Rahane-Prithvi: কাউন্টিতে দাপট দুই ভারতীয়র, ওয়ান ডে খেললেন টি-টোয়েন্টি মেজাজে
County Cricket News: জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০২১ সালে। শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি ছিল। এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টিমে থাকলেও একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন না। একটা সময় সচিন তেন্ডুলকরের সঙ্গেও তুলনায় আনা হত পৃথ্বী শ-কে। সেই তিনিই এখন জাতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন।
দু-জনেরই লড়াই জাতীয় দলে প্রত্যাবর্তনের। একজনের ক্ষেত্রে লক্ষ্য তিন ফরম্যাট। আর একজন টেস্ট ক্রিকেট। ভারতীয় দলে ব্রাত্য দুই ক্রিকেটার খেলছেন কাউন্টি ক্রিকেটে। পৃথ্বী শ এবং অজিঙ্ক রাহানে। দু-জনেই ভিন্ন দলে। ব্যাটিং পজিশনও আলাদা। তবে খেললেন একই স্টাইলে। ওয়ান ডে ম্যাচেও টি-টোয়েন্টির মতো দাপট। কাউন্টিতে এ দিন দুটি হাফসেঞ্চুরি দুই ভারতীয় ব্যাটারের। দুজনেরই স্ট্রাইকরেট দুর্দান্ত।
পৃথ্বী শ খেলছেন নর্দ্যাম্পটনশায়ারের হয়ে। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০২১ সালে। শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি ছিল। এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টিমে থাকলেও একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন না। একটা সময় সচিন তেন্ডুলকরের সঙ্গেও তুলনায় আনা হত পৃথ্বী শ-কে। সেই তিনিই এখন জাতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন। কাউন্টি ক্রিকেটে বিধ্বংসী ফর্মে। হাফসেঞ্চুরির হ্যাটট্রিক করলেন পৃথ্বী।
নর্দ্যাম্পটনশায়ার এ দিন নেমেছিল ওরচেস্টারশায়ারের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে নর্দ্যাম্পটনশায়ার। ওপেনার পৃথ্বী শ ৫৯ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এর মধ্যে ১০টি বাউন্ডারি এবং একটি ছয় মারেন। এর আগের দুই ম্যাচে তাঁর স্কোর ছিল যথাক্রমে ৭৬ ও ৯৭। তাঁর বিধ্বংসী হাফসেঞ্চুরি এবং দুর্দান্ত শুরুর সৌজন্যে বোর্ডে ৬ উইকেটে ২৯৫ রান তোলে নর্দ্যাম্পটনশায়ার। জবাবে ওরচেস্টারশায়ারকে ৩৯ ওভারে ১৬৫ রানেই অলআউট করে পৃথ্বীর টিম। ১৩০ রানের বিশাল জয়।
অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল লেস্টারশায়ার ও সাসেক্স। প্রথমে ব্যাট করে লেস্টারশায়ার। চারে নামেন ভারতের অভিজ্ঞ ব্য়াটার অজিঙ্ক রাহানে। মাত্র ৫৭ বলে ৬৮ রান করেন রাহানে। ৪টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি মারেন। তাঁর দল ৫০ ওভারে ৭ উইকেটে ৩৬৩ রানের বিশাল স্কোর করে। যদিও এই রান নিয়েও কঠিন চ্যালেঞ্জের মুখে পড় লেস্টারশায়ার। শেষ তিন বলে মাত্র ১২ রানের টার্গেট দাঁড়ায় সাসেক্সের। শেষ অবধি ১০ রানের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেন রাহানেরা।