Team India: টিম ইন্ডিয়ার বোলিং কোচের দায়িত্ব নিয়ে মর্নি মর্কেল বললেন, নীল জার্সির প্রত্যাশা…
Indian Team Bowling Coach Morne Morkel: নীল জার্সি গায়ে চাপানো মানেই প্রত্যাশা ঠিক কতটা, তা ভালো মতোই জানেন মর্কেল। টিম ইন্ডিয়ার বোলিং কোচ হয়ে কেমন লাগছে, দলের উন্নতির জন্য কী করতে চান, এই সব বিষয়ে জানিয়েছেন তিনি।
কলকাতা: গৌতম গম্ভীরের জমানায় ভারতীয় টিমের নতুন বোলিং কোচ হয়েছেন মর্নি মর্কেল (Morne Morkel)। চেন্নাইয়ে বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে টেস্ট (Test) সিরিজের জন্য টিম ইন্ডিয়ার প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন প্রাক্তন প্রোটিয়া স্পিডস্টার। নীল জার্সি গায়ে চাপানো মানেই প্রত্যাশা ঠিক কতটা, তা ভালো মতোই জানেন মর্কেল। টিম ইন্ডিয়ার বোলিং কোচ হয়ে কেমন লাগছে, দলের উন্নতির জন্য কী করতে চান, এই সব বিষয়ে জানিয়েছেন তিনি। বিসিসিআই টিভি শেয়ার করেছে সেই ভিডিয়ো।
বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিয়োতে মর্নি মর্কেল জানান, তিনি ভারতের বোলিং কোচের দায়িত্ব পাওয়ার পর প্রথম ফোন করেন নিজের বাবাকে। এও বলেন যে, ‘আমি যখন জানতে পারি ভারতের কোচ হচ্ছি, প্রথমেই বাবাকে ফোন করি। স্ত্রীকে নয়। সুখবর জানাই। প্রথমে তো ৫-৭ মিনিট নিজেরই দারুণ লাগছিল। তারপর পরিবারের সকলের সঙ্গে বিষয়টা শেয়ার করে নিই। এই দায়িত্ব পেয়ে আমি একেবারে আপ্লুত।’
মর্নি মর্কেল টিমের সকলের মধ্যে বিশ্বাস ও সম্পর্ক গড়ে তোলার উপর জোর দিতে চান বলে জানিয়েছেন। নিজের অভিজ্ঞতা, জ্ঞান সকললের সঙ্গে শেয়ার করে দলের ক্রিকেটারদের সহজ বোঝ করাতে চান তিনি। ভারতের বোলিং কোচ হওয়ার পর নিজের লক্ষ্য প্রসঙ্গে মর্কেল বলেন, ‘নীল জার্সি অনেক প্রত্যাশা বয়ে বেড়ায়। আমার দায়িত্ব দলের সকলকে এই পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করা এবং নিজের অভিজ্ঞতা ও জ্ঞান সকলের সঙ্গে শেয়ার করে নেওয়া।’
ভারতীয় টিমে বিরাট, রোহিত, বুমরার মতো সিনিয়র প্লেয়ারদের পেয়ে খুশি মর্কেল। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন কোনও পরিকল্পনা করব, তখন দলের সিনিয়র প্লেয়ারদেরও পাব। এটা ভেবে ভালো লাগছে। আমাদের টিমে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরার মতো সিনিয়র প্লেয়াররা রয়েছে। তাই আমরা লাকি। ওরা সামনে থেকে এক্কেবারে দলকে নেতৃত্ব দেয়। আমার দায়িত্ব ওদের সমর্থন করা।’
⏪ Feeling after being named Bowling Coach 🏏 Goals for an exciting home season 🍲 Savouring Indian Food 😃
𝗜𝗻𝘁𝗿𝗼𝗱𝘂𝗰𝗶𝗻𝗴 #𝗧𝗲𝗮𝗺𝗜𝗻𝗱𝗶𝗮 𝗕𝗼𝘄𝗹𝗶𝗻𝗴 𝗖𝗼𝗮𝗰𝗵 – 𝗠𝗼𝗿𝗻𝗲 𝗠𝗼𝗿𝗸𝗲𝗹 🙌 – By @RajalArora
WATCH 🎥🔽 #INDvBAN | @mornemorkel65 | @IDFCFIRSTBank
— BCCI (@BCCI) September 14, 2024