে? আশঙ্কায় ক্রিকেটাররা এবং দুই দেশের সমর্থকরা।
-
কলম্বোয় শুরু বৃষ্টি
কলম্বোয় শুরু বৃষ্টি, পিচ ঢাকল কভারে। আর প্রেমাদাসা স্টেডিয়ামের পিচ ঢাকতে কভার নিয়ে ছুটলেন পাক তারকা ফখর জামান। বাংলাদেশ-শ্রীলঙ্কার সুপার ফোরের ম্যাচটি এই মাঠেই হয়েছিল। গতকাল সামান্য সময়ের জন্য আকাশে কালো মেঘ থাকলেও বৃষ্টি আসেনি। ভারত-পাক ম্যাচের জন্য রয়েছে রিজার্ভ ডে। তাই আজ কোনও ভাবে ম্যাচ শেষ না হলে, আগামিকাল আবার আজ যেখানে ম্যাচ থামল সেখান থেকে শুরু হবে।
-
রানের গতি কমছে
পরপর ২ উইকেট হারানোর পর ভারতের রানের গতি কমছে। ২৩ ওভারে ভারতের স্কোর ১৪০/২। ক্রিজে বিরাট-রাহুল। এই জুটি জমে গেলে স্কোরবোর্ডে বড় রানের আশা করাই যায়।
-
২০ ওভারে ভারত ১৩৫/২
ভারতের ইনিংসের ২০ ওভারের খেলা শেষ। শুরুর ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ভারত তুলেছে ১৩৫ রান। ক্রিজে লোকেশ রাহুল এবং বিরাট কোহলি। দীর্ঘদিন পর রাহুল জাতীয় দলের হয়ে খেলতে নেমেছেন। আজ তাঁর দিকে বিশেষ নজর থাকবে।
-
গতিতে পরাস্ত গিল
শাহিন শাহ আফ্রিদি ফেরালেন শুভমন গিলকে। আরও ভালো করে বললে শাহিনের গতিতে পরাস্ত হলেন শুভমন। ৫২ বলে ৫৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেন শুভমন।
-
রোহিত আউট
লেগস্পিনার শাদাবের বিরুদ্ধে ইনসাইড আউট শট। লং অফে ফাহিম আশরফের ক্যাচে ফিরলেন ক্যাপ্টেন। ৪৯ বলে ৫৬ রান করে মাঠ ছাড়লেন রোহিত। ক্রিজে বিরাট কোহলি।
-
ভারতের প্রথম ১৫ ওভারের খেলা শেষ
- ভারতের ইনিংসের প্রথম ১৫ ওভারের খেলা শেষ।
- শুরুর ১৫ ওভারে টিম ইন্ডিয়া স্কোরবোর্ডে ১০০-রও বেশি রান তুলেছে।
- দুই ওপেনার হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন।
- ভারতের রান আপাতত ১১৫/০।
- রোহিত রয়েছেন ৪৬ বলে ৫৫ রানে।
- শুভমন ব্যাট করছেন ৪৪ বলে ৫৩ রানে।
-
গিলের পর রোহিতের হাফসেঞ্চুরি
৪২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার দুই ওপেনার আজ দুরন্ত ছন্দে রয়েছেন। শাদাব খানের বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান পূর্ণ করে ফেললেন হিটম্যান।
-
শুভমনের হাফসেঞ্চুরি
পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান পূর্ণ করলেন ভারতের তরুণ ওপেনার শুভমন গিল। ৩৭ বলে অর্ধশতরান পূরণ করলেন গিল।
-
পাওয়ার প্লে শেষ
- ভারতের ইনিংসের পাওয়ার প্লে শেষ
- প্রথম ১০ ওভারের শেষে স্কোরবোর্ডে ভারত তুলেছে ৬১ রান।
- ক্রিজে ভারত অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিল
- রোহিত ব্যাট করছেন ৩০ বলে ১৮ রানে
- শুভমন রয়েছেন ৩০ বলে ৪১ রানে।
-
৫ ওভারে ভারত ৩৭/০
ভারতের ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা শেষ। ভালো শুরু করে ভারতের ওপেনিং জুটি। প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩৭ রান তুলেছে ভারত।
-
প্রথম ওভার শেষ
শাহিন শাহ আফ্রিদির ও ভারতের প্রথম ইনিংসের প্রথম ওভারের চারটি ডট বল হয়। শেষ বলে ছক্কা হাঁকিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
-
ভারতের ইনিংস শুরু
টিম ইন্ডিয়ার হয়ে ওপেনিংয়ে নামলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিল। নতুন বল হাতে ইনিংসের সূচনায় শাহিন শাহ আফ্রিদি।
-
গ্রিন আর্মির একাদশ
পাকিস্তানের একাদশ – ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), সলমন আগা, ইফতিকার আহমেদ, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, শাদাব খান (সহ-অধিনায়ক), নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ।
-
মেন ইন ব্লুর একাদশ
ভারতের একাদশে আজ দু’টি পরিবর্তন হয়েছে। সামির জায়গায় এসেছেন বুমরা। শ্রেয়সের জায়গায় রাহুল।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ।
-
টস আপডেট
কলম্বোতে এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি ভারত ও পাকিস্তান। টস জিতলেন পাক অধিনায়ক। এবং টস জিতে শুরুতে ফিল্ডিয়ের সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম।
-
হেড টু হেড
হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে এর আগে এশিয়া কাপে ভারত ও পাকিস্তান মোট ১৮ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৯ বার জিতেছে ভারত। এবং পাকিস্তান জিতেছে ৬ বার। ২টি ম্যাচ অমীমাংসিত।
-
স্টেডিয়াম ভরাতে হাজির হচ্ছেন দর্শকরা
কলম্বোতে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে পৌঁছে যাচ্ছেন দুই দলের সমর্থকরা।
-
কলম্বোয় ভারত-পাক ম্যাচের উত্তাপ
কলম্বোয় ভারত-পাক ম্যাচের উত্তাপ ছড়িয়েছে। কাঁধে কাঁধ মিলিয়ে দুই দেশের ক্রিকেট প্রেমীরা গলা ফাটাচ্ছেন। সেই ভিডিয়ো তুলে ধরেছে সংবাদ সংস্থা এএনআই। দেখুন ভিডিয়ো —
#WATCH | Sri Lanka: Ahead of the India vs Pakistan match at Colombo in the Asia Cup, India and Pakistan cricket fans outside the stadium say, "This is the beauty of Cricket…Neighbours should stay with a feeling of love and brotherhood…We hope that the match gets… pic.twitter.com/LlvBVOhZ7S
— ANI (@ANI) September 10, 2023
-
সুপার-৪ এর ম্যাচের জন্য তৈরি মেন ইন ব্লু
এশিয়া কাপের গ্রুপ পর্বে ২টি ম্যাচ খেলে মাত্র ১টিতে জিতে সুপার ফোরে উঠেছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের গ্রুপ পর্বের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। এরপর নেপালের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে জেতে মেন ইন ব্লু। আজ সুপার ফোর পর্ব শুরু করবে ভারত। পাক ম্যাচের জন্য তৈরি মেন ইন ব্লু।
It's Super 4s Time for #TeamIndia ⏰
All in readiness for #INDvPAK ⏳#AsiaCup2023 pic.twitter.com/kFlFfbNVdd
— BCCI (@BCCI) September 10, 2023
-
কলম্বোর ওয়েদার আপডেট দিলেন ডিকে
আজ রবিবার কলম্বোর আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টির সম্ভবনা রয়েছে। যদিও আপাতত সেখানের আকাশ পরিষ্কার। সকলের নজর রয়েছে আজকের ভারত বনাম পাকিস্তান ম্যাচে। সোশ্যাল মিডিয়া সাইট X এ কলম্বোর দু’টি ছবি শেয়ার করে সেখানকার ওয়েদারের অবস্থা জানিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক।
The weather looks decent for #INDvPAK 🙌Looking forward to a cracker of a game! 🤞🏻#WeathermanDK 😜 pic.twitter.com/gAqrjmog0C
— DK (@DineshKarthik) September 10, 2023
-
এশিয়া কাপে আজ ফের ভারত-পাক
আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ। মুখোমুখি ভারত এবং পাকিস্তান।
Published On - Sep 10,2023 1:10 PM