VIRAT KOHLI : ইন্সটাতে ১৫ কোটি ফলোয়ারের রেকর্ড বিরাটের
প্লেয়ারদের তালিকায় এক নম্বরে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৩৩.৭ কোটি ফলোয়ার তাঁর। লিও মেসি ও নেইমারের যথাক্রমে ২৬ ও ১৬ কোটি ফলোয়ার
নয়াদিল্লি: সদ্য সচিন তেন্ডুলকরের দ্রুততম ২২ হাজার রানের রেকর্ডে ভেঙে দিয়েছেন তিনি। তা নিয়ে চর্চার মধ্যেই আরও এক রেকর্ড বিরাট কোহলির। ভারতীয় হিসেবে তো বটেই, এশিয়ার প্রথম কেউ ইন্সটাগ্রামে ১৫ কোটি ফলোয়ারের মান টপকে গেলেন।
প্লেয়ারদের তালিকায় এক নম্বরে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৩৩.৭ কোটি ফলোয়ার তাঁর। লিও মেসি ও নেইমারের যথাক্রমে ২৬ ও ১৬ কোটি ফলোয়ার। বিরাট রয়েছেন তাঁদের পরেই, চার নম্বরে। ভারতের পাশাপাশি এশিয়া ও বিভিন্ন ক্রিকেট খেলিয়ে দেশের বিপুল ভক্ত রয়েছে বিরাটের। তাঁরাই নিয়মিত ফলো করেন ভারতীয় টিমের ক্যাপ্টেনকে।
সুধু ইন্সটা নয়, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা বিরাটের। টুইটারে ৪৩.৪ কোটি ফলোয়ার তাঁর। ৪৮ কোটি ফেসবুকে। কিছুদিন আগেই বলিউডের দুই তারকা অক্ষয় কুমার ও রণবীর সিংয়ের মতো অভিনেতাদের পিছনে ফেলে দেশের সবচেয়ে মূল্যবান সেলেবের জায়গাটা নিয়ে নিয়েছিলেন তিনি। যাঁর ব্র্যান্ড ভ্যালুই হল ২৩.৭৭ কোটি ডলার।
যে কোনও সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট প্রতি বিরাটের আয় ৫ কোটি টাকা। বিশ্বে রোনাল্ডোরই ব্র্যান্ড ভ্যালু সবচেয়ে বেশি। যদি শুধু ইন্সটাতে তাঁর পোস্ট প্রতি আয় ১১.৭২ কোটি টাকা। বিরাট খুব বেশি পিছিয়ে নেই। সিআর সেভেনের সাম্রাজ্যে থাবা বসাতে হয়তো সময় লাগবে। তবে, যে গতিতে এগোচ্ছেন, মেসি আর নেইমার খুব একটা নিরাপদ নন।