IND VS ENG : সমর্থকদের কোন কথায় লজ্জায় লাল রোহিত পত্নী?

ঠিক কি ঘটেছিল? ২০১৯ বিশ্বকাপে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। এই বিশ্বকাপেই মোট ৫টি সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন রোহিত শর্মা।

IND VS ENG : সমর্থকদের কোন কথায় লজ্জায় লাল রোহিত পত্নী?
রোহিতের কাছে স্বপ্নের মত ছিল ২০১৯ বিশ্বকাপ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2021 | 8:47 AM

ম্যাঞ্চেস্টারঃ হেডিংলেতে তখন ভারতীয় ব্যাটিংয়ের ভরাডুবি চলছে। আর ঠিক সেইসময়েই ২ বছর আগের এরকমই ইংল্যান্ডের পড়ন্ত দুপুরের এক পুরনো ভিডিও ফের সোশ্যাল মিডিয়ায় আলোচনায়। ২০১৯ বিশ্বকাপে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালীন, সমর্থকরা রোহিত পত্নীকে দেখে রোহিতকে নিয়ে শ্লোগান দেন। তাতে লজ্জায় লাল হয়ে যান রীতিকা সচদেহ।

ঠিক কি ঘটেছিল? ২০১৯ বিশ্বকাপে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। এই বিশ্বকাপেই মোট ৫টি সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন রোহিত শর্মা। তিনি যে কত বড় মাপের ব্যাটসম্যান-একটা টুর্নামেন্টেই বুঝিয়ে দিয়েছিলেন রোহিত। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি মুম্বইয়ের এই ওপেনার। মাত্র ১৮ রানে রোচের বলে আউট হন রোহিত। আর সেই ম্যাচের পুরনো ভিডিও ইউটিউবে থাকলেও, সেই ম্যাচের এক ঘটনায় ফের একবার অন্য সোশযাল মিডিয়ায় আলোচনায়। ওল্ড ট্র্যাফোর্ডের ভিভিআইপি গ্যালারির তলাতেই বসেছিল ভারত আর্মি। বিশ্বের যেকোনও প্রান্তে ভারতের ম্যাচ মানেই হাজির ভারত আর্মি।স্বপ্নের ফর্মে থাকা রোহিতের জন্য তাঁরা বেঁধেছিলেন একটি শ্লোগান। ভিভিআইপি গ্যালারিতে রোহিত জায়া রীতিকাকে দেখে তাঁরা শুরু করলেন শ্লোগান। ‘দশ রুপিয়া কি পেপসি, রোহিত শর্মা সেক্সি।’

সমর্থকদের মুখে নিজের স্বামীর জন্য ‘সেক্সি’ শব্দ শুনে যারপরনাই লজ্জিত রীতিকা। শ্লোগান শুনে হাসলেনও। সেই ভিডিও আবার ভাইরাল। সেই বিশ্বকাপে ভারত সেমিফাইনালে বিদায় নিলেও টিম ইন্ডিয়াকে ক্রিকেট দুনিয়া মনে রাখবে রোহিত শর্মার জন্য। ধোনি বা বিরাট নন, রোহিতই যেন ছিলেন সেই বিশ্বকাপের ভারতীয় ব্যাটিংয়ের সেরা বিজ্ঞাপন।