India vs Pakistan Match Highlights, T20 World Cup 2021: বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারাল বাবরের পাকিস্তান

| Edited By: | Updated on: Oct 24, 2021 | 11:12 PM

India vs Pakistan Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারত (India) বনাম পাকিস্তান (Pakistan) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs Pakistan Match Highlights, T20 World Cup 2021: বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারাল বাবরের পাকিস্তান
বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারাল বাবরের পাকিস্তান (ছবি-টুইটার)

দুবাই: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এর দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হতে চলেছে বিরাট কোহলির (Virat Kohli) ভারত (India) এবং বাবর আজমের (Babar Azam) পাকিস্তান (Pakistan)। এই হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ছিল অগণিত দর্শক।

টসে জিতে শুরুতে বিরাটদের ব্যাট করতে পাঠিয়ে ছিলেন পাকিস্তানের নেতা বাবর আজম। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে টিম ইন্ডিয়া। জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১২০ বলে ১৫২ রান।

রান তাড়া করতে নেমে কোনও উইকেট না হারিয়ে পাকিস্তানকে কাঙ্খিত জয় এনে দিলেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। ১৩ বল বাকি থাকতেই ১৫২ রানে টার্গেট পূর্ণ করল পাকিস্তান। মহম্মদ রিজওয়ান অপরাজিত থাকেন ৭৯ রানে। এবং বাবর আজম ৬৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

বিশ্বকাপের মঞ্চে কোনদিনই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তা সে টি-টোয়েন্টি হোক বা ওয়ান ডে। কিন্তু সেই রেকর্ড অক্ষত রইলো না। আজ সেই অসম্ভবকেই যেন সম্ভব করে তুলল বাবর আজমের পাকিস্তান।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 24 Oct 2021 10:59 PM (IST)

    ভারতকে ১০ উইকেটে হারাল পাকিস্তান

    কোনও উইকেট না হারিয়ে পাকিস্তানকে কাঙ্খিত জয় এনে দিলেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। ১৩ বল বাকি থাকতেই ১৫২ রানে টার্গেট পূর্ণ করল পাকিস্তান।

  • 24 Oct 2021 10:53 PM (IST)

    ১৭ ওভারে পাকিস্তান ১৩৫/০

    ভুবনেশ্বর কুমারের এই ওভার থেকে এসেছে ৭ রান।

  • 24 Oct 2021 10:46 PM (IST)

    ১৬ ওভারে পাকিস্তান ১২৮/০

    পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ২৪ বলে ২৪ রান। বাবর আজম ব্যাট করছেন ৬৩ রানে। মহম্মদ রিজওয়ান রয়েছেন ৬১ রানে

  • 24 Oct 2021 10:41 PM (IST)

    ১৫ ওভারে ১২১/০

    পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ৩০ বলে ৩১ রান

  • 24 Oct 2021 10:37 PM (IST)

    মহম্মদ রিজওয়ানের হাফসেঞ্চুরি

    ভারতের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন পাক ওপেনার মহম্মদ রিজওয়ান।

  • 24 Oct 2021 10:35 PM (IST)

    ১৪ ওভারে পাকিস্তান ১১২/০

    বাবর আজম ব্যাট করছেন ৬১ রানে। মহম্মদ রিজওয়ান রয়েছেন ৪৮ রানে। খেলা বাকি ৬ ওভারের। পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ৩৬ বলে ৪০ রান প্রয়োজন।

  • 24 Oct 2021 10:32 PM (IST)

    ১৩ ওভারে পাকিস্তান ১০১/০

    জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ৫১ রান

  • 24 Oct 2021 10:31 PM (IST)

    পাকিস্তানের শতরান

    ১২.৫ ওভারে পাকিস্তানের দলগত শতরান পূর্ণ

  • 24 Oct 2021 10:30 PM (IST)

    বাবরের হাফসেঞ্চুরি

    বরুণ চক্রবর্তীকে ছয় মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

  • 24 Oct 2021 10:27 PM (IST)

    ১২ ওভারে পাকিস্তান ৮৫/০

    রবীন্দ্র জাডেজার এই ওভার থেকে এসেছে ৫ রান।

    মহম্মদ রিজওয়ান ৩৮*, বাবর আজম ৪৪*

  • 24 Oct 2021 10:24 PM (IST)

    ১১ ওভারে পাকিস্তান ৮০/০

    পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ৫৪ বলে ৭২ রান।

    বাবর আজম ৪৩*, মহম্মদ রিজওয়ান ৩৫*

  • 24 Oct 2021 10:17 PM (IST)

    ১০ ওভারে পাকিস্তান ৭১/০

    ১০ ওভারের খেলা বাকি। বাবর আজমদের জয়ের জন্য প্রয়োজন ৬০ বলে ৮১ রান।

  • 24 Oct 2021 10:10 PM (IST)

    ৯ ওভারে পাকিস্তান ৬২/০

    রবীন্দ্র জাডেজার এই ওভার থেকে এসেছে ১০ রান। যার মধ্যে রয়েছে বাবর আজমের একটি ৬।

  • 24 Oct 2021 10:08 PM (IST)

    ৮ ওভারে পাকিস্তান ৫২/০

    পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ৭২ বলে ১০০ রান। বাবর আজম ব্যাট করছেন ৩০ রানে। মহম্মদ রিজওয়ান রয়েছেন ২০ রানে

  • 24 Oct 2021 10:06 PM (IST)

    পাকিস্তানের ৫০ রান পূর্ণ

    ওপেনিং জুটির ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ।

  • 24 Oct 2021 10:03 PM (IST)

    ৭ ওভারে পাকিস্তান ৪৬/০

    রবীন্দ্র জাডেজার এই ওভার থেকে এসেছে ৩ রান। জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ৭৮ বলে ১০৬ রান

  • 24 Oct 2021 09:59 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে সতর্ক ব্যাটিং পাকিস্তানের। ৬ ওভারে কোনও উইকেট না খুইয়ে পাকিস্তান তুলেছে ৪৩ রান।

  • 24 Oct 2021 09:54 PM (IST)

    ৫ ওভারে ৩৫/০

    উইকেটের খোঁজে টিম ইন্ডিয়া। সতর্ক হয়ে এগোচ্ছেন বাবররা। এই ওভারে ১১ রান দিয়েছেন মহম্মদ সামি। যার মধ্যে রয়েছে বাবর আজমের একটি চার ও মহম্মদ রিজওয়ানের একটি চার।

  • 24 Oct 2021 09:49 PM (IST)

    ৪ ওভারে পাকিস্তান ২৪/০

    বরুণ চক্রবর্তীর এই ওভার থেকে এসেছে মাত্র ২ রান। সতর্ক হয়ে ব্যাট করছে পাকিস্তানের ওপেনিং জুটি

  • 24 Oct 2021 09:45 PM (IST)

    ৩ ওভারে পাকিস্তান ২২/০

    জসপ্রীত বুমরার এই ওভার থেকে এসেছে মাত্র ৩ রান। উইকেটের খোঁজে রয়েছে ভারত।

  • 24 Oct 2021 09:40 PM (IST)

    ২ ওভারে পাকিস্তান ১৮/০

    মহম্মদ সামির এই ওভার থেকে এসেছে ৮ রান। যার মধ্যে রয়েছে বাবর আজমের একটি চার।

  • 24 Oct 2021 09:34 PM (IST)

    ১ ওভারে পাকিস্তান ১০/০

    প্রথম ওভারে ভুবনেশ্বর কুমার দিয়েছেন ১০ রান। যার মধ্যে রয়েছে মহম্মদ রিজওয়ানের একটি চার ও একটি ছয়।

  • 24 Oct 2021 09:30 PM (IST)

    পাকিস্তানের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান।

  • 24 Oct 2021 09:19 PM (IST)

    ১৫১ রানে থামল ভারত

    নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তুলেছে টিম ইন্ডিয়া। জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২০ বলে ১৫২ রান।

  • 24 Oct 2021 09:16 PM (IST)

    হার্দিক পান্ডিয়া আউট

    ১১ রান করে আউট হলেন হার্দিক পান্ডিয়া। হ্যারিস রউফ এনে দিলেন পাকিস্তানকে সপ্তম সাফল্য।

  • 24 Oct 2021 09:12 PM (IST)

    ১৯ ওভারে ভারত ১৪০/৬

    শাহিন শাহ আফ্রিদির এই ওভার থেকে এসেছে ১৭ রান ও এক উইকেট

  • 24 Oct 2021 09:09 PM (IST)

    বিরাট আউট

    শাহিন শাহ আফ্রিদির বলে আউট হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অক্ষর রইলো না পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে কোহলির নট আউট রেকর্ড। ৫৭ রান করে সাজঘরে ফিরলেন ভারত অধিনায়ক।

  • 24 Oct 2021 09:04 PM (IST)

    ১৮ ওভারে ভারত ১২৭/৫

    এই ওভার থেকে এসেছে ১৩ রান ও ১টি উইকেট। বিরাট ব্যাট করছেন ৫৭ রানে। জাডেজা ফেরার পর ক্রিজে নতুন ব্যাটার এসেছেন হার্দিক পান্ডিয়া।

  • 24 Oct 2021 09:02 PM (IST)

    জাডেজা আউট

    পঞ্চম উইকেট হারাল ভারত। হাসান আলির বলে আউট হলেন রবীন্দ্র জাডেজা। ১৩ রান করে সাজঘরে ফিরলেন জাড্ডু।

  • 24 Oct 2021 08:59 PM (IST)

    বিরাটের হাফসেঞ্চুরি

    পাকিস্তানের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ৪৫ বলে অর্ধশতরান বিরাটের

  • 24 Oct 2021 08:58 PM (IST)

    ১৭ ওভারে ভারত ১১৪/৪

    হ্যারিস রউফের এই ওভার থেকে এসেছে মাত্র ৪ রান।

    বিরাট কোহলি ব্যাট করছেন ৪৮ রানে। রবীন্দ্র জাডেজা রয়েছেন ৯ রানে।

  • 24 Oct 2021 08:53 PM (IST)

    ১৬ ওভারে ভারত ১১০/৪

    হাসান আলি এই ওভারে দিয়েছেন ১০ রান। বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে ২টি চার।

  • 24 Oct 2021 08:47 PM (IST)

    ১৫ ওভারে টিম ইন্ডিয়া ১০০/৪

    এই ওভার থেকে এসেছে মাত্র ৪ রান। খেলা বাকি ৫ ওভারের। পাকিস্তানকে কত টার্গেট দিতে পারেন কোহলিরা সেদিকেই চোখ থাকবে।

  • 24 Oct 2021 08:44 PM (IST)

    ১৪ ওভারে ভারত ৯৬/৪

    হ্যারিস রউফ এই ওভারে দিয়েছেন ৯ রান। যার মধ্যে রয়েছে কোহলির ব্যাট থেকে একটি চার।

    বিরাট কোহলি ৩৫*, রবীন্দ্র জাডেজা ৪*

  • 24 Oct 2021 08:39 PM (IST)

    ১৩ ওভারে ভারত ৮৭/৪

    পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ ওভার। শাদাব খান এই ওভারে ৬ রান দিয়ে তুলে নিয়েছেন ঋষভ পন্থের গুরুত্বপূর্ণ উইকেট।

  • 24 Oct 2021 08:35 PM (IST)

    ঋষভ পন্থ আউট

    শাদাব খানের বলে আউট হলেন ঋষভ পন্থ। ৩৯ রান করে সাজঘরে ফিরলেন পন্থ। চতুর্থ উইকেট হারাল ভারত।

  • 24 Oct 2021 08:33 PM (IST)

    ১২ ওভারে ভারত ৮১/৩

    হাসান আলি এই ওভারে দিয়েছেন ১৫ রান। প্রথমে একটি ডট বল। দ্বিতীয় ও তৃতীয় বলে রয়েছে ঋষভ পন্থের দুটি ছয়।

    বিরাট কোহলি ২৮*, ঋষভ পন্থ ৩৭*

  • 24 Oct 2021 08:28 PM (IST)

    ১১ ওভারে ভারত ৬৬/৩

    হ্যারিস রউফ এই ওভারে দিয়েছেন ৬ রান। বিরাট ব্যাট করছেন ২৮ রানে। ঋষভ পন্থ রয়েছেন ২২ রানে।

  • 24 Oct 2021 08:19 PM (IST)

    ১০ ওভারে ভারত ৬০/৩

    মহম্মদ হাফিজের এই ওভার থেকে এসেছে ৮ রান। যার মধ্যে রয়েছে ঋষভ পন্থের ব্যাট থেকে একটি চার। ১০ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ৬০

  • 24 Oct 2021 08:16 PM (IST)

    ৯ ওভারে ভারত ৫২/৩

    দলগত ৫০ রানের গণ্ডি টপকাল ভারত। এই ওভারে পন্থের ব্যাট থেকে এসেছে একটি চার। ৯ ওভারে ৯ রান দিয়েছেন শাদাব খান।

  • 24 Oct 2021 08:12 PM (IST)

    ৮ ওভারে ভারত ৪৩/৩

    মহম্মদ হাফিজ এই ওভারে দিয়েছেন মাত্র ৪ রান। বিরাট ব্যাট করছেন ২২ রানে এবং পন্থ ব্যাট করছেন ৬ রানে।

  • 24 Oct 2021 08:07 PM (IST)

    ৭ ওভারে ভারত ৩৮/৩

    ৭ ওভারে ৩ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ৩৮ রান তুলেছে ভারত। সপ্তম ওভার থেকে এসেছে মাত্র ৩ রান। বিরাট ব্যাট করছেন ২০ রানে। পন্থ রয়েছেন ৪ রানে

  • 24 Oct 2021 08:03 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে সফল পাকিস্তান। ৬ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ৩৬ রান। হাসান আলি ষষ্ঠ ওভারে দিয়েছেন ৬ রান। এবং পেয়েছেন সূর্যকুমার যাদবের গুরুত্বপূর্ণ উইকেট। একটি চার এসেছে ক্যাপ্টেন কোহলির ব্যাট থেকে।

  • 24 Oct 2021 08:00 PM (IST)

    সূর্যকুমার যাদব আউট

    ১১ রান করে হাসান আলির শিকার হলেন সূর্যকুমার যাদব। তৃতীয় উইকেট হারাল ভারত। দুরন্ত ক্যাচ নিলেন মহম্মদ রিজওয়ান।

  • 24 Oct 2021 07:56 PM (IST)

    ৫ ওভারে ভারত ৩০/২

    শাহিন শাহ আফ্রিদির এই ওভার থেকে এসেছে ৯ রান। বিরাটের ব্যাট থেকে এসেছে একটি ছয়। ৫ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৩০

  • 24 Oct 2021 07:50 PM (IST)

    ৪ ওভারে ভারত ২১/২

    ইমাদ ওয়াসিমের এই ওভার থেকে এসেছে ৭ রান। যার মধ্য়ে রয়েছে সূর্যকুমার যাদবের একটি চার। ৪ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ২১।

    বিরাট কোহলি ৬*, সূর্যকুমার যাদব ১১*

  • 24 Oct 2021 07:48 PM (IST)

    ৩ ওভারে ভারত ১৪/২

    ভারতের ওপর পাওয়ার প্লে-র মধ্যে চাপ বজায় রাখল পাকিস্তান। মাত্র ৩ ওভারের মধ্যেই দুই উইকেট হারিয়ে ফেলেছে ভারত। তৃতীয় ওভার থেকে এসেছে এক উইকেট ও ৮ রান। একটি ছয় এসেছে সূর্যকুমারের ব্যাট থেকে।

  • 24 Oct 2021 07:43 PM (IST)

    কেএল রাহুল আউট

    তৃতীয় ওভারের প্রথম বলেই কেএল রাহুলের উইকেট তুলে নিলেন শাহিন শাহ আফ্রিদি। মাত্র ৩ রান করে সাজঘরে ফিরলেন রাহুল। পাকিস্তানকে দ্বিতীয় উইকেটও এনে দিলেন শাহিন শাহ আফ্রিদি।

  • 24 Oct 2021 07:40 PM (IST)

    ২ ওভারে ভারত ৬/১

    দ্বিতীয় ওভারে ৪ রান দিলেন ইমাদ ওয়াসিম। বিরাট রয়েছেন ৩ রানে ও লোকেশ রাহুল ব্যাট করছেন ৩ রানে।

    ২ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৬।

  • 24 Oct 2021 07:36 PM (IST)

    ১ ওভারে ভারত ২/১

    প্রথম ওভারে দুর্দান্ত বল করলেন শাহিন শাহ আফ্রিদি। প্রথম ওভারের চতুর্থ বলে রোহিতের উইকেট তুলে নিলেন তিনি।

    ১ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ২।

  • 24 Oct 2021 07:34 PM (IST)

    রোহিত শর্মা আউট

    কোনও রান না করেই আউট হলেন ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মা। শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানকে এনে দিলেন প্রথম সাফল্য।

  • 24 Oct 2021 07:31 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল ও রোহিত শর্মা।

  • 24 Oct 2021 07:13 PM (IST)

    ভারতের প্রথম একাদশ

    ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, বরুণ চক্রবর্তী, মহম্মদ সামি, জসপ্রীত বুমরা, রাহুল চাহার।

  • 24 Oct 2021 07:05 PM (IST)

    পাকিস্তানের প্রথম একাদশ

    পাকিস্তানের প্রথম একাদশ: বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, ফকর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ।

  • 24 Oct 2021 07:03 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল পাকিস্তান

    টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম

  • 24 Oct 2021 06:56 PM (IST)

    ক্যাপ্টেন কোহলি তৈরি

    ভারত-পাক ধুন্ধুমার লড়াইয়ের জন্য তৈরি ভারত অধিনায়ক বিরাট কোহলি

  • 24 Oct 2021 06:54 PM (IST)

    প্রায় ৫ বছর পর ভারত-পাক দ্বৈরথ

    অপেক্ষা আর কিছুক্ষণের। ৭.৩০ মিনিটে শুরু হতে চলেছে ভারত-পাক দ্বৈরথ

  • 24 Oct 2021 05:51 PM (IST)

    মেন্টর ধোনির সঙ্গে বিরাট-রোহিতরা, দেখুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মিষ্টি ছবি

    ভারত-পাক ম্যাচের আগে সোশ্যাল মিডিয়া জুড়ে নানা পোস্ট ঘুরে ফিরে আসছে। কোথাও পাকিস্তানকে ভারতের ৫ বার টি-২০ বিশ্বকাপে হারানোর ভিডিও তো, কোথাও শুভেচ্ছাবার্তার ঢল। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি রীতিমতো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একই ফ্রেমে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা এবং জসপ্রীত বুমরা। ভারতের প্রাক্তন ক্রিকেটার মুনাফ প্যাটেলও সেই ছবি পোস্ট করে টিম ইন্ডিয়ার মেন্টর ও টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন।

  • 24 Oct 2021 05:45 PM (IST)

    পাকিস্তানের বিরুদ্ধে লড়তে তৈরি বিরাটব্রিগেড

    বাবর আজমদের বিরুদ্ধে বিরাটদের হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।

  • 24 Oct 2021 05:34 PM (IST)

    কাউন্টডাউন শুরু

    আর ঠিক ২ ঘণ্টা পরই দুবাইতে মুখোমুখি হবে বিরাট কোহলির ভারত ও বাবর আজমের পাকিস্তান।

    IND vs PAK

    ম্যাচ শুরুর অপেক্ষা (ছবি-টুইটার)

  • 24 Oct 2021 05:30 PM (IST)

    ডেস্টিনেশন দুবাই স্টেডিয়াম

    বাবর আজমরা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামোর উদ্দেশ্যে রওনা দিলেন।

  • 24 Oct 2021 05:25 PM (IST)

    রবিরাতে নজরে ভারত-পাক ম্যাচ

    দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী, ভারত ও পাকিস্তান।

  • 24 Oct 2021 05:17 PM (IST)

    আজ কি পাকিস্তানের ভাগ্য বদলাবে?

    ভারত-পাক ম্যাচের আগে কী বলছেন পাক প্লেয়াররা, দেখুন ভিডিও

  • 24 Oct 2021 05:14 PM (IST)

    রোহিতের বিরুদ্ধে বল করার অভিজ্ঞতা নিয়ে কী বললেন হাসান আলি? দেখুন ভিডিও

    রোহিত শর্মার বিরুদ্ধে বল করার অভিজ্ঞতা শেয়ার করলেন পাক বোলার হাসান আলি।

  • 24 Oct 2021 05:04 PM (IST)

    ফিরে দেখা ভারত-পাক টি-২০ বিশ্বকাপের ‘পাঁচকাহন’

    এর আগে টি-২০ বিশ্বকাপে ৫ বার সাক্ষাৎ হয়েছে ভারত ও পাকিস্তানের। যার মধ্যে ৫ বারই জিতেছে ভারত। দুবাইতে সেই জয়ের ধারা বজায় থাকবে তো? উত্তর মিলবে আজ রাতেই…

  • 24 Oct 2021 04:58 PM (IST)

    ভারত-পাক দ্বৈরথের জন্য টিম ইন্ডিয়ার গেম অন

    ভারত-পাক দ্বৈরথের জন্য টিম ইন্ডিয়ার গেম অন। আপনারা তৈরি তো?

Published On - Oct 24,2021 4:58 PM

Follow Us: