IND vs ENG 4th Test Day 3 Highlights: খারাপ আলোর কারণে নির্ধারিত সময়ের আগে তৃতীয় দিনের খেলা শেষ

| Edited By: | Updated on: Sep 04, 2021 | 10:56 PM

India vs England 4th Test Day 3 Live Score: ওভালে চতুর্থ টেস্টে মুখোমুখি ভারত-ইংল্যান্ড।

IND vs ENG 4th Test Day 3 Highlights: খারাপ আলোর কারণে নির্ধারিত সময়ের আগে তৃতীয় দিনের খেলা শেষ
সৌজন্যে-টুইটার

ওভালে (Oval) চতুর্থ টেস্টের (4th Test) তৃতীয় দিনে মুখোমুখি বিরাট কোহলির (Virat Kohli) ভারত (India) ও জো রুটের (Joe Root) ইংল্যান্ড (England)। ওভাল টেস্টের (Oval Test) প্রথম দিন টসে জিতে বিরাটদের ব্যাটিং করতে পাঠান রুট। প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। অন্যদিকে প্রথম ইনিংসে রুটব্রিগেড থামে ২৯০ রানে।

খারাপ আলোর (Bad Lights) কারণে নির্ধারিত সময়ের আগে তৃতীয় দিনের (3rd Day) খেলা শেষ হয়ে গেল। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৭০। ক্রিজে বিরাট কোহলি (২২*) ও রবীন্দ্র জাডেজা (৯*)।

ভারতের (India) হয়ে সর্বোচ্চ রান করেন রোহিত শর্মা (১২৭)। পাশাপাশি ওভাল টেস্টের তৃতীয় দিন নিজের কেরিয়ারে বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি করলেন হিটম্যান। ওভালে রোহিতের সেঞ্চুরি সাজানো ছিল ১৪টি চার ও একটি ছয় দিয়ে। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন চেতেশ্বর পূজারা (৬১)। ওপেনিং জুটি শুরুতে টিম ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার পর ৮৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। ৪৬ রান করে আউট হন কেএল রাহুল। ২৩৬ রানে রোহিত শর্মার গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন ওলি রবিনসন। রোহিতের পরই ফিরে যান পূজারাও। ক্রিজে আসেন বিরাট কোহলি (Virat Kohli) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)।

ইংল্যান্ডের হয়ে দুটি উইকেট পেয়েছেন ওলি রবিনসন। একটি উইকেট পেয়েছেন জিমি অ্যান্ডারসন।

তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের থেকে ১৭১ রানে এগিয়ে রয়েছে ভারত।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 04 Sep 2021 10:34 PM (IST)

    তৃতীয় দিনের খেলা শেষ

    খারাপ আলোর কারণে নির্ধারিত সময়ের আগে তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গেল। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৭০। ক্রিজে বিরাট কোহলি (২২*) ও রবীন্দ্র জাডেজা (৯*)।

  • 04 Sep 2021 10:18 PM (IST)

    খারাপ আলোর কারণে খেলা বন্ধ

    খারাপ আলোর কারণে ওভালে খেলা আপাতত বন্ধ।

  • 04 Sep 2021 10:04 PM (IST)

    ৯০ ওভারে ভারত ২৬৩/৩

    তৃতীয় দিনের শেষে আর উইকেট না হারিয়ে এগিয়ে যেতে হবে কোহলিদের।

  • 04 Sep 2021 09:37 PM (IST)

    ৮৫ ওভারে ভারত ২৪৫/৩

    ক্রিজে বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা

  • 04 Sep 2021 09:22 PM (IST)

    পূজারা আউট

    রোহিত শর্মার পর চেতেশ্বর পূজারার উইকেট তুলে নিলেন ওলি রবিনসন। ৬১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন পূজারা।

  • 04 Sep 2021 09:20 PM (IST)

    রোহিত আউট

    রোহিত শর্মার গুরুত্বপূর্ণ উইকেট হারাল ভারত। ১২৭ রান করে ওলি রবিনসনের বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন হিটম্যান।

  • 04 Sep 2021 09:14 PM (IST)

    ৮০ ওভারে ভারত ২৩৬/১

    উইকেটের খোঁজে ইংল্যান্ড। ওভালে মজবুত রোহিত-পূজারা জুটি

  • 04 Sep 2021 08:57 PM (IST)

    ৭৫ ওভারে ভারত ২১৭/১

    ক্রিজে রোহিত-পূজারা। এগিয়ে চলেছে ভারত

  • 04 Sep 2021 08:45 PM (IST)

    পূজারার হাফসেঞ্চুরি

    ওভালে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের তৃতীয় দিন হাফসেঞ্চুরি পূর্ণ করলেন চেতেশ্বর পূজারা

  • 04 Sep 2021 08:38 PM (IST)

    ৭০ ওভারে ভারত ২০২/১

    রুটদের ওপর চাপ তৈরি করতে হলে তৃতীয় সেশনে উইকেট না খুইয়ে এগোতে হবে ভারতকে।

  • 04 Sep 2021 08:38 PM (IST)

    তৃতীয় সেশন শুরু

    ক্রিজে রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা

  • 04 Sep 2021 08:12 PM (IST)

    চা বিরতি

    চা বিরতিতে ভারতের স্কোর ১ উইকেটে ১৯৯। দ্বিতীয় সেশনে ৯১ রান যোগ করেছে টিম ইন্ডিয়া। চা বিরতিতে ইংল্যান্ডের থেকে ১০০ রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

  • 04 Sep 2021 07:50 PM (IST)

    রোহিতের সেঞ্চুরি

    দুর্দান্ত ছক্কা হাকিয়ে ওভাল টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরি পূর্ণ করলেন রোহিত শর্মা

  • 04 Sep 2021 07:44 PM (IST)

    শতরানের পার্টনারশিপ পূর্ণ রোহিত-পূজারার

    ওভাল টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে শতরানের পার্টনারশিপ পূর্ণ করলেন রোহিত-পূজারা জুটি।

  • 04 Sep 2021 07:38 PM (IST)

    ৬০ ওভারে ভারত ১৬৮/১

    ৬৯ রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

  • 04 Sep 2021 07:14 PM (IST)

    ৫৫ ওভারে ভারত ১৫৫/১

    এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া। ৫৫ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ১৫০। রোহিত শর্মা ব্যাট করছেন ৬৭ রানে। তাঁর সঙ্গে চেতেশ্বর পূজারা রয়েছেন ৪০ রানে।

  • 04 Sep 2021 06:51 PM (IST)

    ৫০ ওভারে ভারত ১৩৮/১

    ইংলিশ বোলারদের সামলে এগিয়ে চলেছে রোহিত-পূজারা

  • 04 Sep 2021 06:49 PM (IST)

    রোহিত-পূজারার ৫০ রানের পার্টনারশিপ

    ওভাল টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করল রোহিত-পূজারা জুটি

  • 04 Sep 2021 06:32 PM (IST)

    রোহিতের হাফসেঞ্চুরি

    ওভালে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের তৃতীয় দিন হাফসেঞ্চুরি পূর্ণ করলেন রোহিত শর্মা

  • 04 Sep 2021 06:30 PM (IST)

    ৪৫ ওভারে ভারত ১১৭/১

    ৪৫ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ১১৭

  • 04 Sep 2021 06:15 PM (IST)

    দ্বিতীয় সেশন শুরু

    ক্রিজে রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা।

  • 04 Sep 2021 05:34 PM (IST)

    লাঞ্চ বিরতি

    লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ১ উইকেটে ১০৮। ক্রিজে রোহিত শর্মা (৪৭*) ও চেতেশ্বর পূজারা (১৪*)। লাঞ্চ বিরতিতে ইংল্যান্ডের থেকে ৯ রানে এগিয়ে রয়েছে ভারত।

  • 04 Sep 2021 05:25 PM (IST)

    ৪০ ওভারে ভারত ১০৩/১

    ক্রিজে রোহিত-পূজারা। ৪০ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ১০৩। শতরানের গণ্ডি টপকানোর পাশাপাশি লিড নিল ভারত।

  • 04 Sep 2021 05:25 PM (IST)

    ভারতের শতরান

    ৩৯.৬ ওভারে ভারত দলগত শতরান পূর্ণ করল।

  • 04 Sep 2021 05:04 PM (IST)

    ৩৫ ওভারে ভারত ৮৩/১

    কেএল রাহুলের উইকেট হারিয়ে এগিয়ে চলেছে ভারত

  • 04 Sep 2021 04:55 PM (IST)

    কেএল রাহুল আউট

    ওভালে চতুর্থ টেস্টের তৃতীয় দিন হাফসেঞ্চুরি হাতছাড়া করে আউট হলেন ভারতীয় ওপেনার কেএল রাহুল (৪৬)।

  • 04 Sep 2021 04:39 PM (IST)

    ৩০ ওভারে ভারত ৮০/০

    উইকেট না খুইয়ে এগিয়ে চলেছে ভারত। ক্রিজে রোহিত শর্মা ও কেএল রাহুল।

  • 04 Sep 2021 04:13 PM (IST)

    ২৫ ওভারে ভারত ৭৩/০

    রিভিউয়ের দৌলতে রক্ষা পেলেন কেএল রাহুল। এগিয়ে চলেছে ভারত।

  • 04 Sep 2021 03:50 PM (IST)

    হিটম্যানের কীর্তি

    ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্টে ওভালে ওপেনার হিসেবে ১১ হাজার রান পূর্ণ করলেন রোহিত শর্মা।

  • 04 Sep 2021 03:49 PM (IST)

    ২০ ওভারে ভারত ৫৫/০

    ম্যাচের রাশ নিজেদের হাতে ফেরাতে হলে তৃতীয় দিনে বড় রান করতে হবে ভারতের ওপেনিং জুটিকেও। ২০ ওভারে কোনও উইকেট না খুইয়ে ভারত তুলেছে ৫৫ রান।

  • 04 Sep 2021 03:43 PM (IST)

    ভারতের ৫০ রান

    ১৮.৫ ওভারে ভারত দলগত ৫০ রান পূর্ণ করল।

  • 04 Sep 2021 03:33 PM (IST)

    তৃতীয় দিনের খেলা শুরু

    ক্রিজে রাহুল-রোহিত

  • 04 Sep 2021 02:55 PM (IST)

    ওভাল টেস্টের তৃতীয় দিনের আগে টিম টকের মুহূর্ত

    বড় রানের লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া।

  • 04 Sep 2021 02:45 PM (IST)

    দেখুন ওভাল টেস্টের দ্বিতীয় দিনের হাইলাইটস

    ভিডিওতে দেখুন ওভাল টেস্টের দ্বিতীয় দিনের হাইলাইটস।

Published On - Sep 04,2021 2:40 PM

Follow Us: