IPL 2021 : মরুশহরের কথা ভেবে পেসারের বদলে স্পিনার নিল পঞ্জাব

 এবার বদলি ক্রিকেটার বাছতে গিয়ে চমক দেখাল কিংস ইলেভেন পঞ্জাব। ফিট নন। সেজন্য ঝাই রিচার্ডসন আইপিএলের দ্বিতীয় পর্যায়ে আর খেলতে পারবেননা।

IPL 2021 : মরুশহরের কথা ভেবে পেসারের বদলে স্পিনার নিল পঞ্জাব
পঞ্জাবে আদিল
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2021 | 11:08 AM

দুবাইঃ আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মধ্য়ে চলেছে ক্রিকেটার বদলের হাওয়া। কোনও ক্রিকেটার ব্যস্ত হয়ে পড়েছেন দেশের সিরিজে। খেলতে পারবেননা আইপিএলে। কেউ চোট সমস্যায় ছিটকে গিয়েছেন আইপিএলের দ্বিতীয় পর্যায় থেকে। কাউকে আবার ফ্র্যাঞ্চাইজিই ধরে রাখতে চায়নি। বদলে নিচ্ছে অন্য ক্রিকেটারকে।

এবার বদলি ক্রিকেটার বাছতে গিয়ে চমক দেখাল কিংস ইলেভেন পঞ্জাব। ফিট নন। সেজন্য ঝাই রিচার্ডসন আইপিএলের দ্বিতীয় পর্যায়ে আর খেলতে পারবেননা। ডানহাতি মিডিয়াম পেসার ঝাইয়ের জায়গায় এবার কিংস ইলেভেন পঞ্জাব নিল এক স্পিনারকে। ইংল্যান্ডের আদিল রশিদ। অস্ট্রেলিয়ার ২৪ বছরের এই দীর্ঘদেহী পেসার চোট পেয়েছিলেন। এখনও ফিট হয়ে উঠতে পারেননি। তার জায়গায় পরিবর্ত খোঁজার কাজ চলছিল। আর সেখানেই চমক, পেসারের বদলি কোনও পেসার নয়। একজন স্পিনারকে বেছে নিল পঞ্জাব।

কেন ? তা নিয়ে বিশেষজ্ঞদের মত, মরুশহরে সুবিধা পান স্পিনাররা। তাই স্পিনারের উপর জোর দিয়েছে পঞ্জাব টিম ম্যানেজমেন্ট। কারন দলে স্পেশ্যালিস্ট স্পিনারের অভাব। দলে রয়েছেন ৮জন পেসার। আর মাত্র ৩ জন স্পিনার। যার মধ্যে ভরসা মাত্র দুজন। রবি বিষ্ণোই ও মুরুগান অশ্বিন। তাই মরুশহরে একজন ভালমানের স্পিনারের প্রয়োজন ছিল কিংস ইলেভেন পঞ্জাবের। আর তাই ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ।

আইপিএল অভিষেক হবে আদিল রশিদের। এর আগে বিগ ব্য়াশ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের মত টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা থাকলেও, সুযোগ পাননি আইপিএলে। ৩৩ বছর বয়সী আদিল রশিদের আরও একটি চমকপ্রদ তথ্য রয়েছে। জাতীয় দলের হয়েও কোনওদিন তিনি টি২০ ক্রিকেট খেলেননি। নিজেকে প্রমাণ করার জন্য আইপিএলের মঞ্চকেই বেছে নিতে মরিয়া আদিল।