HOCKEY: মনপ্রীতদের সাফল্যে দিতে নতুন নকশা তৈরি রিডের

পরের ছ'মাস কী ভাবে টিমকে গোছাবেন গ্রাহাম রিড? মনপ্রীত, শ্রীজেশদের বিদেশি কোচের ব্যাখ্যা, 'আগামী ছ'মাস আমাদের সব ক'টা খেলা বিশ্লেষণ করতে হবে

HOCKEY: মনপ্রীতদের সাফল্যে দিতে নতুন নকশা তৈরি রিডের
নতুন লক্ষ্যে গ্রাহাম রোড
Follow Us:
| Edited By: | Updated on: Sep 04, 2021 | 9:58 AM

নয়াদিল্লি: আত্মতুষ্টির কোনও জায়গা নেই। বরং পরবর্তী ছ’মাস ভারতীয় হকি টিমের কাছে খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী পর্যায়ে উত্তরণের জন্য এই সময়টাতে আরও বেশি বিশ্লেষণ দরকার মনপ্রীত সিংদের। আর কেউ নন, এমনই মন্তব্য ভারতীয় হকি টিমের কোচ গ্রাহাম রিডের।

৪১ বছরের খরা কাটিয়ে অলিম্পিক থেকে পদক এনেছে ভারতীয় হকি টিম। টোকিও গেমসে ব্রোঞ্জ পাওয়ায় ভারতীয় হকির পুনর্জন্ম হয়েছে বলে মনে করছেন অনেকেই। রিডের কথায়, ‘বিশ্ব ক্রমপর্যায়ে এই মুহূর্তে আমরা তিন নম্বরে আছি। এক ও দুইয়ে থাকা অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড কিন্তু ভীষণ ধারাবাহিক। ওরা কিন্তু সর্বোচ্চ পর্যায়ে দীর্ঘদিন খেলছে। ওই পর্যায়টাতে পৌঁছনোই আমার একমাত্র লক্ষ্য এই মুহূর্তে।’

পরের ছ’মাস কী ভাবে টিমকে গোছাবেন গ্রাহাম রিড? মনপ্রীত, শ্রীজেশদের বিদেশি কোচের ব্যাখ্যা, ‘আগামী ছ’মাস আমাদের সব ক’টা খেলা বিশ্লেষণ করতে হবে। নিজেদের যেমন, অন্যদেরও। ওখান থেকেই আমাদের পরের পর্বে ওঠার পরিকল্পনাটা করতে হবে। এটুকু বলতে পারি, টিমটা খুব ভালো। ছোটখাটো ভুলত্রুটিগুলো শুধরে নিয়ে নিজেদের আরও ঝকঝকে করতে হবে। ৪১ বছর পর ভারতীয় হকি ব্রোঞ্জ প্রাপ্তি খুব ভালো খবর। কিন্তু মাঠে আবার নতুন করে ফিরতে হবে। যে স্বপ্নটা থাকবে, সেটা কার্যকর করতে হবে।’

অলিম্পিক পদক আনার জন্য দেড়বছর আগে একটা নীলনকশা বানিয়েছিলেন কোচ রিড। যে পথে হেঁটে সাফল্যে এসেছে। ভারতের জন্য তেমনই একটা ব্লুপ্রিন্ট বানাতে চাইছেন রিড। তাঁর কথায়, ‘টিমের প্লেয়াররা ভীষণ ফোকাসড এবং মানসিক কাঠিন্য আছে ওদের। সেই সঙ্গে একে অপরের সঙ্গে দারুণ বন্ডিংও আছে। অলিম্পিকের মতো আসরে একটা টিমকে বেঁধে রাখাই মুশকিল হয়। সেটা কিন্তু সম্ভব হয়েছিল প্লেয়ারদের মানসিকতার জন্য।’

ভারতকে সাফল্য দেওয়া কোচ হিসেবে বিশ্ব হকিতে তাঁর কদর আরও বাড়িয়েছে। আন্তর্জাতিক হকি ফেডারেশনের বর্ষসেরা কোচের জন্য মনোনীতও হয়েছিল রিড। নিজেকে নিয়ে ভাবছেন না। রিডের ফোকাস বরং ভারতীয় টিম। বেঙ্গালুরুতে আবার শুরু করেছেন জাতীয় শিবির।

রিডের স্পষ্ট কথা, ‘বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আছে সামনে। সেগুলোর জন্যই নিজেদের তৈরি করতে হবে।’