T20 World Cup 2021: ‘বিরাট পাক ম্যাচ খেলতে ভালোবাসে’, রাজকুমার শর্মা
আজকের ভারত-পাক ম্যাচে গোটা ভারতীয় দলের দিকে যেমন নজর রয়েছে কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের, তেমনই বিশেষ নজর রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) ওপর।
দুবাই: অপেক্ষার আর মাত্র কয়েক ঘণ্টা। দুবাইতে রবিবারের ভারত-পাকিস্তান (India vs Pakistan) হাইভোল্টেজ ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। গোটা ভারতীয় দলের দিকে যেমন নজর রয়েছে কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের, তেমনই বিশেষ নজর রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) ওপর। বিরাটের ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা (Rajkumar Sharma) ভারত-পাক ম্যাচের আগে বলছেন, টিম ইন্ডিয়া একটা অভিজ্ঞ দল। সেই দলের সদস্যরা যে কোনও চাপ সামলাতে সক্ষম। এবং, নিজের ছাত্রের উদ্দেশ্যে বলেন, বিরাট বরাবর পাকিস্তানের বিরুদ্ধে রান করা উপভোগ করে।
রাজকুমার বলেন, “আমাদের দলের সদস্যরা প্রত্যেকেই অভিজ্ঞ এবং যে কোনও কঠিন পরিস্থিতিতে চাপ সামলাতে সক্ষম। বিরাট সব সময় চ্যালেঞ্জ পছন্দ করে এবং ও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে ও রান করতে ভালোবাসে। টি-২০ বিশ্বকাপে এটা এখনও রেকর্ড যে, পাকিস্তান বিরাটকে টি-২০ বিশ্বকাপের কোনও ম্যাচে আউট করতে পারেনি। ও রিল্যাক্স থাকবে এবং নিজের ফর্মের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। যেহেতু ও টি-২০ বিশ্বকাপের পরই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, এখন ভারতের হয়ে বিশ্বকাপ জেতাই ওর প্রধান লক্ষ থাকবে।”
ভারতের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচের আগে বলেন, “আজকের ম্যাচে কারা জিতবে আর কারা হারতে তা বলা কঠিন হলেও, তবে বর্তমান টিমের দিকটা দেখলে বলা যায় ভারতই আজকের ম্যাচ জিতবে। এর আগেও ভারতীয় প্লেয়াররা বেশিরভাগ ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছে।” তিনি আরও যোগ করেন, “সদ্য আইপিএল শেষ হওয়ায় দুবাইয়ের পিচের ব্যাপারে ভালোভাবেই জানে টিম ইন্ডিয়ার প্লেয়াররা, যা তাঁদের কাছে একটা অ্যাডভান্টেজ।”
আরও পড়ুন: T20 World Cup 2021: ধোনির টিপস নিয়ে পাক ম্যাচে নামছেন বিরাট